নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝির ঝির বৃষ্টি...

আমি ব্লগ রাইটার না, কিন্তু .....

ফাইনডার

আমি ব্লগ রাইটার না, কিন্তু ...

ফাইনডার › বিস্তারিত পোস্টঃ

বিকাশ খেকো ডাইনোসর......

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১১

অনেকদিন ধরেই শুনছি বিকাশ অ্যাকাউন্ট এর টাকা গায়েব হয়ে যায়, কিন্তু কিভাবে তা জানাছিলনা । এরকম একটা সত্য ঘটনা শেয়ার করার জন্যই লেখা ।



বিকাশ অ্যাকাউন্ট যেকোনো মোবাইল নাম্বার দিয়ে করা যায়। বিকাশ অ্যাকাউন্ট এ ভার্চুয়াল মানি থাকে, এটা নির্দিষ্ট এজেন্ট আথবা ব্র্যাক ব্যাংকের এটিএম বুথের মাধ্যমে রিয়েল মানি করা যায়। এক বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য বিকাশ অ্যাকাউন্ট এ নির্দিষ্ট ফী দিয়ে টাকা পাঠানো যায়। এই হোল বিকাশের সুবিধা।



এবার মূল ঘটনায় আসি.........

আমার এলাকার পরিচিত এক দোকানদারের গ্রামীন ফোনের সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্ট করা । রেজিস্টার করা অ্যাকাউন্ট । যেহেতু রেজিস্টার করা অ্যাকাউন্ট তার সকল তথ্য গ্রামীন ফোনের সিস্টেম ডিপার্টমেন্ট ও সে ছাড়া অন্য কেউ জানার কথা না। তার অ্যাকাউন্ট এ ২৫০০০+ টাকা ছিল। কোন একদিন বিকাশ অ্যাকাউন্ট এর সিমটা ইনএকটিভ হয়ে যায়। ১৫ মিনিট পর সিমটা পুনরায় চালু হয়, পরে দেখা যায় ওই অ্যাকাউন্ট এ কোন টাকা নাই। এই মর্মে গ্রামীন ফোনে অভিযোগ করা হয়েছে এবং তারা স্বীকারও করেছে যে এটা অন্য সিম দিয়ে করা হয়েছে, অর্থাৎ অন্য কোন ক্লোন সিম দিয়ে এই কাজটি করা হয়েছে । কিন্তু তারা এর দায় দায়িত্ব নিতে নারাজ । আমার প্রশ্ন হোল একটা সিম ইনএকটিভ করে ওই সিমের ক্লোন, অন্য একটি সিম একটিভ কে করতে পারে...? নিশ্চয়ই অপারেটর নিজে, তাই এর দায় তাদেরকেই নিতে হবে।

আমাদের নৈতিকতার অভাব, তাই যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারা যেন একটু সতর্ক থাকি।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৬

মদন বলেছেন: একই ধরনের সমস্যা এর আগেও কয়েক জায়গায় পড়েছি। দু:খজনক। সমস্যার সমাধান কি হতে পারে?

২| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৩

শাহ আজিজ বলেছেন: সুবিধা থাকলেও নিজে করিনি । এজেন্ট এর একাউনট দিয়ে চালিয়ে নেই ।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

সুমন কর বলেছেন: জানাবার জন্য ধন্যবাদ।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: সিম ক্লোন করলে টাকা গায়েব হওয়া সম্ভব নয় যদিনা একাউন্ট পাসওয়ার্ড কেউ জেনে থাকে।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১২:১৮

ফাইনডার বলেছেন: ভাই রুবেল যে সিম ক্লোন করেছে সে সব কিছু জেনেই করেছে। আমি বা আপনিতো আর ক্লোন করব না । সিমের সব তথ্য টেলিকম কোম্পানি ছাড়া কেউ জানে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.