![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দৃশ্য ১
মোনালিসার সংসারটা টিকলো না।সংসার কেন টেকেনি সেই গল্প তার কখনও কারো সাথে করতে ইচ্ছা হয় না।কারণ মোনালিসাই সংসারটা ভেঙ্গে দিয়েছে।তার বিয়ে হয়েছিল ভার্সিটিতে পড়ার সময়ে।১২ বছর সংসার করার পরও তার কোনো সন্তান হল না।একটা সময় মোনালিসা খেয়াল করল,তার স্বামী তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে।মোনালিসারা যে সোসাইটিতে বসবাস করে,সেখানে খুব কম পুরুষই ঘরের বউয়ের প্রতি আসক্ত থাকে।তাই মোনালিসার স্বামী যখন পরনারীতে আসক্ত হল তখন মোনালিসার আর কিছুই বলার থাকল না।ফেসবুকে তার স্বামীর প্রোফাইলে মেয়েদের সাথে ঘনিষ্ট ছবি দেখতে দেখতে মধ্যবিত্ত পরিবারের মেয়ে মোনালিসা হাসফাস করত।এমনও সময় ছিল,যখন মোনালিসার স্বামী ফয়সাল কোনো রকম ঘোষনা ছাড়াই ৬দিন বাইরে কাটিয়ে আসল।মোনালিসা তা খোজ নিতেও যায়নি।ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস আজকাল এক প্রকার ফ্যাশনও বটে!আর মোনালিসা যদি তার স্বামীকে বাদ দিয়ে অন্য কোনো পুরুষের সাথে সময় কাটায় সে ক্ষেত্রেও ফয়সালের কোনো অমত নেই।যে যার মত জীবন উপভোগ করাই এখন ফয়সালের নীতি।মোনালিসা অন্য কোনো পুরুষের সাথে সময় কাটাতে পারেনি।একটা সময় মোনালিসা নিজেই ডিভোর্স চেয়েছিল।ফয়সালও কথা না বাড়িয়ে মোনালিসাকে মুক্ত করে দিল।
দৃশ্য ২
মোনালিসার পাশের রুমেই বসে আহনাফ।এক সময় তারা একই সাথে ভার্সিটিতে পড়ত।এখন তারা একই অফিসে কাজ করে।মোনালিসা গত ৭ বছর এই কোম্পানীতে কাজ করছে।কখনও তার কারো সাথে কাজ করতে কিংবা মানিয়ে নিতে কষ্ট হয়নি।তবে আহনাফ পোস্টিং হয়ে হেড অফিসে আসার পর মোনালিসা কাজ করতে কেমন বিরক্ত বোধ করে।মোনালিসা জানে,তার এই বয়সে পুরুষ মানুষ দেখলে লজ্জায় মাথা নিচু করার কোনো মানে হয় না।তারপরও আহনাফকে দেখলে তার মাথাটা কেন যেন নিচে নেমে যায়।
দৃশ্য ৩
আহনাফ পারতপক্ষে মোনালিসার সামনে পড়তে চায়না।মোনালিসাকে দেখলে এখনও তার হাটু কাপে!এই বয়সে মেয়ে মানুষ দেখে হাটু কাপা কিংবা গলা শুকিয়ে যাওয়ার মত ছেলে মানুষি করা ঠিক না।একটা সময় মোনালিসাকে পাওয়ার জন্য সে কম ছেলে মানুষি করেনি।কিন্তু মোনালিসা তাকে কোনোদিনই পাত্তা দেয়নি।অবশ্য মোনালিসা যে তাকে অপমান করেছে তাও নয়।আসলে মোনালিসার ওই সময়কার মনোভাব বোঝার আগেই তার বিয়ে ঠিক হয়ে গেল।আহনাফ তারপর আর মোনালিসার সামনে পড়তে চায়নি কখনও।কিন্তু এখন কপালের দোষে পাশাপাশি রুমে বসতে হয়।
দৃশ্য ৪
অফিসে আগুন লেগেছে এই কথা শোনার পর সবাই হুড়মুড় করে অফিস থেকে নামতে শুরু করে।মোনালিসা কিভাবে নামল তা সে নিজেও জানে না।কোনো ভাবে সে বের হয়ে এসেছে।বাইরে উদ্ধার কর্মীরা একে একে সবাইকে বাইরে নিয়ে আসছে!খুব একটা ক্ষতি কারোই হয়নি।আহনাফ সহ আরো কয়েকজন হালকা আহত হয়েছে।তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
দৃশ্য ৫
মোনালিসার খুব ইচ্ছা করছে আহনাফকে একবার দেখতে যেতে।কিন্তু কেমন জানি একটা লজ্জা কাজ করে।মোনালিসা এক মুহূর্তের জন্যেও কি আহনাফের প্রতি দূর্বল হয়েছিল কিনা-এমন প্রশ্নের মুখোমুখি মোনালিসা কখনই নিজেকে করেনি।হয়তো সে দূর্বল ছিল না।তাহলে এত বছর পর এখন কিসের জন্য তাকে এত বিব্রত হতে হবে।ইত্যাদি-ইত্যাদি ভাবতে ভাবতে মোনালিসা সিদ্ধান্ত নিল যে সে আহনাফকে দেখতে যাবে।
দৃশ্য ৬
আহনাফ ভিতরে ভিতরে একটা ফুরফুরে ভাব বোধ করছে!একটু আগে মোনালিসা এসেছিল।হালকা কথা বলে আবার চলেও গিয়েছে।এতে এতটা আনন্দিত হওয়ার কোনো মানে হয়না।কিন্তু আহনাফ হঠাৎ এলোমেলো চিন্তা করা শুরু করল!১২ বছর আগে একটা মেয়েকে না পেয়ে সে প্রতিজ্ঞা করেছিল,সে আর কোনোদিন বিয়ে করবে না।সেই মেয়েটা আজকে তার সামনেই আছে।হয়তো ১২বছর আগে যে ছেলেমানুষি কোনো কাজে দেয়নি,আজ তা কিছুটা হলেও কাজে দিতে পারে!
আহনাফ হাসপাতাল করিডরে কিছুক্ষন হাটাহাটি করে!তার আজকে ভীষন মনে হচ্ছে,স্বপ্ন কখনই হারিয়ে যায়না।শক্ত করে আকড়ে ধরে থাকতে কখনও কখনও তা হয়তো ফিরেও আসে।
(গল্পটা আমার কাজিন রিচিকে উৎসর্গ করতে চাইছি।কারণ বহুকাল আগে বলিউডের বডিগার্ড সিনেমাটা দেখার পর সে আমাকে প্রশ্ন করেছিল-এই মুভি দেখে কি শিক্ষা পেলে?আমি বেকুবের মত উত্তর দিয়েছিলাম, “নিজের বয়ফ্রেণ্ড কিংবা স্বামীকে কখনও বান্ধবীর হাতে ছেড়ে দিতে হয়না।”
আমার উত্তর রিচির পছন্দ হয়নি।আমি তাকে পালটা প্রশ্ন করেছিলাম, “তুমি কি শিখেছো?”
সে আমাকে আমার গল্পের শেষের লাইন দুটি বলেছিল অর্থাৎ হচ্ছে,স্বপ্ন কখনই হারিয়ে যায়না।শক্ত করে আকড়ে ধরে থাকতে কখনও কখনও তা হয়তো ফিরেও আসে।
আমি আমার বোনের দার্শনিক মার্কা উত্তরে যারপনাই খুশি হলাম।তাই এই গল্পটা শুধুই তার জন্য!)
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:০৪
শুঁটকি মাছ বলেছেন: আপু,আমি নিজেও শতভাগ ভাগ্যে বিশ্বাসী!তারপরও আমাদের স্বপ্ন কিংবা আশাগুলো আমাদের কাজে অনুপ্রেরণা যোগায়!হয়তো স্বপ্নগুলোও ভাগ্য দ্বারাই নির্ধারিত!
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:১০
শুকনোপাতা০০৭ বলেছেন: স্বপ্ন কখনই হারিয়ে যায়না।শক্ত করে আকড়ে ধরে থাকতে কখনও কখনও তা হয়তো ফিরেও আসে।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৩৩
শুঁটকি মাছ বলেছেন: সেটাই!!!!!!!!স্বপ্ন আকড়ে ধরার মাঝেই বেচে থাকার সুখ!!!!
৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:২৩
চানাচুর বলেছেন: লেখাটা সুন্দর হয়েছে। কিন্তু রিচির সাথে একমত না
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৩৪
শুঁটকি মাছ বলেছেন: কেন এক মত না কেন!!!!!!!!!
৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:২৮
আম্মানসুরা বলেছেন: ভাল লেগেছে।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৩৫
শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ!!!!!!!!!!
৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:০৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালা লাগছে
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৩৬
শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ হুমবাবা!!!!!!!!!!!!
৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
স্বপ্ন মাঝে মাঝে হারিয়ে যায়
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৩৯
শুঁটকি মাছ বলেছেন: তা তো কখনও কখনও যায়ই
৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:০১
মাক্স বলেছেন: স্বপ্ন কখনই হারিয়ে যায়না।শক্ত করে আকড়ে ধরে থাকতে কখনও কখনও তা হয়তো ফিরেও আসে।
কয়েকদিন আগে হলে কথাটা বিশ্বাস করতাম না!
সুন্দর লিখেছেন। ২য় প্লাস!
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৪০
শুঁটকি মাছ বলেছেন: কি কারনে এখন বিশ্বাস করা শুরু করলেন ভাইয়া!!!!!!!
৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৪৩
মামুন রশিদ বলেছেন: স্বপ্ন কখনই হারিয়ে যায়না।শক্ত করে আকড়ে ধরে থাকতে কখনও কখনও তা হয়তো ফিরেও আসে।
দারুন । ঝরঝরে মেদহীন বর্ণনায় সুন্দর একটি গল্প । গল্পের শেষটা বেশি ভালো লেগেছে । আহনাফ আর মোনালিসার সরাসরি মিলন না ঘটিয়ে তাদের সম্পর্কের সম্ভাব্য পরিণতি পাঠকের ভাবনার উপর ছেড়ে দেয়াটা বুদ্ধিদীপ্ত হয়েছে ।
আহনাফ আমারও একটি গল্পের নায়ক, 'হাইবারনেশন'
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৫৩
শুঁটকি মাছ বলেছেন: ভাইয়া,আমার মত কাচা লেখিকার প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ!আমি গল্প লেখার তেমন সাহস করি না।তবে আপনাদের অনুপ্রেরণায় আজকাল একটু চেষ্টা চালাচ্ছি।
এই মাত্র গল্পটা পড়ে আসলাম।সত্যিই চমৎকার গল্প!!!!!!!
৯| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:১৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আসলেই! ভাল লিখেছো আপু!
০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৭
শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ!!!!!
কেমন আছো বোন?অনেক দিন পরে!!!!!!!!!!
১০| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপু আমি আমার মতোই আছি!
ইমু দেখে বুঝে নাউ ।
:>
০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০১
শুঁটকি মাছ বলেছেন: ইমো দেইখা বুজলাম তুমি ম্যালা ভাল আছো!!!!!!!সব সময় ভাল থাইকো!!!!!!!!!!
১১| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৫
আপেক্ষিক বলেছেন: ভালো লাগল শুঁটকিমাছ। ভাল লিখসো
০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২০
শুঁটকি মাছ বলেছেন: বহুদিন পর ব্লগে আসলা!!!!স্বাগতম!!!!!!!!!
১২| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৫
গৃহ বন্দিনী বলেছেন: ওহ অবশেষে তোমার এই গল্পটা আমি পইড়া শ্যাস করতে পারলাম ।। feeling....... হালকা হালকা
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩
শুঁটকি মাছ বলেছেন: কয়দিন ধইরা পড়ছো বান্ধবী?
১৩| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১০
সমুদ্র কন্যা বলেছেন: নিজের উপর, নিজের স্বপ্নের উপর বিশ্বাস থাকলে হয়তো সত্যি সেটা একসময় পূরণ হতে পারে। তবে সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি আসলে।
লেখাটা ভাল লাগল।
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৯
শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ আপু!!!!!ভাল থাকবেন!!!!!!!!!
১৪| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৬
গৃহ বন্দিনী বলেছেন: এক বসাতেই পইড়া ফেলসি , পড়মু পড়মু কইরা ঢুকি তারপর যেন কি হয় অন্য ট্যাবে গেলে এইটার কথা ভুইলা যাই ।
এক লগে অনেক গুলা ট্যাব খুলি তো তাই এই সমস্যা হয়
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১০
শুঁটকি মাছ বলেছেন: তাও তো পড়া হইছে সেইটাই বড় কথা!!!!
১৫| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৩
বোকামন বলেছেন:
সুন্দর লিখেছেন, ভালোলাগা রইলো :-)
স্বপ্ন কখনই হারিয়ে যায়না।শক্ত করে আকড়ে ধরে থাকতে কখনও কখনও তা হয়তো ফিরেও আসে
স্বপ্নকে কখনো একা হতে দিতে নেই, পাশেই থাকতে হয়.......।
ভালো থাকুন লেখক।
১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫২
শুঁটকি মাছ বলেছেন: স্বপ্নগুলো আছে বলে সেগুলোকে বুকে জড়িয়ে হেটে চলেছি।
১৬| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
শুভ্রনীল_প্রতীক বলেছেন: Valo likhesen. Valo laglo. last er line ta mere dilam :-)
১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫২
শুঁটকি মাছ বলেছেন: ধন্যবাদ!!!!!!!!!
১৭| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৮
ইমরাজ কবির মুন বলেছেন:
গল্পটা সুন্দর।
স্বপ্ন কখনই হারিয়ে যায়না।শক্ত করে আকড়ে ধরে থাকতে কখনও কখনও তা হয়তো ফিরেও আসে। "কখনও কখনও" ||
১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৪
শুঁটকি মাছ বলেছেন: হ্যা ভাই কখনও কখনও!যদি স্বপ্নটা ভাগ্যের সাথে মিলে যায়!
১৮| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
শায়মা বলেছেন: স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা
জাগিও না আমায় জাগিও না!!!
১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৫
শুঁটকি মাছ বলেছেন: ভাল বলেছেন আপু!
১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
স্বাধীন মন বলেছেন: খুবই ভাল লাগল, অত্যন্ত চমৎকার বর্ননা! স্ট্যারটিং এবং এন্ডিং অসাধারণ। তবে দৃশ্য ৩ এ একটু তারাহুরা করেছেন মনে হয়। দৃশ্য ৩ এ লিখেছেন আহনাফকে মোনালিসা কখনই পাত্তা দেয় নি। আহনাফ কিভাবে মোনালিসাকে প্রেম নিবেদন করেছিল, কিভাবে আই লাভ ইউ বলেছিল এবং মোনালিসা কিভাবে রিফিউজ করেছিল এবং এসবের বর্ণনা এড করতে পারতেন দৃশ্য ১ এর স্টারটিং এ, স্টাটটা এরকম হলে ভাল হত: আহনাফ সজল চোখে বলবে, "মোনালিসা, আই লাভ ইউ, আমাকে ফিরিয়ে দিও না।" তখন মোনালিসা বলবে,"বেয়াদপ, তোমার মত ছেলের পাত্তা আছে আমার কাছে?" তাহলে দৃশ্য ৩ এ লেখা কিভাবে মোনালিসা কোন পাত্তা দেয় নি তা বুঝা যেত এবং এন্ডিংটা আরো ইমোশনাল হত.........
(অনেক সাজেশান দিয়ে ফেললাম, মাইন্ড করলেন কি না যানাবেন)
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
শুঁটকি মাছ বলেছেন: মাইন্ড করব কেনো ভাই?বরং খুশি হয়েছি।আমি লেখক হিসেবে বেশ অপরিপক্ক।তাই আমি সবসময়ই চাই যে আমার ভুলগুলো ধরিয়ে দেয়া হোক।
অনেক অনেক ধন্যবাদ।ভাল থাকবেন।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬
শুঁটকি মাছ বলেছেন: মাইন্ড করব কেনো ভাই?বরং খুশি হয়েছি।আমি লেখক হিসেবে বেশ অপরিপক্ক।তাই আমি সবসময়ই চাই যে আমার ভুলগুলো ধরিয়ে দেয়া হোক।
অনেক অনেক ধন্যবাদ।ভাল থাকবেন।
২০| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমি স্বপ্ন ধরে থাকতে থাকতে ক্লান্ত। ফিরে আসবে নারে।
০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫
শুঁটকি মাছ বলেছেন: ফিরে আসবে কিনা সেই গ্যারান্টি দেব না।কিন্তু আপু স্বপ্নটা দেখা কখনই বন্ধ করবেন না।জ্ঞান দিয়ে ফেললাম নাতো?
২১| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: স্বপ্ন দেখতে ভয় লাগেরে বইন। স্বপ্ন তো আর কম ভাঙ্গলো না।
০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
শুঁটকি মাছ বলেছেন:
২২| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৬
আদনান শাহ্িরয়ার বলেছেন: নাটক নাটক । বেশ । তবে বডিগার্ড দেখে আপনি যেটা শিখেছেন সেটাই বাস্তব শিক্ষা । আর আপনার কাজিন যেটা বলেছেন সেটা ভাবালুতা ।
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৪
শুঁটকি মাছ বলেছেন: হাহাহহাহা!!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮
মৌ রি ল তা বলেছেন: bullshit কথাবার্তা। স্বপ্ন বলে কিছু নেই। life is all about a luck এর বাইরে কিচ্ছু নেই।
কোথায় যেন পড়েছিলাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।
life এ এই টাইপের কিছু নেই। কারো ভাগ্যে কিছু লেখা না থাকলে হাজার চেষ্টা হাজার বিশ্বাসেও কোন কাজ হয় না।
whatever.......পৃথিবীর সব মানুষ তার বিশ্বাসের যথাযথ মূল্য পান এই কামনা ই করি আমি।