![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Loading... 99.9%...please wait
আমি রাজনীতি তে সক্রিয় নই বললেই চলে।তাই বলে এই নয় যে,আমার রাজনীতি সম্পর্কে ধারণাও শুন্য।কিন্তু হ্যাঁ,বর্তমানে ছাত্ররাজনীতি নামে যা চলছে তা নিয়ে সন্দেহে পড়ছি সত্যিই আমি রাজনীতি সম্পর্কে বুঝি কিনা।
বর্তমানে ছাত্ররাজনীতি মানে কি সেটাই:যে,বুক ফুলিয়ে বলা আমি অমুক ভাইয়ের লোক।আমি করমু হামাহামি।কে আমারে কি করবো?পুলিশ আমার চ্যা** বা*।আমি ভেজাল করমু।ধরলেই ভাই,গিয়া আমারে ছোড়াইয়া আনবো।বন্ধুদের মাঝে আমিই লিডার,আমি যা বলমু তাই হবে কারণ আমি অমুক ভাইয়ের লোক।হুদাই,একটা ছেলেরে দিমু "দুচানি"।আমার পার্ট বেড়ে যাবে।এলাকার সবাই আমাকে ভয় পাবে।আমার উপরে বড় বড় লিডারদের চোখ পড়বে।আমি একটা পদ পেয়ে যাবো।এরপর,আমি কার, কে আমার।সাথের কেউ আমার বিরোধিতা করলেই তার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করমু।পারলে সাথে দু-এক ঘা লাগিয়ে দিলাম।সমস্যা কি,আমি পলিটিকাল লিডার।আপনার কোন বন্ধু ভেজাল করছে?যার সাথে করলো তাকে গিয়েই দিয়ে দিলেন কয়েকটা।আর সেই চিরাচরিত ডায়ালগ
:তুই আমারে চিনোস?আমি এই,আমি সেই।
কোন মেলা হোক কিছু হোক,আমারে চাঁদা না দিলে আমি মেলা বন্ধ করে দিব।অথবা আমার টিকিট লাগবে না,কারণ আমি নেতা।রাস্তাঘাটে রিক্সায় উঠলেন:রিক্সাওয়ালা ভাড়া চাইলো,ধমক দিয়ে উঠলেন।১০টাকা চাইলে ৫টাকা দিলেন।ছোট একটা ঘটনাকে ইস্যু বানিয়ে বড় রকমের ঝামেলা করলেই আপনি আলোচিত।আর আলোচিত মানেই দুই পক্ষের দোটানায় পড়া।
এই না হলে আপনি ভাইয়ের লোক?আপনাকেই খুঁজছে পরবর্তী প্রজন্ম যারা এখনো ছোট কিন্তু রাজনীতিতে সক্রিয় হবার আশা রাখে।
আপনি ভুল করছেন,জেলে গেছেন।আপনার ভাই আছে তাই আপনি ছাড়া পেয়ে গেলেন।আর অন্য একজনের ভাই নেই,সে জেলে পঁচে মরলো।
বাহ,বাংলার সংবিধান। স্যালুট তোমায়।
"আইন সবার জন্য সমান"আমার মনে হয় এই উদ্ধৃতি টা পরের প্রজন্ম ভুলেই যাবে।তারা তথাকথিত বড় ভাইয়ের নিকট দৌড়াতে থাকবে যদি আবার কোন বিপদে পড়ে যাই।
আজকাল তো আমাদের বয়সী ছেলেদেরকেই বড় ভয় লাগে,কারণ এরাই তথাকথিত বড় ভাইয়ের ৮০%ভাগ সমর্থক।না জানি,এদের কারো সাথে তর্কে জড়িয়ে বড় ভাইয়ের ঝাঁড়ি খেতে হয়।
কিন্তু এই রাজনীতিবিদ(মাইরালা)তারা এমন রাজনীতিবিদ যে,এদের কে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জিজ্ঞেস করলেও ৮০%রাজনীতিবিদ :p হাঁ করে তাকিয়ে থাকবে।আমি এটা বলছি না যে,লোকাল ভাইয়ের সমর্থক হতে হলে এগুলো জানা জরুরী
আমার কথা হইলো আপনাদের কাছে রাজনীতির মানে টা কি?আমার মনে হয়,আমি অমুক ভাইয়ের সাথে চলি,অথবা আজকে বিরোধী দলের একজনকে দুচলাম এটাই আপনাদের কাছে রাজনীতির অর্থ।
যাই হোক,আপনারা রাজনীতি করেন কে মানা করে?কিন্তু আমাদের মত মামুলী মানুষদের সাথে দুচাদুচি করতে আসেন কোন সুখে?
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি :::
”আমলা যখন গরীব সমাজের উপর অত্যাচার-নির্যাতন করে, সরকার তখন নাক ডেকে ঘুমায়, জনগণ দূর থেকে দাড়িয়ে দাড়িয়ে দেখে আর ভবিষ্যৎ প্রযন্ম তখন নোংরা পৃথিবীতে বাস করে”
২৬ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।আপনার ব্লগে ঘুরে আসলাম।একদম নতুন ব্লগার।সত্যিই ভালো লাগছে দেখে যে,আপনার ব্লগে সর্বপ্রথম কমেন্ট আমার পোষ্টে।ভালো কিছু আশা করছি আপনার কাছ থেকে।হ্যাপি ব্লগিং।
২| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
যারা আজকে দেশ চালাচ্ছেন, সবাই ছাত্র রাজনীতিবিদ ছিলেন
২৬ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনাদের সময়কার ছাত্ররাজনীতি করতে বড়ভাইয়ের নাম বিক্রি করা হয়ত প্রয়োজন ছিলো না।কিন্তু বর্তমান পরিস্থিতি আলাদা।সেখানে সবাই বড় ভাইয়ের দাপটে রাজনীতির নামে সন্ত্রাসী করে।
৩| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪০
অমিত এমবিবিএস বলেছেন: এখন তো অমুক ভাইয়ের বিপক্ষের ভাইয়ের লোকদের বাপ মা তুলে ফেইসবুকে গালি দিতে পারাই রাজনীতি।যদিও দুই ভাইই একই রাজনৈতিক দলের লোক।
২৬ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এটাও ভালো বলেছেন।মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
আগেও মোটামুটি এই রকমই ছিলো, এত টাকা ছিলো না।
২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: সঠিক জানা ছিলো না।জানানোর জন্য ধন্যবাদ।
৫| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৬
বর্ষন হোমস বলেছেন: [/sb”আমলা যখন গরীব সমাজের উপর অত্যাচার-নির্যাতন করে, সরকার তখন নাক ডেকে ঘুমায়, জনগণ দূর থেকে দাড়িয়ে দাড়িয়ে দেখে আর ভবিষ্যৎ প্রযন্ম তখন নোংরা পৃথিবীতে বাস করে”
জনগণ কিভাবে দূর থেকে দাঁড়িয়ে দেখবে।তারা তো মারই খাচ্ছে।কারণ গরীব সমাজ কি জনগণের অংশ নয়?জনগণের বড় একটা অংশভাগ গরীব।
২৭ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো
৬| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১২:০০
সচেতনহ্যাপী বলেছেন: এত মহল্লার সামান্য চামচাদের কথা বলেছেন।। হাতাদের মানে ভাইদের দৌড়াত্ব আর ক্ষমতা দেখতে হলে সেগুনবাগিচার রোডস্ এন্ড হাইওয়ের প্রশাসনিক ভবন, রেলওয়ের হেড অফিস আর টার্মিনাল গুলিতে একটু ঘুরে আসুন, মাথা চক্কর না দিলেতো আমি আছি।।
সেই স্বাধীনতা পরবর্তি সময় থেকে কোন পরিবর্তন নেই।। শুধু ছ্যাচরামীটা বেড়েছে কয়েকগুন।।
২৭ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: বয়সটাই বা হয়েছে কদ্দূর?বড় হতে দিন।আপনার বলা জিনিষগুলোও চোখে পড়বে।মহল্লার চামচা দের নিয়েও লেখার ইচ্ছা ছিলো না।যদি না এরা আমার বয়সী আর এত ভয়ানক হয়ে না উঠত।
ছ্যাচরারী বেড়েছে।কমার সম্ভাবনা আদৌ রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রবল।
মন্তব্যের জন্য ধন্যবাদ এবং শুভকামনা জানবেন।
৭| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
চাঁদগাজী বলেছেন:
ছাত্র রাজনীতির অভিশাপ ছিল জাসদ
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: হতে পারে,সত্যি বলতে কি তখনকার রাজনীতি সম্পর্কে জ্ঞান অল্প।তাই,তখনকার সময় না বলে বর্তমান প্রেক্ষাপট এ পোষ্ট করলাম।
৮| ৩১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০২
মুশি-১৯৯৪ বলেছেন:
সাবালেগ হবার লক্ষণ কী? সে যেমন পরের সমালোচনা করতে পারে, তেমন নিজেও নিজের সমালোচনা করতে প্রস্তুত বা সক্ষম।
মানুষ যতদিন পর্যন্ত নাবালেগ থাকে, ততদিন পর্যন্ত তাকে বাইরের থেকে হাত ধরে ধরে নিয়ে যায় কেউ । আমরা সবাই নাবালেগ, তাই বড়ভাই ছাড়া কোন গতি নাই ।
৩১ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: যথার্থ উত্তর।তবে উত্তরটা সেই বড়ভাই দের ছোটভাইয়ের ক্ষেত্রেই ভালো প্রযোজ্য। ধন্যবাদ
৯| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:৫০
চাঁদগাজী বলেছেন:
ছাত্র রাজনীতি বলা ঠিক হবে না, ইসলামী ছাত্র সংঘ ছিল আসলে হালাকু খানের জল্লাদ বাহিনী।
০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনার রাজনীতি সম্পর্কিত জ্ঞানের নিকট আমার জ্ঞান তুচ্ছ।তাই আপনি যাদের নাম বলেন তাদের সঠিকভাবে চিনতে পারি না।
হালাকু খান,তিনি কে?
১০| ২৮ শে মে, ২০১৭ রাত ১২:৪৭
চানাচুর বলেছেন: রাজনীতি করিনি। তবে কিছু লোকের সাথে ঘোরাফেরা হয়েছে। ইদানীংকালে ছাত্র রাজনীতি বলতে যেটা বোঝায় তা হল নিজেদের স্বার্থ আর কিছু না। অনেক পজেটিভ চিন্তাভাবনা করেও তাদের ভেতরে নেগেটিভ বিষয়গুলোই দেখেছি
২৮ শে মে, ২০১৭ রাত ১২:৫৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: কি আর বলতাম???আমার কয়েকটা ক্লাশ ফ্রেন্ডের ফাপড়ে দুনিয়া থেকে বিদায় নিতে মন চায়।
এদের কাছে রাজনীতি মানেই কিন্তু আত্মসার্থ।আমি অমুক ভাইয়ের লোক বলে গলাবাজি করাই এদের আনন্দের কারণ।
১১| ২১ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৬
খায়রুল আহসান বলেছেন: মাছের পচন শুরু হয় মাথা থেকে। দেশ ও সমাজেরও তাই।
২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: চমৎকার মন্তব্য।অল্প কথায় ভালোই বুঝিয়েছেন।মাছের পচন মাথা থেকেই হয় কিনা জানি না,তবে সমাজের পচন শুরু হয়েছে,আগামী দিনের কান্ডারিদের থেকেই।
১২| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৮
ভ্রমরের ডানা বলেছেন:
দেশের মানুষ যেমন রাজনীতি ও রাজন্য তেমন!
২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: দেশের মানূশের দেখা যায় এখন রাজনীতি থেকে তৃষ্ণা উঠে গেছে,বর্তমান অদ্ভুত রাজনীতি থেকে।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩২
মোঃ তানজিল আলম বলেছেন: ekdom sothik bolecen vai