নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাড়ে সাংঘাতিক এই পিচ্চি সম্পর্কে জেনে কোন লাভ নাই।সুতরাং \"দুরে গিয়া বাঁচেন\"

দ্যা ফয়েজ ভাই

Loading... 99.9%...please wait

দ্যা ফয়েজ ভাই › বিস্তারিত পোস্টঃ

আপনার চোখ কত মেগাপিক্সেল এবং এর সমমানের একটি ক্যামেরার সম্ভাব্য বাজার মূল্য

০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৯

বর্তমানে ক্যামেরা সম্পর্কে ধারনা নেই এমন মানুষ খুব কম।যেকোন মোবাইল অথবা ক্যামেরা কিনতে গেলে আমরা কত কিছুই না দেখি।কিন্তু আপনার চোখ যার অনুকরণে ক্যামেরা তৈরি জানেন কি,বাজারের যেকোন মোবাইল অথবা ক্যামেরার চাইতে কতটা উন্নত অথবা কতটা খারাপ???
চলুন ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে জেনে নিই আপনার চোখের মান।

মনে করুন,আপনার ক্যামেরা ৯০ডিগ্রি পর্যন্ত সকল দৃশ্য স্পষ্ট ধারন করতে পারে।
সে অনুযায়ী আপনার ক্যামেরার পিক্সেল=
৯০*৯০*৬০*৬০/(০.৩*০.৩)পিক্সেল
=৩২৪০০০০০০পিক্সেল
=৩২৪মেগাপিক্সেল।
এখানে ০.৩হচ্ছে arc minute (এক ডিগ্রির ৬০ভাগের এক ভাগকে আর্ক মিনিট বলে)।
৯০হচ্ছে peripheral vision যার অর্থ আপনার লেন্স কতটুকু জায়গা ফোকাস করতে পারে তার ক্ষমতা।
৬০কে বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক হিসেবে ধরা হয়েছে।

এবার আসুন আপনার চোখের মেগাপিক্সেল নির্ণয় করি।
একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার সামনে ঘটে যাওয়া ১২০ডিগ্রি পর্যন্ত যেকোন কিছু সম্পুর্ণ স্পষ্ট দেখতে পায়।
সুতরাং,একজন সুস্থ মানুষের চোখের পিক্সেল =
১২০*১২০*৬০*৬০/(০.৩*০.৩)পিক্সেল
=৫৭৬০০০০০০পিক্সেল
=৫৭৬মেগাপিক্সেল

অর্থ্যাৎ আপনার চোখ ৫৭৬মেগাপিক্সেল ক্যামেরার সমান। B:-/ কল্পনা করতে পারেন???বাজারে যেকোন ক্যামেরার চাইতে কয়েকগুণ বেশি। :||
শুধু তাই নয়,মানুষের চোখ উপরনিচে প্রায় ১৩৫-১৪০ডিগ্রি এবং দুই পাশে প্রায় ২০০ডিগ্রি পর্যন্ত দেখতে পারে।

সুতরাং এবার যদি কোন "ব্যাটারি পাবলিক"(চোখে সমস্যা আছে)এমন কেউ তার ক্যামেরা নিয়ে বড়াই করে আপনি,আপনার চোখ নিয়ে বড়াই করুন। !:#P B-))

এবার আসুন,আপনার চোখের সম্ভাব্য দাম জেনে নিই।
যেকোন কিছুর মান নির্ণয় করা হয়,উক্ত বস্তুর ফিচারের উপর ভিত্তি করে।মান যত ভালো তার দামও তত ভালো।

সুতরাং,দেখে নিন এক নজরে আপনার চোখের ফিচার:

resolution:576megapixel
bit depth:7.5 bits per second.
frames per second:1000
shutter speed:1/100-1/200
dymaic range:10-14stops
crop factor:X.05
focal length:17mm
angel of view:180degree
ISO:=1000 camera.

একমাত্র ক্যামেরা পাগলা ছাড়া আর বেশিরভাগ মানুষেরই তথ্যগুচ্ছ মাথার উপ্রে দিয়া গেছে।(এমনকি আমারোও)। :-0 |-) উক্ত ফিচারের উপর নির্ভর করে বিভিন্ন ক্যামেরা কোম্পানি এবং কিছু বিজ্ঞানী মানুষের চোখের যে দাম নির্ধারণ করেছে তা শুনার পর নিশ্চিত আপনি আপনার এক চোখ বিক্রির জন্য দোকানে দৌড় দিবেন =p~ ।আর সেটাই স্বাভাবিক।কারণ বিজ্ঞানীরা আপনার চোখের দাম নির্ণয় করেছে :
(35,268,799)$ dollar B:-) :||
বাংলাদেশি টাকায় যার মুল্য প্রায়
(২৮২,১৫,০৩৯২০)টাকা মাত্র। এই টাকার শেষেও যদি মাত্র লেখা লাগে তাহলে কেমন লাগে??? /:) /:)(এক ডলার=৮০টাকা ধরে)

যাই হোক,অনেক আজাইরা প্যাঁচাল করলাম।যদি এই আজাইরা প্যাঁচাল থেকে আপনাদের কিছু জানানো যায় তাতেই আমি স্বার্থক।কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।



তথ্যসূত্র :দাম এবং ফিচার বলতে গেলে এইখানথেকে নেয়া।

মন্তব্য ৫১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১১:৫১

ডঃ এম এ আলী বলেছেন: মারহাবা , জেনে খুশি হলাম একটা চোখের দাম ৩৫ মিলিয়ন ডলারেও বেশি । তাহলে তো চোখ দান করে দিলে অনেক বড় পুণ্যের কাজ । আজই অরগান ডোনেশনের সাথে যোগাযোগ করব ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: সত্যিই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আছি এই ব্যাপারটা নিয়ে।
কিন্তু উপরে দেয়া লিঙ্ককে এমনই লেখা।আপনার উদ্যোগকে সাধুবাদ জানাই।
কমেন্ট করার জন্য ধন্যবাদ। :)

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১১:৫২

সুমন কর বলেছেন: এতো কিছু !!! :(

+।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: মন খারাপের ইমু দিয়া পোষ্টে প্লাস।ঘাপলা আছে মনে হয়। ;)

৩| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৯

অতঃপর হৃদয় বলেছেন: ঘটনা দেখি অনেক বড়!!!!!!!!!!! :||

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভাই,কতটা বড় মনে হয়?তার চাইতেও বেশি বড় হইতে পারে কিন্তু ;)

৪| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ ফয়েজ ভাই ,
সুন্দর প্রতি মন্তব্যের জন্য ।
দ্বিধাদ্বন্ধের কোন কারণ নেই ।
বিভিন্ন অথেনটিক সোর্সে বিষয়টি দেখলাম

চোখের মেগা পিক্সেল সম্পর্কে আপনার দেয়া তথ্য সঠিক আছে ।

৫৭০ মেগাপিক্সেল ক্ষমতা সম্পন্ন একটি চোখের দাম ৩৫ মিলিয়ন ডলার এটাও ঠিক আছে :)

The “camera” shown above is one of the largest digital cameras in existence, created by Fermilab, a US national laboratory specializing in physics. It uses 74 CCD sensors to create 570 megapixel images of galaxies and supernovas. Scientists plan on using the $35 million dollar camera to map some 300 million galaxies.
উৎস - Click This Link

অনেক শুভেচ্ছা রইল ।

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভাষা হারিয়ে ফেললাম।ধন্যবাদ দিয়ে ছোট করবো না।নিজের কাজটা যখন অন্যকেউ স্বদিচ্ছায় করে দেয় তাকে আমি কোন শব্দ ব্যাবহার করে অপমান করতে চাই না।

আপনার মন্তব্যের খাতিরে বুঝতে পারলাম,এই অধম মানুষকে জানার মত কিছু একটা দিতে পেরেছে।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৪

আহা রুবন বলেছেন: ভাই মাথাখানা ঘুরছে! এত দামি ক্যামেরার মালিক আমি!! :-<

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ওহে ভাই,মাথা ঘুরানোর কারণ নাই।আমিও কিন্তু আপনার চাইতে কম দামি ক্যামেরার মালিক নই। :D

৬| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১৫

চাঁদগাজী বলেছেন:


কোনকিছু অংকে প্রকাশ করলে, খুবই ভালো লাগে; ভালো পদ্ধতিতে লিখেছেন

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ক্রেডিট পুরোপুরি আমাকে দেয়া চলে না।কারণ,এটি বিভিন্ন জায়গা থেকে সংকলন করে লেখা।
মন্তব্য ভালো লাগলো।আরো ভালো লাগলো,এই ভেবে যে আপনার ভালো লেগেছে।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:


"৬০কে বৃত্তীয় পদ্ধতির সময়ের একক হিসেবে ধরা হয়েছে। "

-এটা কি সময়, নাকি "কোণের" একক হওয়ার কথা?

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ,ভূল ধরিয়ে দেয়ার জন্য।এটি আসলে কোণের একক হওয়ার কথা।যেটি রেডিয়ান কোণ নামে আমাদের কাছে পরিচিত।ঠিক করে নিচ্ছি।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: আল্লাহর সৃষ্টি আর মানুষের সৃষ্টির মাঝে তো আকাশ পাতাল পার্থক্য থাকবেই।

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: তা তো অবশ্যই।
মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৯| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫২

নিস্তব্ধ কিশোর বলেছেন: তথ্যমূলক ও গুছানো লেখা।ভাল লিখেছেন।

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনাকে ধন্যবাদ, :)

১০| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফাবি আইয়্যে আ লায়ে রাব্বিকু মা তুকাজ্জিবান- আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে?

আয়াতটিই মনে পড়ল আপনার লেখা পড়ে।

এইরকম অসংখ্য নেয়ামতরে মাঝে আল্লাহ আমাদের জন্ম দিয়েছেন, ডুবিয়ে রেখেছেন। কৃতজ্ঞতা হে রব,।


+++++++++++++

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: চমৎকার মন্তব্য।আসলেই আল্লাহর পরিচয় আশেপাশে খোঁজার দরকার হয় না।নিজেকে দেখলেই বোঝা যায় তিনি কত মহান।
মন্তব্যের জন্য ধন্যবাদ।ভালো থাকবেন।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই ।

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: কষ্ট করে পড়ার জন্য এবং মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ,ভাই।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৯

ধ্রুবক আলো বলেছেন: এই পোস্টের কিছু লেখা আগে থেকেই জানা ছিলো আমার, আরও নতুন কিছু জানলাম, পোস্টে ++

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: হতে পারে,কারণ তথ্যগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে নেয়া।তবুও আপনাকে বাড়তি কিছু শেখাতে পেরে আনন্দিত।+ দেয়াতে এবং প্রদানে অসংখ্য ধন্যবাদ।

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২০

বর্ষন হোমস বলেছেন:
যারা চশমা পরে অর্থাৎ চোখ কিছুটা ক্ষতিগ্রস্ত হলে মেগাপক্সেল কমে যাবে কি??

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এমন কোন তথ্য আমার চোখে পড়েনি,তবে সাধারণ জ্ঞান যা বলে তা থেকে বুঝতে পারি কমে যাওয়ারই কথা।হয়ত কমে যাওয়ার কারণেই রেজুলেশন বৃদ্ধি/কমানোর জন্য চশমা ব্যবহার করা হয়।দুঃখিত,সঠিকভাবে উত্তর দিতে পারি নি বলে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। :)

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৪

প্রণব দেবনাথ বলেছেন: :D :) B-) ;)

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: বুঝলাম,ভাই ব্যাপক খুশিতে আছেন।তা ভাই,খুশির কারণ জানতে পারি???

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩১

মাহিরাহি বলেছেন: চোখের দামই যদি এত টাকা হয়, তাহলে পুরো শরীরের দাম কত!

আল্লাহ কাছে সবকিছুরই জন্য শুকরিয়া জানাই।

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমিও অবাক হয়েছিলাম,দাম দেখে।পরে বুঝলাম,আমরা কেন আশরাফুল মাখলুকাত।আল্লাহ আমাদের শরীরে অশেষ রহমত দিয়েছেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ। :)

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

প্রণব দেবনাথ বলেছেন: আপনার লেখার মধ্যে রসিকতা দেখে মজা পেলাম তাই হাসলাম ;)

০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: হাসাতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করলেন না কেন? ;)

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৪

প্রণব দেবনাথ বলেছেন: সব জিনিস কি আকারে প্রকাশ করতে হয়! তাও যদি কন তাইলে নেন " আমার অন্তর থেকে একখান শুভেচ্ছা " যাতে এরকম আরো লেখা দেখি । :D :D ;)

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: পাশে থাকুন,পাশে আছি।অনুপ্রেরণায় ধন্যবাদ। :)

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি মনে এক চোখের দাম নির্নয় করেছেন। ভালই নইলে দুটোই বেচে দিতে চাইতো। =p~ =p~

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনার কি বিক্রি করার চিন্তাভাবনা আছে নাকি?????

১৯| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৬

সানজিদা আয়েশা শিফা বলেছেন: আসলেই তো পৃথিবীর সকল সৌন্দর্য এই চোখের মাধ্যমেই আমরা দেখি, তবে এই চমৎকার তথ্যটা আপনি না জানালে হয়ত এভাবে জানাই হত না ।

অনেক প্লাস নিন।
ভাল থাকুন নিরন্তর :)

০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ,এমন সুন্দর মন্তব্যের জন্য।

২০| ২৬ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:


টেকনোলোজীর উপর লিখুন

২৬ শে মে, ২০১৭ রাত ১০:৫১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার উপদেশের জন্য।আশা করি আপনার কথা রাখতে পারবো।উৎসাহ আপনারাই।তাই যাতে পরবর্তীতে ভালো কিছু দিতে পারি সে জন্য দোয়া করবেন। :)

২১| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৭

নাগরিক কবি বলেছেন: ফয়েজ ভাই আমার চোখ বেচমু। B-) খুব ভাল উপকারী পোস্ট

২৮ শে মে, ২০১৭ বিকাল ৪:৩২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আরে রাখেন ভাই।সুযোগ থাকলে আমিই এক চোখ বেচতাম।
পড়ার জন্য ধন্যবাদ। :)

২২| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৫:৪০

শায়মা বলেছেন: ওহ নো আবার চোখ!!!!!!!!!!!!!! B:-)

২৮ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: B-)) বাহ,চোখে চোখে চোখাচোখি।কোন ব্যাপার নাহ।আমি পালানোর জন্য রেডি আছি,আলজাজিরায় দেখাইলেও হারিকেন দিয়ে এফবি আই খুঁজে পাবে না। ;)

২৩| ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

শায়মা বলেছেন: তাইলে নতুন করে পুরান গান লেখা হবে!

তোমার চোখের ভাষা, লাগিয়ে চোখে .....আমি পালাতে রাজি আছি, আমি পালাতে রাজি আছি ....

২৮ শে মে, ২০১৭ রাত ৮:২১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: গান টা ভাললো লাগলো।আইসক্রিম খাওয়া গলা নাহ।
=p~

২৪| ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ, মূল্যবান জিনিস জানলাম।

২৮ শে মে, ২০১৭ রাত ৮:২২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এতেই আমার প্রাপ্তি।আপনাকেও ধন্যবাদ। :)

২৫| ২৮ শে মে, ২০১৭ রাত ৯:৫০

শায়মা বলেছেন: আমি আইক্ককিলিম খাইনা বেবি! :)

২৮ শে মে, ২০১৭ রাত ১০:১০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: তাহলে লেবান চুস খান??? ;)

২৬| ২৮ শে মে, ২০১৭ রাত ১০:১২

শায়মা বলেছেন: ধ্যাৎ এই সব কে খায়!!!

আমি খাবো ডোনাট!
গ্লেজড!!!!!!!!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.