নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলায় ভালবাসি, বাংলাকে ভালবাসি

হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন !

ড্রীমার

সাধারণ একটা মানুষ। স্বপ্ন দেখি ভাল কিছু করার। দেশটার প্রতি বুকের গভীরে একটা মায়া অনুভব করি। ছবি তুলায় পাই অপার আনন্দ। গান শুনায় সর্বভুক। বাংলা গানকে নাক শিটকে যারা হিন্দি গানকে নিয়ে মাতামাতি করে, তাদের এড়িয়ে চলি। আড্ডাপ্রিয়। আর ভাল লিখার সাথে সাথে ভাল পড়তেও খুব পছন্দ করি।

ড্রীমার › বিস্তারিত পোস্টঃ

ইউক্লিডের বাপ........... ! কবে ? কেমনে ???????????

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

কাল রাতে আজব এক স্বপ্ন দেখলাম...............









নিজেকে আবিষ্কার করলাম একজন ~KING~ হিসেবে ! বিশা---------ল এক সাম্রাজ্য আমার। পাশেই দেখি ~QUEEN~ আমার দৈনিক "কলিকালের কন্ঠ" পড়তেছে ?!? হঠাৎ Queen খুশিতে লাফিয়ে বলল, শুনেছ নায়িকা ক্লিওপেট্রা নাকি একটা ঐতিহাসিক ছবিতে সুন্দরী "ঐশ্বরিয়ার" রোল প্লে করবে! ( এ খোদা কোন জামানায় আইলাম!)



"দেখি পেপারটা কি খবর আছে", পেপারটা হাতে নিয়ে মনে হল এর কাজই হচ্ছে "দৈনিক ললিতা আলু" কে খুচানো ।



এতক্ষন তাও সব ঠিক ছিল। এবার যেটা ঘটল আমি মোটেও প্রস্তুত ছিলামনা ।এক স্বর্ণকেশী, সুবেশী নারী চোখেমুখে কিছুটা বিরক্তভাব নিয়ে আমার খাস কামরায় ঢুকল। (আরে চেহারাত মনে হচ্ছে এন্জেলিনা জুলি !! এটা কি আমার দ্বিতীয় QUEEN! যাহোক ফরহাদ অবশেষে তর কপাল খুলছে! ) তারপর কাছে এসে বলল - "এইযে ইউক্লিডের বাপ, মনে নাই বাসায় যে তেল নাই! অক্ষনি গিয়া মোবারকাসের দোকান থেইক্যা তেল নিয়া আহ ... (ওরে আমারে ছাইড়া দে রে........ জুলি এ কি ভাষায় কথা বলে! দরকার নাই আমার এই কপালের)



কি অইল তেলের বোতলটা হাতে ন্যাও! !

কিন্তু এটা কি? বোতল এত নরম কেন !? ..... তখনি ঘেমে নেয়ে ঘুম থেকে জেগে দেখি আমি হাতে যেটা ধরে আছি সেটাত একটা বালিশ.........!!!!!!





মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~


হায়রে
"এইযে ইউক্লিডের বাপ, মনে নাই বাসায় যে তেল নাই! অক্ষনি গিয়া মোবারকাসের দোকান থেইক্যা তেল নিয়া আহ ... (ওরে আমারে ছাইড়া দে রে........ জুলি এ কি ভাষায় কথা বলে! দরকার নাই আমার এই কপালের)

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

ড্রীমার বলেছেন: :(

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

খাটাস বলেছেন: :D যাক ক্লিওপেট্রার সাক্ষাত তো হয়েছে। জুলির ভাষা বড় সৌন্দর্য :#)
বেশ মজা পেলাম। আরও ঘুমান , আর কাদের সাথে সাক্ষাত হল, মানে কাদের নিয়ে আপনার ঘর সংসার হল জানাবেন। :)
ভাল থাকবেন।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

ড্রীমার বলেছেন: ওক্কে্ ....... খাটাস জানাব.. ;)

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০

আর.হক বলেছেন: :(( :(( :(( :(( :(( :((

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০২

ড্রীমার বলেছেন: কান্দেন ক্যা ........!

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

শায়মা বলেছেন: হা হা :P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

ড্রীমার বলেছেন: :!> :!>

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

ঘুমন্ত আমি বলেছেন: :D:P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

ড্রীমার বলেছেন: হাসেন ক্যান .....!

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

হৃদ যমুনার জল বলেছেন: বালিশ!!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

ড্রীমার বলেছেন: হ আস্ত একটা বালিশ............! :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.