![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ একটা মানুষ। স্বপ্ন দেখি ভাল কিছু করার। দেশটার প্রতি বুকের গভীরে একটা মায়া অনুভব করি। ছবি তুলায় পাই অপার আনন্দ। গান শুনায় সর্বভুক। বাংলা গানকে নাক শিটকে যারা হিন্দি গানকে নিয়ে মাতামাতি করে, তাদের এড়িয়ে চলি। আড্ডাপ্রিয়। আর ভাল লিখার সাথে সাথে ভাল পড়তেও খুব পছন্দ করি।
সিলেটের বৃষ্টি আসলেই একটু অন্যরকম। একটু বেশি রোমান্টিক.. একটু বেশি স্মৃতিকাতর করে তোলে.. একটু বেশি ভিজতে ইচ্ছে করে.. একটু বেশি সময় পেতে ইচ্ছে করে ! আর আমারও একটু বেশিই প্রসংশা করতে ইচ্ছে করে।
ছবিটা সিলেট থেকে তুলেছিলাম..
ঢাকায় আছি প্রায় এগারো বছর হতে চলল। এখানে এসে বুঝতে পারছি কত সৌভাগ্যবান ছিলাম আমি। এখানের সিসায় ভরা বাতাসটা ঠেলে আসতে বৃষ্টিকে অনেক কাঠ-খর পুরাতে হয়। আর চাতক পাখি হয়ে ব্যস্ত আমরা একটু মেঘলা আকাশ দেখার জন্য দিনের পর দিন বসে থাকি। এই দীর্ঘ অপেক্ষার পর সে আসলে সামাজিক সাইটগুলো স্ট্যাটাসে ভরপুর হয়ে যায়, ব্লগগুলোতে কবিতা গানের অঝর ধারা বইতে থাকে। হায় ! দিন দিন কত অভাগা হয়ে যাচ্ছি .......
আর ছোটবেলায়... এই সময়গুলোতে কোন নোটিস ছাড়াই গুড়োম-গুড়োম করে আকাশের ডাকাডাকি শুরু হয়ে যেত। বাতাসে গাছপালাগুলো এক অদ্ভুত আনন্দে নেচে উঠত ! আমরা হয়ত কলেজ মাঠে ক্রিকেট খেলছিলাম। হয়ত আমরা পুকুরে গোসল করছিলাম নয়ত স্কুলে টিফিন টাইম চলছে... ঝরঝর করে বৃষ্টিটা যেই আসল আর থামার নাম নেই। সবুজ শহরটাকে দেখে মনে হয় এই মাত্র কোন শিল্পী জলরঙের ছবিটা এঁকে ফেলল ! আর বাতাসে আমের গন্ধ আর স্কুলের রাস্তাটা একেবারে কৃষ্ণচূড়ার ফুলে গালিচা বিছিয়ে রাখে।
আর পুকুরের আমরা তখন আরও দ্বিগুন উৎসাহে দাপাদাপি শুরু করি। এই বৃষ্টিতে ভিজে কে বারণ করতে আসে ! আর ডুব দিয়ে ঝমঝম বৃষ্টির শব্দ শুনা? এটা যারা উপভোগ করেনি তাদেরকে বুঝানো আমার পক্ষে কোনভাবেই সম্ভব না! এটা মনে হয় যেন অন্য জগৎ, অন্য কিছু.. পা দুটো দু হাত দিয়ে ভাজ করে পানির নিচে ওজনহীন হয়ে থেক বৃষ্টির প্রতিটা ফোটা উপভোগ করা। এটা আসলেই অন্য কিছু.. আর চোখ দুটো আগুন লাল করে বাসায় ফেরা... আহ! আমার বৃষ্টিভেজা শৈশব।
আমি আবার চাই সেই বৃষ্টিভেজা শৈশব........ তার জন্য কি চাও তুমি!
যেতে যেতে একটা গান দিয়ে যাই... জানালা থেকে নেয়া এক পশলা সিলেটের বৃষ্টি। আর ভিডিওতে যে রোডটা আছে, ঐটাতে বৃষ্টি আসলেই পাড়ার ছেলেরা মিলে এ মাথা, ও মাথা দৌড়ে বেড়াতাম..
The Rain Song....
২| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৩
ড্রীমার বলেছেন: ঠিক সেইটাই..... এই সময়টাতে শুধু বৃষ্টি আর বৃষ্টি.. থামার নাম নেই! আজ ঢাকায় যে বৃষ্টিটা হল.. মিনিট বিশেক, মনে হচ্ছিল হাতে পায়ে ধরে আরও কিছুক্ষণ থাকতে বলি..
৩| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সিলেটের বৃষ্টি উপভোগ করেছি, সজীবতার ছোঁয়া রয়েছে।
০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
ড্রীমার বলেছেন: সত্যি তাই। পারলে এই বর্ষায় ট্রেনে চেপে একদিন সিলেট ঘুরে আসবেন। এই দিনটা আপনার সতেজ স্মৃতি হয়ে থাকবে।
৪| ০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:১৪
নিকোলাস বিপ্স বলেছেন: অদ্ভুত এক ভাললাগার নাম সিলেট/
০৮ ই মে, ২০১৪ বিকাল ৫:২৪
ড্রীমার বলেছেন: ধন্যবাদ নিকোলাস। ঘুরে আসবেন বর্ষায়....
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৭
লিমন আজাদ বলেছেন: সিলেটের বৃষ্টি আসলেই বেশিরকম সুন্দর। গত চার বছর ধরে আছি এখানে, যাবার সময় এই বৃষ্টিটাকেই শুধু মিস করবো। আজও বৃষ্টি হচ্ছে সারাদিন।