নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলায় ভালবাসি, বাংলাকে ভালবাসি

হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন !

ড্রীমার

সাধারণ একটা মানুষ। স্বপ্ন দেখি ভাল কিছু করার। দেশটার প্রতি বুকের গভীরে একটা মায়া অনুভব করি। ছবি তুলায় পাই অপার আনন্দ। গান শুনায় সর্বভুক। বাংলা গানকে নাক শিটকে যারা হিন্দি গানকে নিয়ে মাতামাতি করে, তাদের এড়িয়ে চলি। আড্ডাপ্রিয়। আর ভাল লিখার সাথে সাথে ভাল পড়তেও খুব পছন্দ করি।

ড্রীমার › বিস্তারিত পোস্টঃ

একটা বুদ্ধি.... অথবা কোনো সাজেশন নতুবা কোনো আইডিয়া দরকার...প্লীজ

১১ ই মে, ২০১৪ রাত ৮:৫৭

ফেসবুকের উপর চরম বিরক্ত হয়ে সামুতে আসলাম। এখানে অনেক জিনিয়াস আছে আমি জানি, প্লীজ হেল্প করবেন।





এবার পটভূমিটা বলি:

উপরের ছবিখানা আমার মানে বসে থাকা লোকটা আমি। যেটা আমার ফেসবুকে পোস্ট করছিলাম হুমায়ূন স্যারের জন্মদিনে ( Nov, 13, 2012) আবার আমার জিমেইল প্রোফাইল পিক হিসেবে আছে। বাট রিসেন্টলি আমি আবিস্কার করলাম আমার এই ছবিখানা আবু সাইদ নামে একজন মানুষ তার নিজের ছবি বলে দিব্যি প্রোফাইল পিক দিয়ে রাখছে (সে আমার ফ্রেন্ড না)। আর ওটাতে ওর যে বন্ধুরা কমেন্টের বন্যা ভাসাইছে তাদের কথা ভেবেও অবাক হলাম। ওরা কি ওদের বন্ধুকে ভাল করে ছিনেনা !!



তবে পিকচারটা একপাশ থেকে তোলা। আর এই সুযোগটাই সে কাজে লাগিয়েছে। আমি তাকে ভালভাবে বলে ইনবক্স করলাম। কাজ হয়নি। ফেবুকে রিপোর্ট করলাম। গর্দভগুলো বলল এটা নাকি ওদের কোনো রুল ভাইয়োলেট করেনা! যদিও রিপোর্টে " Impersonation" নামে কোনো অপশন ছিলনা। আমাকে হ্যারসমেন্ট অপশটাই চুজ করতে হল। আপনারা আমাকে প্লীজ বলেন আর কোনো অপশন আছে কিনা। কারণ জিনিসটা আমার কাছে এত অদ্ভুত লাগছে, আমি আরামসে মিস্টার আবুর প্রোফাইলে হিমু সেজে বসে আছি..! weird .......... weird..... weird X(







মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৪ রাত ৯:২৯

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: এরকম হাজারটা আছে। ফেক আইডির মানুষরা এটা করে থাকে। কি আর করবেন। তক্কে তক্কে থাকেন। সুযোগ পাইলে হিসাবটা যাতে ডিলিট হয় তার ব্যবস্থা করেন।নাইলে তাকে ফ্রেন্ড হিসেবে এ্যাড করেন এবং এর পর সবার সামনে চেহারা খুলে দেন।

২| ১১ ই মে, ২০১৪ রাত ১০:৩৬

ড্রীমার বলেছেন: ওরে friend বানাব ! :(

৩| ১২ ই মে, ২০১৪ ভোর ৫:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহা! আজব কিসিমের সমস্যা তো। পুরাই বিনোদন। যে আপনার ছবি চুরি করছে, তারে মানসিক অসুস্থ ভেবে মাফ করে দিন। তাল ভোদাই এর বন্ধুরাও যেও ভোদাই হবে, এই বিষয়ে আর সন্দেহ কি!

৪| ১২ ই মে, ২০১৪ ভোর ৬:০৩

বিডি আইডল বলেছেন: একটা জিনিষ মনে রাখবেন...ইন্টারনেটে যখন কোন কিছু পোষ্ট করেন...এইটা পাবলিক সম্পত্তি। মনে কষ্ট লাগলেও এটাই বাস্তব। এই যে আমি সহ উপরের তিনজনের প্রো পিকচার, কি মনে হয়? এই গুলা আমাদের বানানো??

৫| ১২ ই মে, ২০১৪ সকাল ১০:০৫

পাতি মাস্তান বলেছেন: থানায় মামলা করতে পারেন হিহিহিহি

৬| ১২ ই মে, ২০১৪ রাত ১১:২৪

ড্রীমার বলেছেন: :(

৭| ১২ ই মে, ২০১৪ রাত ১১:৪৬

একজন ঘূণপোকা বলেছেন:
জিনিসটা যে আপনার আপনি দুই ভাবে এটা প্রুভ করতে পারেনঃ

১, এই পিকটা এডিট করা দেখা যাচ্ছে, আপনি অরজিনাল পিকটাতে নিজের নামে ওয়াটার মার্ক দিয়ে আপলোড করে ওকে প্রমাণ দিতে পারেন
২, আপনার আপলোড ডেইট ওর আগে হবার কথা, ওইটা মার্ক করে স্ক্রীন শট দিতে পারেন

কিন্তু এত কিছু করে কোন লাভ হবে না। কারন ইন্টারনেটে যখন কোন কিছু পোষ্ট করেন...এইটা পাবলিক সম্পত্তি।

এইজন্য নিজের জেনুইন পিক আপলোড দিলে ওইয়াটার মার্ক দেয়া যেতে পারে।

বিডি আইডল ভাইয়ের মন্তব্যে প্লাস।

৮| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২০

ড্রীমার বলেছেন: ধন্যবাদ ঘূণপোকা। আপনার ওয়াটার মার্ক আইডিয়াটা ভাল লেগেছে....

৯| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১:১৭

হৃদয় রিয়াজ বলেছেন: আজব তো!! হাসব না কাঁদবো!!! B-) :D
ওই পিকটা কবে প্রোফাইল পিক দিয়েছে আর আপনারটা কবে (নিশ্চই ওর অনেক আগে) দিয়েছেন তার স্ক্রিনশট নিয়ে আপলোড করে সবাইকে তাতে ওই বলদকে ম্যানশন করে ট্যাগ করে দিন। তবে তার আগে ওরে আপনার বন্ধু তালিকায় এড করে নিলে ভাল হয়। সবাই ভালমত মজা দেখতে পারবে B-) B-) B-)

১০| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১:২৯

নতুন বলেছেন: Click This Link

এইটাকি আপনি..

১১| ২৯ শে মে, ২০১৪ রাত ৯:২০

ড্রীমার বলেছেন: ইক্সাক্টলি..... এটা আমিই। আপনি নিশ্পিচই পিকচার দিয়ে সার্চ দিয়ে পেয়েছেন! আপনার চিন্তার ধরনটা চমৎকার.......

১২| ২৯ শে মে, ২০১৪ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনিতো ফটো আপডেট করেছেন ডিসেম্বর ৬ ২০১২তে!

এখণ তার প্রোফাইলে গিয়ে তার ডেটটা দেখুন!! তারপর উপরের সবার বুদ্ধি মতো ফেবু মফিজ বানায় দেন ;)

@নতুন ভাইয়ের লিংক দিয়া কত পন্ডিত সাজলাম হে হে হে =p~ =p~ =p~

১৩| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:১৫

ড্রীমার বলেছেন: I give up ! Really ! Coz I found his friends r exactly same.. I don't want to mess with this. Class. By da way, thank u all for such a nice n funny ideas..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.