নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইটা ব্লগ। ম্যা ম্যা করলে লাত্থি দেয়া হয়।

দেশ প্রেমিক শুধু কথায় নয় কাজে হতে চাই।

ওয়ল্ভারিন (জিমি)

ওয়ল্ভারিন (জিমি) › বিস্তারিত পোস্টঃ

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারঃ ভেবে দেখুন আপনি কোথায় ছিলেন এবং এখন কোথায় আছেন ?

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৫

২০০৮ সালে ফখরুদ্দিন সরকারের কর্মকান্ডকে বিচার বিশ্লেষন করে হাইকোর্টে একটা রিট পিটিশন করা হয়। (কখন সঠিক তারিখ জানিনা)



ওখানে অনির্বাচিত ব্যাক্তি দেশের রাস্ট্র বা সরকার প্রধানের দায়িত্ব পাবে কিনা তা নিয়ে বিধি নিষেধ আরোপ করা হয়। এবং ওখানে অন্তর্বর্তিকালীন সরকার ও তার প্রধানের ক্ষমতার সীমা নির্ধারিত করা দেয়া হয়।

এরই প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার আইনে সংশোধনী আনা হয় সংসদে।



দুঃখের বিষয় হলো, বিএনপির কোন নেতাকর্মী এর বিরোধীতা করতে সংসদে যায়নি।



প্রথমত, জনগন হিসেবে যদি আপনি আসলেই নিরেপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চান তাহলে সঠিক সময়ে আপনার পাশে ছিলো না বিএনপি। বলা আপনার টাকা নিয়ে আপনার মতের উপস্থাপন না করে তারা আপনার সাথে বিশ্বাস ঘাতকতা করেছিল।



দ্বিতীয়ত, জনগন হিসেবে যদি আপনি যেকোন শর্তে যদি বিএনপিকেই ক্ষমতায় দেখতে চান তাহলে আপনিও তাদের একজন। আমি বলব জনগণের সাথে বিশ্বাস ঘাতকতার দায় আপনার কাধেও পড়ে।



সুতরাং কিছু বলার আগে ভেবে দেখুন, এই সংকটময় পরিস্থিতির সৃষ্টির সময় আপনি কোথায় ছিলেন এবং এখন কোথায় আছেন...



এবং এই সংকট সৃষ্টির পিছনে সবার ভূমিকার পাশাপাশি আপনার ভূমিকা কতটুকু? সচেতন হতে হবে আপনাকেই। নাহলে এমন রাজনৈতিক অরাজগতার জন্যে আপনিও আপনার নেতার মতই দায়ী।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭

রাজীব বলেছেন: আমরাই দায়ী, কারন ভোট আমরাই দেই এবং এদেরকেই দেই।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: হুম। এইটা আমরা বুঝেও বুঝিনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.