![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সকল শাষক গোষ্ঠীকে বুঝাতে হবে বঞ্চীতদের দুনিয়া একটাই,তারা একই স্বরে কথা বলে।
শাহাবাগে জনতা যে স্বপ্ন নিয়ে আড়মোড় ভেঙ্গে রাস্তায় নেমে এসেছিলেন। নতুন করে বাঁচার যে স্বপ্ন তারা দেখেছিলেন। যে আগুন ছড়িয়ে পড়ছিলো শহরের অলি-গলি থেকে প্রত্যান্ত গ্রামের মেঠো পথে। যে শিশুটি মাথায় বেঁধেছিলো লাল সবুজের এক টুকরো কাপড়। থ্রি-কোয়ার্টার পরে থাকা 'ইওয়' জেনারেশনের যে তরুণ ডিজে নিয়ে বসে থাকতে পারেনি দেশাত্ববোধের টানে।
আন্দোলনের এই সময়ে এসে অন্তত্য প্রশ্ন তোলার সময় হয়েছে, এই স্বপ্ন, এই দেশাত্ববোধ, দেশপ্রেম, এসবকে অমর্যাদা করেছে কে? কারা?
কারা এই আন্দোলন থেকে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটেছে? কারা মিটমিটিয়ে হেসেছে এতগুলো স্বপ্নকে প্রতারণার দামে কিনতে পেরে? কারা এই দেশের আপামর মানুষের মুক্তিকামীদের দালাল বানিয়েছে?
২| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
নায়করাজ বলেছেন: কারা এই আন্দোলনকে নাস্তিকদের আন্দোলন বলেছে ? কারা যুদ্ধাপরাধীদের বাচানোর জন্য প্রয়োজনে সারা জাতিকে নাস্তিক বানাতে কার্পণ্য করবে না ? তারা কিভাবে আবার আপনার ভোট পাবে ?
আবার যদি ওদের ভোট দিয়ে দেন, তবে এত প্রশ্ন করে কী লাভ ?
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:০০
ফয়েজ ০৮ বলেছেন: আপনার এই প্রশ্নগুলোও আসতে পারে। তবে ভোটের বিষয়টি যদি আপনি আমাকে উদ্দেশ্য করে বলে থাকেন, তাহলে ভুল করছেন।
আমি ভোট দেই না, দিবো না। এই ভোটের রাজনীতিতে আমার খুব একটা আস্থা নেই।
৩| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
সবখানে সবাই আছে বলেছেন: সোনা ব্লগ বন্ধ হয়ে যাওয়ায় ভাইজানের সমস্যা হয়ে গেসে।
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩০
ফয়েজ ০৮ বলেছেন: না জেনে, না বুঝে 'অপদার্থের' মতো একটা কথা বলে বসলেন। কারো সম্পর্কে মন্তব্য করার আগে পরে বিচার বিশ্লেষন করে কথা বলা সভ্যতারই একটি অংশ। আপনি সেটা কতটুকু দেখাতে পেরেছেন, সেটা আপনিই বিবেচনা করবেন। আমি এই ব্লগে কতদিন থেকে এবং কি বিষয়ে লিখেছি, লিখে আসছে, আশা করি তা আমার পূর্বের পোষ্টসমুহ পড়লে টের পাবেন।
অপদার্থ শব্দটাকে কোট আনকোটে রাখার কারণ হচ্ছে এই যে আমি এখনো নিশ্চিত নই আপনি অপদার্থদের কাতারে পড়েন কিনা। আমি শুধু এটুকুই বলার চেষ্টা করছি যে আপনি যে মন্তব্যটি করেচেন তা ওই কাতারের লোকেরাই করতে পারে।
সোনা ব্লগের প্রশ্ন এখানে আসার মানে হচ্ছে কোন না কোন কারণে আপনি আমার লিখায় আহত হয়েছেন। যেমনটি এখন নারীকে উত্ত্যক্তকারীও দাবী করে সে ব্লগার, শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক।
আমার রাজনৈতিক বা পেশাগত পরিচয়ের বিস্তারিত জানতে চাইলে আপনি আপনার রাজনৈতিক মতাদর্শের সিনিয়র কাউকে প্রশ্ন করবেন। আশাকরি বিস্তারিত জানতে পারবেন। (আহম্মদ ফয়েজ)
৪| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
বাংলার হাসান বলেছেন: কারা এই আন্দোলন থেকে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটেছে? কারা মিটমিটিয়ে হেসেছে এতগুলো স্বপ্নকে প্রতারণার দামে কিনতে পেরে? কারা এই দেশের আপামর মানুষের মুক্তিকামীদের দালাল বানিয়েছে? কোটি টাকার প্রশ্ন
৫| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
বোকা_ছেলে বলেছেন: জয় বাংলা
জয় বাংলা বেশি কতা কইলে পুলিশ দিয়া গুলি মারমু
জয় বাংলা
৬| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
পথ-হারা এক পথিক বলেছেন: ৫২'র আন্দোলন, ৬৯'র অভ্যুত্থান এগুলো কি চিরস্থায়ী ছিলো নাকি?
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:০২
ফয়েজ ০৮ বলেছেন: না ছিলো না। এসব আন্দোলন এখনও চলমান। এটা একটা বিস্তর আলাপের বিষয় সেখানে গেলাম না। কেবল আপনার প্রশ্নের সাদামাটা উত্তর দেই।
সেসব আন্দোলনে আন্দোলনকারীরা বিজয় নিয়েই বাড়ি ফিরেছে। প্রাণও হারিয়েছেন অনেকে।
৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩১
পথ-হারা এক পথিক বলেছেন: হ্যা এটিও ঠিক সেরকম চলা একটা আন্দোলন, যা প্রয়োজনে দেখবেন আবার জ্বলে উঠেছে। আচ্ছাএই আন্দোলনে কি কি প্রাপ্তি ঘটলে আপনি মনে করতেন আন্দোলন বিজয় লাভ করেছে?
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৮
ফয়েজ ০৮ বলেছেন: গণমানুষের আন্দোলনে রূপ নেয়ার পর ফলাফল বা প্রাপ্তি যাই ঘটতো তাই হতো এই আন্দোলনের আসল বিজয়।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০
হারকিউলিস বলেছেন: :-& :-& :-& :-& :-& :-&