![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ইহার মত, তাহার মত, তাহাদের মত নই। আমি আমার মত। আমার মাঝে ইহাকে/উহাকে/তাহাকে খুঁজে লাভ নাই। **************************************** মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে... সে চায় তাঁকে খুজেঁ বের করুক... আর নিজের সম্পর্কে নিজে বলা বোকামি ...... আমি কেমন সেটা আপনি /তুমি/তুই জেনে নিন/নাও/নে... এইতো ;) ***************************************** আমি এক সামান্য ধূলিকণা... সিলিকা কণা, যাতে রোদ পড়ে চকচক করে তাও হতে পারিনি... আমি শুধুই সামান্য এক ধূলিকণা, যাকে সূর্যের কিরণও চাকচিক্যতা দিতে পারেনি... আমি সেই ধূলিকণা, যাকে বাতাসের গতিপথের সাথে তাল মিলিয়ে চলতে হয়! বাতাস যেদিকে বয়ে যায়, আমিও সেইদিকেই চলি! কখনো বা স্থির হয়ে পড়ে থাকি! *************************************************** “আমি এক অপেক্ষমাণ ঝরা পাতা, যে মৃত্তিকায় মিশে যেতে পারছিনা আবার বাতাসে উড়তেও পারছি না” ************************************************** পড়ালেখা নামক বিষয়টার সাথে আমার চিরকালের শত্রুতা।তাই পড়ালেখাকে জীবনের অপশনাল সাবজেক্ট বানিয়ে নিয়েছি । পড়ালেখা করিতেছি কিনা জানিতে চাহিয়া লজ্জা দিবেন না!!!! প্লিচ!!!! ************************************** বাবা মা বলেছে,"লেখাপড়া না করলে ভাত বন্ধ!!!!!" তাই ভাত হারানোর ভয়ে লেখাপড়া করছি!!!! :পি ********************************************* দুষ্টামি + ফাজলামি+ পাগলামি
কবর পূজা কি ও কেনো?
কবর পূজা হচ্ছে মৃত কোনো পীর বা অলী আওলিয়ার কবরকে মাজার বানিয়ে, তার উপরে ফুল চাদর চড়িয়ে, লাইটিং ও ডেকোরেশানের মাধ্যমে একে হিন্দুদের মূর্তির মতো সাজিয়ে সেইগুলোকে পূজা করা। সেইগুলোকে সেজদা করা, তাঁর চারপাশে তাওয়াফ করা, মৃত্যু দিবস উপলক্ষে ওরশ করা, এই মাজারে খাসি মুরগি বা গরু ছাগল দেওয়ার মানত করা, বিপদ আপদে এই সমস্ত অলি আওলিয়াদেরকে ইয়া জিলানী, ইয়া চিশতী, ইয়া খাজা বাবা ইত্যাদি নামে ডেকে তাদের কাছে সাহায্য চাওয়া, এদেরকে নামে গরু ছাগল কোরবানি করে এদেরকে খুশি করা আল্লাহকে পাওয়ার উসীলা মনে করা, এদেরকে খুশি করে এদের সুপারিশের মাধ্যেম জান্নাতে যাওয়ার আশা করা – এইসবগুলো কাজ সম্পূর্ণ শিরক ও হারাম।
এইকাজগুলো করলে সর্বসম্মতভাবে কুরান ও হাদীস অনুযায়ী সে কাফের হয়ে যাবে। এই মাজার আসলে একটা ব্যবসা – এর খাদেমরা বিভিন্ন মিথ্যা ও আজগুবী কিচ্ছা ও কুসংস্কার বানিয়ে মূর্খ মানুষদের মনে ভয় ছড়িয়ে তাদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষন করছে। এক ছাগল ১০০০ বার বিক্রি করে, গরু ছাগল কার পেটে যায়, সব খাদেম নামে শয়তানদের পেটে যায়। এরা ভুয়া শিরকী আকীদা ছড়িয়ে মানুষকে মুশরিক বানাচ্ছে।
এদের বিরুদ্ধে জিহাদ করে এই সমস্ত কবরকে ভেঙ্গে গুড়িয়ে মাটিতে মিশিয়ে দিতে হবে। এবং কেউ যদি বাঁধা দিতে আসে – তাদেরকে হত্যা করা হবে কারণ সে মুশরেক ইসলামের নাম করে সে মানুষের ঈমান নষ্ট করছে।
সবচাইতে বড় কবরপূজার সেন্টার হচ্ছে ভারতের আজমীর, সিলেটের শাহজালাল, খুলনার খান জাহান, চিটাগাঙের বোস্তামী, শাহ পরান, মিরপুরের গোলাপ শাহ।
মাজার মানেই কবর পূজা! মাজার মানেই কবর পূজা!! মাজার মানেই কবর পূজা!!!
মাজার ভেংগে ইসলাম প্রতিষ্ঠা করো – আল্লাহর লানত যারা আল্লাহকে বাদ দিয়ে মাজার পূজা করে, মানুষকে করায়। আল্লাহর লানত সেই সমস্ত নেতা নেত্রীদের প্রতি যারা মাজার পূজায় উতসাহ দেয়, তাদের মাজার বানিয়ে দেয় বা বানাতে সাহায্য করে, তাদেরকে মাজার পূজা করার অনুমতি দিয়ে মানুষের ঈমান নষ্ট করছে।
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৬
ফ্রাহিম তাজ বলেছেন: হুম।। আরও অনেক আছে।
২| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: এসব কবর পুজা নয় , তারা আল্লাহর অলি এবং রাছুলের নায়েব
, তারা সাহাবাদের সন্তান ।
না জেনে তাদের শানে যারা বেয়াদবি করবে তারা কখনো মুমিন নয় ।।
আল্লাহ কোরআন মজিদে বলেন , আলা আউলিয়াল্লাহু লা কাউফুন
অয়ালা অয়াহযানুন
অর্থ খবর দার আমার বন্ধু দের ভয় নাই দুনিয়া ও আখেরাতে ।।
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৭
ফ্রাহিম তাজ বলেছেন: লিঙ্ক দেন দেখি।
৩| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৪
দালাল০০৭০০৭ বলেছেন: আমি এই বিষয়ে মোঃআনারুল ইসলাম ভাই এর ব্লগে ভাল একটা পোস্ট পড়েছিলাম।
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৮
ফ্রাহিম তাজ বলেছেন: কি রকম??
৪| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: মূর্খতা হচ্ছে সবচে বড় কবর।
আর তার পূজা করে অল্পজ্ঞানীরা। অলি আউলিয়া সম্র্পকে আরও জানুন। তারপর লিখুন।
আপনার তথ্য মতেতো তবে সবার আগে রাসূল সং: এর রওজা ভেঙ্গেই (নাউজুবিল্লাহ) আপনার কথিত ইসলাম কায়েম করতে হয়!
কারণ হজ্বের সাথৈই সাতেই সবাই সেই পবিত্র রোজা মোবারক জিয়ারত করে ফয়েজ ও বরকত হাসিল করেন। এবং সেই হিসাবে আপনার যুক্তিতে সকলেই হজ্বের শেষে কাফের মুশরিক হয়ে বাড়ী ফেরেন!!!!!
জ্ঞান হীনতার চেয়ে বড় পাপা স্বল্প জ্ঞানে বড় বিষয়ে সিদ্ধান্ত মূলক কথা বলা। যা আপনি করেছেন। সময় থাকতে তওবা করুন।
এবং যাদের প্রতি সম্মানের ঘোষনা আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন তাদের সম্র্পকে কল্পিত কথা বলার জন্য অনুতপ্ত হয়ে সত্য পথে ফিরে আসুন। জ্ঞানের পথে ফিরে আসুন।
নয়তো আপনার দায়িত্ব আপনার।
কারণ আল্লাহর অলির সনে বেয়াদবি করে নিশ্চয়ই আল্লাহর রহমত আশা করতে পারেন না। করলেও তা যৌক্তিক বা গ্রহনযোগ্য কোনটাই হবে না।
আল্লাহ আপনাকে হেদায়েত নসীব করুন।
৫| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:২৭
সামুরাই০০৮ বলেছেন: মাজার নিয়ে যা হয় তা শিরকের পর্যায়ে পড়ে। এজন্য সৌদিতে রাসূলের রওজা মোবারক ছাড়া কারও কোন রওজা এবং মাজার নাই। মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব ১৮শ শতাব্দীর দিকে সৌদিতে সব পাকা কবর এবং মাজার ধ্বংস করে দেন।এজন্য আমাদের উপমহাদেশের মানুষ তাকে পছন্দ করেন না। কিন্তু তিনি ঠিক কাজটি করেছিলেন।
৬| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: Some erroneous type of concept of many people has been developed towards the acknowledgment of Aulia (Saints) in the religion of Islam. Some of them do not know about the reality of this magnificence Aulia Akram (Holy Saints) and some of them say that, These Sufis and Saints are baseless since there is not any type of zikar in Quran and Hadith. For both the type of communities, Allah ALL MIGhtY and His Prophet Mohammed (sallal laahu alaihi wasallam) has delineate by giving orders in the Holy Quran and Sunnah.
In the Holy Quran LA ILLAHA ILLAL LA HO WAHDAHO LASHARIQA LAHO Allah (GOD) revealed:
Behold! Verily on the friends Of Allah (GOD) there is on fear, nor shall they grieve; those who believe and (Constantly) guard against evil. For them is Glad Tiding, in the life of the Present, And in the Hereafter: No change can there be in the Words of Allah (GOD). This is indeed. The supreme Felicity. [10:62]
In another words Allah TA'ALA have revealed in the Holy Quran:-
None one can be its guardian except Al-Muttagun (The pious, Saints) But most of them know not [8:34]
Allah TA'ALA declares that:
"Verily, he who has purified the Nafs has attained victory, and he who has despoiled it has lost.
Allah TA'ALA also states that:
"That day of Qiyamat (the day of doom) neither wealth nor sons will benefit anyone, but that person who comes to Allah with a reformed hearts".
Trough these Surrahs reference of Holy Quran it is undoubtedly defined that Aulia Allah (Saints) are not erroneous but also ALL MIGHtY Allah keeps them His comrade. Also Prophet Mohammed (sallal laahu alaihi wasallam) has briefly clarified this issue of Aulia Akram (Saints) in Hadith.
Hazrat Saad Bin Abe Waqas (r.a.) has narrated that, Once Prophet Mohammed (sallal laahu alaihi wasallam) said that "Allah (GOD) alleviates the nations but through His devotees friends".
In this Hadith which is narrated by Hazrat Saad Bin Abe Waqas (r.a.), Prophet Mohammed (sallal laahu alaihi wasallam) has defined that Allah helps the nation as a sum or individually only because of His friends which are Aulia Akram (Saints).
Hazrat Eabad (r.a.) has narrated that once Prophet Mohammed (sallal laahu alaihi wasallam) said that" In MY (sallal laahu alaihi wasallam) nation there are forty Abdals (devotees) because of whom the system of the world exists. Cause of them rainfalls and due to them you are helped.
Hazrat Annas (r.a.) narrates that once Prophet Mohammed (sallal laahu alaihi wasallam) said that "This world will not remain vacant from forty Abdals (devotees). Those who will be from the grandsons and nation of Hazrat Abraham (a.s.) and due to them you will be helped.
৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: (62
মনে রেখো যারা আল্লাহর বন্ধু, তাদের না কোন ভয় ভীতি আছে, না তারা চিন্তান্বিত হবে।
Behold! verily on the friends of Allah there is no fear, nor shall they grieve;
الَّذِينَ آمَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ (63
যারা ঈমান এনেছে এবং ভয় করতে রয়েছে।
Those who believe and (constantly) guard against evil;-
لَهُمُ الْبُشْرَى فِي الْحَياةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ لاَ تَبْدِيلَ لِكَلِمَاتِ اللّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ (64
তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কখনো হের-ফের হয় না। এটাই হল মহা সফলতা।
এরা কারা? এদের ব্যাপারে আল্লাহ এত নিশ্চয়তা দিয়েছেন। আর তাদের প্রতি প্রেম শ্রদ্ধা আর ভালবাসাকে শিরক বলছেন?
আচ্ছা নীচের উত্তর এক কথায় দেনতো...
Let us start with the following question:-
a) Is it a Shirk to kiss "Ghilaf" the outwards covering of Kaaba Sharif?
b) Is it a Shirk to kiss "Hajra e Aswad" a stone of Kaaba Sharif?
c) Is it a Shirk to kiss the Holy Quran the book of Allah?
d) Is it a Shirk to kiss Hands and Feet's of parents face?
e) Is it a Shirk to kiss Wife, Children, Parents, Face?
f) Is it a Shirk to kiss Trophy Cup or Award?
????
৮| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৮
সামুরাই০০৮ বলেছেন: @বিদ্রোহী ভৃগু: ভাই মাথা কি খারাপ হইছে? গোলাপ শাহ'র মাজারে যেয়ে দেখবেন ঐখানে কি হয়। সারাদিন নামায নাই, মাজারে পড়ে থাকে।মোমবাতি আরো কত রকম বাতি। বাংলাদেশে মাজার নিয়ে ভন্ডামি হয়।অতিরিক্ত মাজার ভক্তি কিসের পর্যায়ে পড়ে নিজেই চিন্তা করুন। আর এসব মাজার ঘিরে যে উরস হয় সেখানে কি হয়? আউলিয়ারা কি বলে গেছেন আমার কবরকে মাজার বানায়ে সারাদিন সেখানে পড়ে থাকো।আর মাজার যদি এতই ভালো কিছু হতো তাহলে রাসূলের সাহাবাদের হাজার হাজার মাজার সৌদিতে থাকত।
আরে যে মাজারে শুয়ে আছেন তিনিতো আপনার জন্য সুপারিশ করতে পারবে না।
মাজারে শুধু জিয়ারত করা জায়েজ আর কিছু না।
৯| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫২
সামুরাই০০৮ বলেছেন:
দেখেুন হাজার হাজর সাহাবার কবর।কোন মোমবাতি জ্বলতেছে? কোর গিলাফ আছে?
১০| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫২
সামুরাই০০৮ বলেছেন:
দেখেুন হাজার হাজর সাহাবার কবর।কোন মোমবাতি জ্বলতেছে? কোন গিলাফ আছে?
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৮
সুমন কর বলেছেন: সবচাইতে বড় কবরপূজার সেন্টার হচ্ছে ভারতের আজমীর, সিলেটের শাহজালাল, খুলনার খান জাহান, চিটাগাঙের বোস্তামী, শাহ পরান, মিরপুরের গোলাপ শাহ।