নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গন্তব্যহীন সোশিওপ্যাথের পরিচয় দিয়ে কি হবে?

মিস্টার ব্যাকবেঞ্চার

আইম ব্যাড এন্ড দ্যাটস গুড

মিস্টার ব্যাকবেঞ্চার › বিস্তারিত পোস্টঃ

বিহাইন্ড দ্য সিনঃ বইমেলায় বেস্টসেলার আউটরেজ

০৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৩

"ঘরে বসে Spoken English" বেস্টসেলার হওয়া পরবর্তী পাবলিক আউটরেজ স্বাভাবিক হলেও বইটা বেস্টসেলার হবার যথেষ্ট কারন রয়েছে বলে আমি মনে করি। না, বইটার রিভিউ দিচ্ছি না। শুধুমাত্র কিছু ইন্ডিকেটর নিয়ে স্বল্প আলাপ দিচ্ছি। প্রথমত দেশের একটা বিশাল জনসংখ্যা বিসিএস নামের একটা ড্রাগে আসক্ত। শিক্ষিত বেকারদের সংখ্যাটাও নেহাত কম না। চাকরির বাজারে টিকতে হলে হাইলি এফিশিয়েন্ট হতে হবে বলে কর্পোরেট ইনফ্লুয়েন্সাররা অলরেডি পরিষ্কার করে দিয়েছে। আর হাই এফিশিয়েন্ট হতে গেলে একজনকে বেশ কিছু দক্ষতা জানতে হয় যেটার মধ্যে ইংরেজি বলতে পারাও একটা। তাই এই টাইপের বইয়ের ডিমান্ড কখনই কম ছিলো না। আমার নিজের বাসায়ও র‍্যাপিডেক্সের একটা হলুদ রঙের স্পোকেন ইংলিশের বই ছিলো। তবে এই বইগুলার ট্রিটমেন্ট কখনই বইমেলায় বেস্টসেলার হবার মত ছিলো না।

অনেকেই বলে এখন আর হুমায়ুন আহমেদের মত সুপারমার্কেট রাইটার বাজারে নাই তাই মানুষ ফিকশন বা অন্যান্য মৌলিক সাহিত্য কিনতে চান না। কিন্তু সত্যি বলতে কান বন্ধ করলেও সাদাত হোসেন, মোহাম্মদ নাজিমুদ্দিন.... ইভেন আরিফ আজাদের মতো অনেকেরই বেশ নাম ডাক শুনা যায়। প্রবলেমটা আসলে লেখক না থাকা নয়, প্রবলেমটা মুলত মৌলিক সাহিত্যে সাধারণের অনিহা। স্কুল কলেজের শিক্ষার্থীরা গাইড বই গিলে নেয় ঠিকই কিন্তু একাডেমিক বাদে অন্য বই পড়তে কেউ তাদের উৎসাহ দেয় না। তার উপর "বড় হয়ে লেখক হতে চাই" আসলে কোন ক্যারিয়ার প্ল্যান না। এছাড়া "লেখকরা না খেয়ে মরে" টাইপ কথাগুলা কিন্তু প্রচন্ড মেইনস্ট্রিম।

বইমেলার বেস্টসেলারগুলো আগে মানুষ বিনোদনের জন্যই পড়তো। বিনোদনের মিডিয়াম এখন চেঞ্জ হয়েছে। ডিজিটাল কন্টেন্ট এর দিকে সবাই ঝুঁকেছে। প্রচারে প্রসারের নীতি আগেই ছিলো। এছাড়া আগের দিনের মত শিক্ষকগণের জনপ্রিয়তার মানদন্ড জনসাধারণ শুধুমাত্র সোশ্যাল রিফর্ম কিংবা গবেষণার কন্টেক্সটে রাখতে চান না, বর্তমানে তাদেরকে বিশাল মাত্রার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসও মেনটেইন করতে হয়। পড়ালেখার ডিজিটাল কনটেন্ট হওয়া হয়তো সময়ের দাবি, কিন্তু এই মিডিয়ামটার মনিটাইজেশন বা আর্থিক বিস্তারের বিবর্তন নিঃসন্দেহে অবাক করার মতোই।

নেটফ্লিক্সের একটা ডকুমেন্টারি আছে, নাম হচ্ছে "দ্য সোশ্যাল ডিলেমা"। এই ফিল্মে একখানা ডায়ালগ আছে যা অনেকটা এমন, " যখন আপনি কিছু বিনামুল্যে পান তখন বুঝে নিবেন যে পণ্যটা আসলে আপনি নিজে৷" সোশ্যাল মিডিয়ায় শিক্ষাকে আপনি ফ্রি কনটেন্ট হিসেবে বিনামূল্যে পান, যেখানে সেম জিনিস শিখতে আপনাকে টিউশন নিতে হতে পারে। ফ্রি কন্টেন্ট নেবার পর একসময় দেখবেন একই শিক্ষক তার কিছু মার্চেন্ডাইজ বাজারে ছাড়ে৷ মার্চেন্ডাইজ হিসেবে বিভিন্ন পেইড অনলাইন কোর্স আর বিভিন্ন বইও বাজারজাত করতে দেখা যায়।

তাহলে এবার একটু চিন্তা করা যাক। আপনি একজন শিক্ষিত বেকার, আপনার শিক্ষা ব্যবস্থা আপনাকে ইংরেজি বলতে পারার মত একটা বেসিক দক্ষতা শিক্ষা দিতে পারে নাই। মৌলিক সাহিত্য কে আপনি টাইম ওয়েস্ট হিসেবে দেখসেন কারন সবাই বলে লেখকরা না খেয়ে মরে। আজকে সকালে দেখলেন আপনার অনলাইন আইডল বিখ্যাত মোনাশ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরিফ স্যার তার দশ লাখ ফলোয়ারের জন্য একটা বিশেষ স্পোকেন ইংলিশের বই বের করসেন যেটা নাকি চাকরি পেতে ম্যাজিকের মতো কাজ করে বলে শরিফ স্যার গ্যারেন্টি দিয়েছেন।

কি? কিনবেন না বইটা? নাকি মৌলিক সাহিত্য কিনবেন?

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৮

আমি সাজিদ বলেছেন: শরিফ স্যার জিন্দাবাদ। B-) বইমেলায় গত কয়েকবছরের বেস্ট সেলার গুলো এমন স্কিল ডেভেলপমেন্টের বই। যা ভীতিকর ব্যাপার। স্কিল ডেভেলপমেন্টের বই সারা বছরই পড়বে সমস্যা নেই। সেগুলোর উপলক্ষে বাকিসব মৌলিকতা খারিজ হয়ে যাবে তা কেমন করে মানা যায়?
সোশাল ডিলেমার সে কথাটি যা আপনি কোট করেছেন তা বেশ ভাবাচ্ছে। সামনের পৃথিবী আমাদের জন্য কি সারপ্রাইজ রেখেছে কে জানে!

২| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪২

স্থিতধী বলেছেন: শেষ তিনটা প্যারাগ্রাফে আপনি বেশ সঠিক জায়গাগুলোতে ছুঁয়ে যেতে পেরেছেন বলে মনে হচ্ছে।

ক্লাসরুমে যা সঠিকভাবে হচ্ছেনা সেটা যদি তরুণ কিংবা আগ্রহীরা নিজেদের স্বার্থেই অন্য বিকল্প মিডিয়াম গুলো থেকে খুঁজে নিতে চায় তবে আমি অন্তত সেই আগ্রহটুকু কে পজিটিভ ভাবেই দেখবো । নিদেনপক্ষে তারা তখন তাঁদের শেখা বা নিজেকে হালনাগাদ রাখার ইচ্ছাটুকু কে জাগ্রত রাখছে তা যতই প্রচলিত মাধ্যমগুলো উল্টো যাত্রা করুক না কেন ।

আসল বিষয়টা কোয়ালিটি / মানের মধ্যেই সীমাবদ্ধ থাকুক । একটা মোটামোটি মানের সৃজনশীল সাহিত্য আর একটা কাজে লাগার মতো আত্মউন্নয়ন মূলক বইয়ের মাঝে যদি দ্বিতীয় বইটা বেশী বিক্রিবাট্টা হয় তবে ব্যাক্তিগত ভাবে আমি সেটাকে সুখবর হিসেবেই নিবো।

৩| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি ভালো হয়েছে।

৪| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: উপলব্ধি আর পর্যবেক্ষন-দুটোই ভীষন বাস্তব। ধন্যবাদ।

৫| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৪৭

অজ্ঞ বালক বলেছেন: বেশ ভালো পোস্ট। আর এত্ত ভালো পোস্ট ছোট্ট হইলে তো সমইস্যা। আরেকটু বড় কইরা লিখতেন। তবে এইটা যে কিরকম হতাশাজনক আমার মতন বই-খাদকরাই জানে।

৬| ১২ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১২

খায়রুল আহসান বলেছেন: একটি সুন্দর আলোচনা। পাঠকদের তরফ থেকেও বেশ কিছু ইনপুট এসেছে। ভাল হতো, আপনি যদি নিজের পোস্টে এসে প্রতিমন্তব্যের মাধ্যমে পাঠকদের কথাগুলো নিয়েও কিছুটা আলোচনা করতেন।

১৫ ই জুলাই, ২০২১ রাত ২:৫০

মিস্টার ব্যাকবেঞ্চার বলেছেন: দুঃখিত ভাই। এইটা আমার খুব বদ অভ্যাস। কাটানোর চেষ্টা করছি।

৭| ১২ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৭

পুলহ বলেছেন: স্পট অন ! আপনার অধিকাংশ কথার সাথেই একমত

মৌলিক সাহিত্যে সাধারণের অনীহা, মানসম্মত লেখার অভাব, সমাজে বইপড়া সংস্কৃতির অনুপস্থিতি, সোশ্যাল মিডিয়া ডিলেমা, ডিমোরালাইজিং লেখক জীবন- সব মিলে সমস্যাটা এতো বেশি জটিল আর বহুমাত্রিক যে সেটার আশু কোন সমাধান হয়তো নেই- দুঃখজনক হলেও এটাই বাস্তবতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.