নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভিক্টর ফ্রাংকেনস্টাইন

ভিক্টর ফ্রাংকেনস্টাইন › বিস্তারিত পোস্টঃ

ধাক্কা এবং ক্রাশ (শেষ পর্ব)

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে ফেবু তে লগ ইন দিতেই দেখে ২ টা মেসেজ । একটা মেসেজ এসেছে "অদ্ভুত লাইকার " নামে আইডি থেকে । "লাইকার " রা সাধারনত যেসকল মেসেজ দেয় সেসব ই !
আরেকটা মেসেজ এসেছে "শামীম হোসেন " নামে একটা আইডি থেকে ।
মেসেজ টা ছিলো এমন "আপনি কি আমার পেজ এর এডমিন হবেন ? "

সিনথিয়া ভাবলো এ কেমন ছেলেরে বাবা। হাই,হ্যালো না দিয়ে প্রথমেই এই মেসেজ । হাহ....
সিনথিয়া উত্তর দিলো " :-/ "
তারপর ছেলেটার সাথে মেসেজিং শুরু হলো । সেদিন প্রায় ১৮ ঘন্টা মেসেজিং করে তারা । যেনো একধরনের ঘোর তাদের মাঝে কাজ করছিলো ! এভাবেই তারা প্রতিদিন চ্যাট করতে লাগলো ।
একদিন শামীম বললো- "তুমি আমাকে সেহরীর সময় ডেকে তুলো কেমন? "
সিনথিয়া -"কিভাবে? তুমি তো তোমার ফোন নাম্বার ও দাও নি "
শামীম -" হুম, তুমি আমাকে ফেবু তেই মেসেজ দিও আমি বুঝতে পারবো ! "
শামীমের কথার মাথা মুন্ডু কিছুই বুঝলো না সিনথিয়া !

এতদিন হয়ে গেলো শামীম আর সিনথিয়া র মাঝে মেসেজিং হলো কিন্তু কেউ কাউকে দেখে নি কিংবা ফোনে কথা বলে নি ।

সিনথিয়া একদিন শামীম কে জিজ্ঞেস করলো -" এই, তুমি আমাকে ফোন নাম্বার দাও নি কেনো? "
শামীম বললো -" ফোন দিলে যদি এই মিষ্টি মেয়েটার দুস্টু দুস্টু কথার ফাঁদে পড়ে যাই তাই দিই না "
সিনথিয়া -" তুমি তো আমাকে দেখ ই নি তবে বুঝলে কিভাবে যে আমি মিষ্টি নাকি টক নাকি ঝাল ?? "
শামীম-"আমি তোমাকে দেখেছি "
সিনথিয়ার চুলচেরা বর্ণনা দেয় শামীম এবং তা অক্ষরে অক্ষরে মিলে যায় ।
সিনথিয়া পুরোই অবাক হয়ে রইলো ।

ঈদের আগের দিন সিনথিয়া ই শামীম কে বললো ফোন নাম্বার দিতে এবং ওইদিন ই প্রথম তাদের কথা হয়।
অনেক্ষন কথা বলার পরে শামীমের সাথে সিনথিয়ার স্থির ছবির মাধ্যমে দেখা হয় স্কাইপ এ।
যদিও কেউ কাউকে ফোন দেয় নি ।
সেদিনই সিনথিয়া প্রথম শামীম নামের এই ছেলেটা কে দেখে আর ভাবে বাহ ! ভালোই স্মার্ট তো।
সেদিন ই সিনথিয়া প্রথম ভালোবাসার অনুভুতি পায় ।
কেমন যেন একটা অদ্ভুত ভালোলাগা সিনথিয়া কে জড়িয়ে ধরে । সিনথিয়া ভাবে "এটাই বুঝি ভালোবাসা "!



তার কিছুদিনের মধ্যে সিনথিয়াকে দেখার জন্যে ছেলেপক্ষ আসে । সিনথিয়া শামীম জানায় যে তাকে দেখার জন্যে ছেলেপক্ষ এসেছে ।
সেদিনই সিনথিয়ার সাথে কথা বলার সময় শামীম কাদতে শুরু করে ।
তারা বিকেলে দেখা করে সামনা সামনি । শামীম ও সেদিন সিনথিয়া কে প্রথম সেই ম্যাজিকাল শব্দ তিনটি বলে । আর সিনথিয়াও স্বস্থির নিঃশ্বাস ফেলে !

কিছুদিনের মধ্যে ই তাদের পরিবারে ব্যাপারটা জানানো হয় । এবং ঈশ্বরের অশেষ আশীর্বাদে আজ তাদের সুন্দর সম্পর্কের ২ বছর হতে চললো !


এই জন্যেই বুঝি বলে " সত্যিকার ভালোবাসা কখনো মুছে যায় না ......... "

ধন্যবাদ সেই " ধাক্কা " কে যে ধাক্কা ই জন্ম দিয়েছে একটি সুন্দর সম্পর্কের !





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.