নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েটিশিয়ানের ডায়েরি থেকে....

ডোরা রহমান

ডোরা রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রোটিন জাতীয় খাবারের ক্যালোরী মুল্য জেনে নিতে পারেন....

০৪ ঠা নভেম্বর, ২০১১ সকাল ১১:৪২

প্রোটিন জাতীয় খাবারের ক্যালোরী মুল্য জানা থাকলে আশা করি এই ঈদে কিছুটা হলেও সচেতনতা অবলম্বন করতে পারবেন।



গরুর মাংস-১১৪ ক্যালরী /১০০ গ্রাম



খাসির মাংস-১১৮ ক্যালরী /১০০ গ্রাম



মুরগীর মাংস -১০৯ ক্যালরী /১০০ গ্রাম



গরুর কলিজা-২০০ ক্যালরী /১০০ গ্রাম



খাসির কলিজা-১০৭ ক্যালরী /১০০ গ্রাম



ডিম -১৭৩ ক্যালরী /১০০ গ্রাম



ইলিশ-২৭৩ ক্যালরী /১০০ গ্রাম



কৈ-৭০ ক্যালরী /১০০ গ্রাম



টেংরা-১৪৪ ক্যালরী /১০০ গ্রাম



পুটি-১০ ক্যালরী /১০০ গ্রাম



শিং -১২৪ ক্যালরী /১০০ গ্রাম



মাগুর -৮৬ ক্যালরী /১০০ গ্রাম



চিংড়ি -৮৯ ক্যালরী /১০০ গ্রাম



রুই-৯৭ ক্যালরী /১০০ গ্রাম

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১১ দুপুর ১:১৪

রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: ভাল লাগল

০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৯:০৫

ডোরা রহমান বলেছেন: ধন্যবাদ।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১১ দুপুর ১:২২

রায়হান কবীর বলেছেন: আপনাকে ধন্যবাদ। আপনাকে আমাদের হেল্‌থ ওয়েবসাইট এর একজন লেখিকা হিসেবে দেখতে চাই। আপত্তি আছে?

আমাদের ওয়েবসাইট http://www.sasthabangla.com

আপনার উত্তরের অপেক্ষায় [email protected]

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১১ দুপুর ২:২২

রাতজাগাপাখি বলেছেন: আমি তো মাংস ছেড়ে শুধু মাছ খাওয়া ধরেছিলাম। মাছেও এত ক্যালরি তা তো জানা ছিল না। জেনে মন খারাপ হল। কোন সবজিতে কত ক্যালরি যদি জানাতেন!! অনেক কাজের লেখাটা। ভাল থাকবেন।

০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৯:৩৮

ডোরা রহমান বলেছেন: কিছু মাছের ক্যালরী মুল্য কিছুটা বেশী। তবে মাছর তেলে যে ফ্যাট রয়েছে তা হল Unsaturated Fatty acid যা দেহের জন্য ক্ষতিকর নয়, কোন কোন ক্ষেত্রে উপকারীও বটে।
তাই মাংস ছেড়ে মাছ খাওয়া চালিয়ে যান।

তবে Shellfish যেমন -চিংড়ীতে cholesterol এর পরিমান বেশী, এ ব্যাপারে সতর্ক থাকুন।

সবজির ক্যালরী এখান থেকে দেখতে পারেন
Click This Link

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৩:২৭

েবচস বলেছেন: ইলিশ মাছে এত ক্যালরি??? আপনি শিওর? এর চেয়ে গরুর মাংস খেলেই তো ভাল।

০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৯:৩৮

ডোরা রহমান বলেছেন: কখনই না।মাছের তেলে আছে Unsaturated Fatty acid যা ক্ষতিকর নয়, অন্যদিকে মাংসের চর্বিতে থাকে Saturated Fatty acid যা হৃদরোগের অন্যতম কারণ।

আরেকটি কথা সাধারনত মাছ ১টি বা ১ টুকরাই খাওয়া হয়, আর গরুর মাংস ৪/৫ টুকরা না খেলে তৃপ্তি আসে না।তাই মাংস ছেড়ে মাছ খাওয়াই উত্তম।

৫| ২৩ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩১

shaikh বলেছেন: What is your reference? Data about beef, mutton and chicken’s calorie amount is wrong as far as I know. Please check caloriecount or other calorie related site. I have checked book published from Food and Nutrition, Dhaka University too.

২৩ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৫

ডোরা রহমান বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত "দেশীয় খাদ্যের পুষ্টিমান" দেখে লেখা।

আপনার জানা তথ্যগুলো দিলে ভাল হত,জানা যেত পার্থক্য কতটুকু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.