![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেকোন একটি পদ্ধতি অবলম্বন করে আপনি হয়ত দেহের অতিরিক্ত ওজন কমিয়ে নিলেন। কিন্তু আসল বিপত্তি শুরু হয় এরপর থেকেই।কারন বেশির ভাগ লোকই আবার মুটিয়ে যান। অর্থাৎ শুধু ওজন কমালেই হবে না, সেটি মেইনটেন করার কৌশলও আয়ত্ত করতে হবে।
*ওজন মেইনটেন করার সবচেযে সহজ কৌশল হল- নিয়মিত ব্যায়াম করা। ব্যায়ামে শুধু ক্যালরী খরচ আর পেশী সুগঠিতই হয় না, এটা আমাদের বিপাকক্রিয়ার গতিও বাড়ায়, যার ফলে বিশ্রামকালেও আমাদের কিছু ক্যালরী খরচ হবে।শুধু ওজন মেইনটেন্সের জন্য সপ্তাহে ৪ দিন ব্যায়্মই যথেষ্ট।
*balanced meals খেতে হবে। দীর্ঘ দিন খুব অল্প খেয়ে থাকা সম্ভব নয় এবং এটা স্বাস্থ্যকরও নয়।well-balanced meals পুষ্টিকর এবং সুস্বাদুও বটে।
* unhealthy snacks ও meals সপ্তাহে ১ দিন আপনার মেনুতে রাখতে পারেন। সম্পূর্ণরুপে বাদ দিলে হতাশা,বিরক্তি বা একবারে অনেক বেশি খাবার আকাঙ্খা তৈরি হতে পারে। তবে মনে রাখুন নিয়মিত পিজা, ফ্রাইড চিকেন আর মিষ্টি জাতীয় খাবার খেলে যেখান থেকে আপনি শুরু করেছিলেন আবার সেখানেই ফিরে যাবেন।
*কিছু মানুষ আছেন যারা একবার unhealthy খাবার ছেড়ে দিলে পরবর্তীতে ওগুলোর প্রতি আর কোন আকর্ষনবোধ করেন না। আপনি যদি এই দলে হয়ে থাকেন তবে খুবই ভালো খবর।
* আপনার শারীরিক শ্রম আর খাবারের মধ্যে সমন্বয় করে প্ল্যান করুন। ব্যস্ত দিনে কিছু খাবার ও সালাদ প্যাক করে নিন এতে ব্যস্ততার কারণে না খেয়ে থাকতে হবে না।
*বিভিন্ন ধরনের দাওয়াতে অংশগ্রহন করতে হবে....এমন সময়ের আগেই আপনাকে সতর্ক হতে হবে।দৈনিক গ্রহনকৃত ক্যালরীর প্রতি লক্ষ্য রাখুন, কিছুটা বেশি সময় ধরে ব্যায়াম করে নিন।
এবার কিছু টেকনিক্যাল বিষয়ের প্রতি নজর দেই
*লক্ষ্য নির্ধারন করুন এবং তা লিখে রাখুন - আপনি হয়ত ভাবছেন আমার ওজনতো এখন ঠিকই আছে আবার কি লক্ষ্য নির্ধারন করব!!
কিন্তু প্রকৃতপক্ষে ওজন মেইনটেন করাই আসল লক্ষ্য।
*আপনার জন্য কতটুকু ক্যালরী দৈনিক দরকার তা নির্ধারন করুন - এক্ষেত্রে অভিঙ্গ কারো সাহায্য নিন।
* দৈনিক কি কি খাবার কতটুকু পরিমানে খাচ্ছেন তা রের্কড রাখুন।
এ থেকে হিসাব করুন কতটুকু ক্যালরী নিচ্ছেন দৈনিক। এ পদ্ধতি থেকে আপনি অন্তত জানতে পারবেন যে আপনার মেনু ঠিক আছে কিনা। প্রতিদিন যদি এটা করা সম্ভব না হয় তবে সপ্তাহে ৪দিনের রেকর্ড অবশ্যই রাখতে হবে।
* ওজন মেইনটেনের জন্য এরোবিক ব্যায়্ম খুবই কার্যকর - তবে কিকি ব্যয়াম কত সময় করতে হবে তা আপনার ডাক্তার বা ট্রেইনারের কাছ থেকে অবশ্যই জেনে নিবেন।
*নিয়মিত দেহের ওজন মাপুন এবং তা রেকর্ড করে রাখুন। - ওজন সব সময় একটি নির্দিষ্ট সময়ে মাপবেন। যেমন- সকালে মাপলে সবসময় সকালেই মাপবেন।
* আপনার খাবার গ্রহন ও ব্যায়ামের লেভেলের মধ্যে সমন্বয় করে নিন।
লক্ষ্যণীয় বিষয়:
দেহের ওজন একেক দিন একেক রকম হয়। সমান্য বেড়ে গেলে (হাফ পাউন্ড) বিচলিত হবার কিছু নেই। তবে ৩-৫ দিন যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে তবে অবশ্যই সচেতন হতে হবে, খুজে দেখতে হবে ক্যালরী বেশী নেয়া হচ্ছে কিনা।
ব্যাস, জানা হয়ে গেল কিভাবে ওজন মেইনটেন করা যায়। এখন শুরু করে দিন।
শুভ কামনা রইল।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
ডোরা রহমান বলেছেন: প্রাকৃতিক উপায়ে ওজন কমানো উচিত। এতে হয়ত সময় কিছুটা বেশি লাগে তবে তা দীর্ঘস্থায়ী হয়, কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
ব্যায়ামের কোন বিকল্প নেই ভাইয়া। পিল খেয়ে ওজন কমানোর পর যদি ব্যায়াম আর খাবার ঠিক না থাকে তাহলে ওজন আবার বাড়বে !
পিল খাওয়ার আগে দক্ষ কোন ডাক্তারের সাথে অবশ্যই আলাপ করে নিয়েন।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯
তুরাগ হাসান বলেছেন: ভাইয়া আমি এর থেকেও বড় সমস্যা তে আছি। আমার উচ্চতা ৫ ফুত ১০ ইঞ্চি। ওজন ৭৪ কেজি। কিন্তু সমস্যা এইটা না।
কেউ কেউ বলে আমি মোটা। আমার অজন কমাতে হবে।
আর কেউ কেউ বলে আমি ঠিক আছি।
আপনি বলেন কি করা উচিত।
NB- সারাদিন খাইতে থাকি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
ডোরা রহমান বলেছেন: উচ্চতা অনুযায়ী আপনার ওজন ঠিক আছে।
তবে যেহেতু কেউ কেউ মোটা বলছে তবে খেয়াল করে দেখুন শরীরে বিশেষ কোন স্থান/স্থান সমূহ চর্বিবহুল কিনা। যেমন -পেট,কোমর, থাই, কাধ,চিবুক ইত্যাদি অংশে চর্বি জমলে সহজেই মোটা দেখায়। এক্ষেত্রে নির্দিষ্ট স্থানের জন্য বিশেষ ধরনের ব্যায়াম আছে, তা শিখে নিন।
সারাদিন কি খাচ্ছেন সেটা হল কথা- সারাদিন ফল, সালাদ, সবজি খেলে ক্ষতি নেই, তবে ফাস্টফুডের উপর থাকলে বয়স বাড়ার সাথে সাথে এটার ফলও পাবেন।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
tumpa roy বলেছেন: ভাল পোস্ট ...
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
ডোরা রহমান বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
সাদা রং- বলেছেন: আমি একটু মোটা হতে চাই, তবে ব্যায়াম করি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
ডোরা রহমান বলেছেন: সুস্থ্য থাকতে ব্যায়ামের বিকল্প নেই।
নিচের লিন্ক আপনার কাজে লাগতে পারে
Click This Link
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
মুর্তজা হাসান খালিদ বলেছেন: আপনি সব উপকারি বিষয়বস্তু নিয়ে লিখেন, মানুষ আপনার জন্যে অনেক দোয়া করবে
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫
ডোরা রহমান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
তুরাগ হাসান বলেছেন: আপু ব্যয়াম এর টেকনিক কোথায় পাব?
মুখের ব্যায়াম কিভাবে করব? আপু :!> :!>
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
ডোরা রহমান বলেছেন: ইন্টারনেটের বিভিন্ন উৎস থেকে আপনি ব্যায়ামগুলো সর্ম্পকে ধারনা নিতে পারেন। তবে অভিঙ্গ একজন ট্রেইনারের কাছ থেকে শিখে নেয়াই উত্তম।তা না হলে হিতে বিপরীত হতে পারে।
স্থুল চিবুক (ডাবল চিন), গালের চর্বি কমানোর জন্যও সুনির্দিষ্ট ব্যায়াম আছে।
এছাড়া লেজারও করাতে পারেন।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
তুরাগ হাসান বলেছেন: আপনাকে অনুসরনে রাখলাম। আপনি উপকারি ব্লগার
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫
ডোরা রহমান বলেছেন: অনেক ধন্যবাদ
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
htusar বলেছেন: আমার বয়স ২৩ বছর । উচ্চতা ৫' ৫" । আমার ওজন ৪২ কেজি। গত ৮ বছর ধরে আমার ওজন বাড়ে নাই। আমি কি করতে পারি?? আমার কিছু সিম্পটম হাইপার- থাইরয়েডের সাথে মিলে, যদিও T3,T4,Tsh এ সব নরমালই আসছে। আমি ক্যামনে ওজন বাড়াবো?রেয়ামার ক্যালোরি কতটুকু দরকার তা ক্যামনে বুঝবো ?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০
ডোরা রহমান বলেছেন: হাইপারথাইরয়েডিজমের লক্ষণগুলোর চিকিৎসা আগে করাতে হবে তা না হলে ওজন বাড়ানো কষ্টকর হবে।
দৈনিক ক্যালরী চাহিদা অনেক বিষয়ের উপর নির্ভর করে। এক্ষেত্রে কোন বিশেষজ্ঞের সাহায্য নিন।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
বোকামন বলেছেন: সম্মানিত লেখক,
একেই বলে ব্লগীয় সেবা দানমূলক পোস্ট
দারুণ.....
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
ডোরা রহমান বলেছেন: এত্ত সুন্দর করে সম্মান দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইল।
১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
htusar বলেছেন: বোকামন বলেছেন: সম্মানিত লেখক,
একেই বলে ব্লগীয় সেবা দানমূলক পোস্ট।
সহমত। পরামর্শের জন্য ধন্যবাদ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
ডোরা রহমান বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইল।
১১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫
ভাঙ্গা পেনসিল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার পোষ্ট গুলো অসাধারন এবং কার্যকর, অনুসরন করিলাম।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৩
ডোরা রহমান বলেছেন: ধন্যবাদ.....
ভালো থাকবেন.........
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২
ভিটামিন সি বলেছেন: আমি ওজন নিয়া টেনশনে আছি। আমার ওজন ৭৮ কেজি। ৫ তলায় সিড়ি দিয়ে উঠতে হাপিয়ে যাই। কিছু কমাইতে চাই। ব্যায়াম করতে কষ্ট লাগে। ভাবতাছি ওজন কমানোর পিল খাবো।