![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই রৌদ্র বিস্ফোরিত শহরে ভোররঙে আঁকা ছায়া মানুষ আমি, আলোর রিবনের ভিতর খুঁজি অরূপের জীবন ..
অভিশাপ দিচ্ছি,
স্নেহের কাঙ্গাল হয়ে ঘুরবে খ্যাপার মতো এপাড়া ওপাড়া
নিজেরই সন্তান প্রখরে ফিরিয়ে নেবে মুখ- পারবেনা চিনতে কখনও..
অভিশাপ দিচ্ছি, এতটুকু আশ্রয়ের জন্যে বিশ্রামের কাছে আত্মসমর্পনের
জন্যে দ্বারে দ্বারে ঘুরবে সে, প্রেতায়িত সেই মুখের উপর
দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট...
১৩ ই মে, ২০১৪ দুপুর ১:১৭
রোদের গল্প বলেছেন: কিছু পাপ অভিশাপের চেয়েও বেশি হয়ে যায়...
২| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৭
এহসান সাবির বলেছেন: বেশ....
১৩ ই মে, ২০১৪ দুপুর ১:১৮
রোদের গল্প বলেছেন: তবে তাই হোক!
৩| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
আদম_ বলেছেন: একসিলেন্ট পয়েম।
কবিতার মানুষ নই আমি তবু মনে হলো কিছু একটা যেন আছে কবিতাটায়।
২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
রোদের গল্প বলেছেন: কবি শামসুর রাহমান তাহলে একটা ধন্যবাদ পাবার যোগ্য! উনার লেখার সুবাদে কমপ্লিমেন্টটা পাওয়া গেল!
শুভেচ্ছা, আদম!
৪| ২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৪৯
নস্টালজিক বলেছেন: বিশ্রামের কাছে আত্মসমর্পণ
ভালো লেগেছে কথাটা।
শুভেচ্ছা নিরন্তর।
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৪
রোদের গল্প বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনাকেও শুভেচ্ছা, নস্টালজিক!
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: অভিশাপের ধরনটা অন্যরকম।