![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই রৌদ্র বিস্ফোরিত শহরে ভোররঙে আঁকা ছায়া মানুষ আমি, আলোর রিবনের ভিতর খুঁজি অরূপের জীবন ..
রন্ধন শিল্পী রোদের গল্প এবার আপনাদের জন্য নিয়ে এসেছে বিরিয়ানি রান্নার সহজতম উপায়। এই পোস্ট পড়ে আপনারা জানতে পারবেন বিরিয়ানি রাঁধতে কি কি লাগে।
এই পোস্ট পড়ে আপনারা জানতে পারবেন তেল আগে না মশলা আগে!
এই পোস্ট পড়লে আপনারা আরো জানতে পারবেন কিভাবে এটি রাঁধতে হয়! সবশেষে নিজে রাঁধবেন এবং আমাকে দাওয়াত করবেন!
উপকরণ
পোলাওর চাল ১ কেজি,
হাড়বিহীন মুরগির মাংস ১ কেজি,
পেঁয়াজবাটা ২ টেবিল চামচ,
রসুনবাটা ১ টেবিল চামচ,
আদাবাটা ৩ টেবিল চামচ,
গরম মসলা,
তেজপাতা ও গোলমরিচ গুঁড়া পরিমাণমতো,
জয়ত্রীর গুঁড়া ১ টেবিল চামচ,
টকদই ২০০ গ্রাম,
লবণ পরিমাণমতো,
ঘি বা তেল পরিমাণমতো,
পেঁয়াজ কুচি বড় ৪টি।
প্রণালী
প্রথমে একটি হাঁড়ি জ্বারৈ বসিয়ে ওতে অর্ধেকটা ঘি গরম করে বিরিয়ানির জন্য পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে তুলে নিন।
তারপর মাংসগুলোকে সব মসলা দিয়ে মাখিয়ে ঘি এর মধ্যে ছেড়ে দিতে হবে সামান্য কষে নিয়ে ১/২ চা চামচ লবণ দিয়ে পানি দিয়ে মাংস রান্না করে নিন।
তারপর পোলাওর চাল ধুয়ে ঝরিয়ে নিন।
অন্য্ কেটি হাঁড়ি চুলোয় বসিযে ওতে তেল গরম করে নিন।
তারপর তেজপাতা, গরম মসলা ছেড়ে দিন এবং পোলাওর চাল দিয়ে তাতে সামান্য লবণ দিন।
পরিমাণমতো পানি দিয়ে পোলাও রান্না করামাংসের উপর ছড়িয়ে দেবেন।
এইভাবে সব মেশানো হলে একটু গোলাপ পানি ছিটিয়ে দিন।
তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি।
আপনার পছন্দানুযায়ী ডিশে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৯
রোদের গল্প বলেছেন: নাক বরাবর সোজা চলে যান। মনমত দূরত্বে যাবার পর দেখতে পাবেন নদীর ধারে একটা ফুল বৃক্ষে পাখি ধরেছে। ওই পাখিটাই হাড়বিহীন মুগগী পাখি!
২| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৫
রোদের গল্প বলেছেন: রে পামর!
তোর বিরিয়ানিতে লবন কম হইসে! দেখিস না কেউ রানতে চাইতেছে না!
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৩
রোদের গল্প বলেছেন:
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০২
পাখিবৃক্ষনদীফুল বলেছেন:
আচ্চা, আপনার এই মিউত্যান্ত মুগগী পাখি তে কি কেলসিয়াম থাকবে? হাড্ডি তে তো কেলসিয়াম থাকে ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৩
রোদের গল্প বলেছেন: মনে হচ্ছে আপনি হাড্ডি এবং কেলসিয়াম সম্পর্কে অনেক অভিজ্ঞ। :#>
সুতরাং আপনার কেলসিয়াম যথেষ্ট আছে ধরে নেয়া যায়। :!> এবার প্রোটীনের দিকে মনযোগ দিন এবং হাড়বিহীন মুগগী পাখি খান!
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৪
আদম_ বলেছেন: রন্ধন শিল্পী রোদের গল্প এবার আপনাদের জন্য নিয়ে এসেছে রিবিয়ানি রান্নার সহজতম উপায়।
মাথা ছুইয়া বিদ্যা কইতাছি রিবিয়ানি কুনো দিন খাই নাই আবার আজকে বুয়াও আসে নাই মানে রান্না হয় নাই.......তাহলে কি......যাই হোক বাদ দেন।
ধন্যবাদ রোদ, পোস্ট পেয়ে খুব ভালো লাগলো।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৬
রোদের গল্প বলেছেন: ধ্বনি বিপর্যয় ঘটছে!
রিবিয়ানি এখুনি বিরিয়ানি হয়ে যাচ্ছে!
আপনার মন্তব্য পেয়েও ভাল লাগলো, আদম!
আপনার মনোযোগী পাঠ আর উৎসাহ আমাকে অনুপ্রেরনা দেয়!
শুভেচ্ছা!
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৬
ভিটামিন সি বলেছেন: উপরের কমেন্টে আমি হাসতে হাসেতে প্রায় চেয়ার উল্টাইছি। মুগগী পাখি, কেলসিয়াম। আরে ভাই খাড়ান আর একটু হাইস্যা লই।
তা কি ব্লগ যেন পড়তেছিলাম ভু্ল্যা গেছি।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪২
রোদের গল্প বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩০
পাখিবৃক্ষনদীফুল বলেছেন: হাড় বিহীন মুগগী পাখি পিতিবীর কোথায় পাওয়া যায় বা আবাদ হয়?