নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাকিস্তানী দালাল, শিবির, জামাতী, ভারতীয় দালালদের ঘৃনা করি । ছাত্রলীগকে ও পছন্দ করি না তাদের বর্তমান কর্মকান্ডের জন্য ।

। নিজের লেখার প্রতিভা নাই, সময় ও নাই, তাই কপি /পেস্ট মারি । ভুলেও মাইন্ড করবেন না । আমাকে শরম দিবেন না

ছাত্তির ইন্জিনিয়ার

আমার উপর থেকে ব্যান না তুললে আমি কাইন্দা দিমু ।।।

ছাত্তির ইন্জিনিয়ার › বিস্তারিত পোস্টঃ

ধর্ষক শিক্ষক তারক চন্দ্রের কোনো খোঁজ নেই

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫

ঘটনার ১৭ দিন পার হয়ে গেলেও রাজধানী ঢাকার একটি স্কুলের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক তারক চন্দ্র মণ্ডলকে খুঁজে পাওয়া যাচ্ছে না।



কবে, কখন এমনকি কিভাবে অভিযুক্ত ওই শিক্ষক পালিয়েছে তার কোনো খবর ধর্ষণের শিকার ছাত্রীর পরিবার ও ওই শিক্ষকের প্রতিবেশীর কাছেও নেই।



খোঁজ নিয়ে জানা যায়, ধর্ষণের অভিযোগে ওই শিক্ষককে শুধু চাকরিচ্যুত করা হয়েছে এছাড়া তার বিরুদ্ধে আর কোনো আইনগত ব্যবস্থাও নেওয়া হয়নি।



গত ১৪ জানুয়ারি রাজধানীর শহীদ বীর উত্তম আনোয়ার গালর্স স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক তারক চন্দ্র মণ্ডল উত্তর কাফরুলের তিনতলা ভাড়া বাসায় একই স্কুলের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণ করে।



এ ঘটনায় তারক চন্দ্রকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ঘটনা ধামাচাপা দিতে স্কুলের প্রিন্সিপ্যাল লে. কর্নেল শাহাদাৎ হোসেন শিকদার তাদের কাছে ক্ষমাও চান।



অবশ্য স্কুলের অন্য ছাত্রীদের মধ্যে বিষয়টি জানাজানি হলে পরদিন থেকে সাধারণ ছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করে আসছে।



ঘটনা সর্ম্পকে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ প্রাইম খবরকে বলেন, ঘটনাটি মেয়ে ঘটিত। যদি কেউ অভিযোগ না করে- তাহলে ধর্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে না। আবার পুলিশ নিজ দায়িত্বে কিছু করতেও পারছে না।



কারণ উল্লেখ করে ওসি বলেন, ভিকটিম যদি সাক্ষি না দেয় বা ঘটনাটি আড়ল রাখতে চায়, সেক্ষেত্রে পুলিশ ধর্ষককে আটক করেও কোনো আইনগত সহায়তা করতে পারবে না।



এদিকে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও ওসি জানান





Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.