নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাকিস্তানী দালাল, শিবির, জামাতী, ভারতীয় দালালদের ঘৃনা করি । ছাত্রলীগকে ও পছন্দ করি না তাদের বর্তমান কর্মকান্ডের জন্য ।

। নিজের লেখার প্রতিভা নাই, সময় ও নাই, তাই কপি /পেস্ট মারি । ভুলেও মাইন্ড করবেন না । আমাকে শরম দিবেন না

ছাত্তির ইন্জিনিয়ার

আমার উপর থেকে ব্যান না তুললে আমি কাইন্দা দিমু ।।।

ছাত্তির ইন্জিনিয়ার › বিস্তারিত পোস্টঃ

কর্পোরেট নারী প্যাচালঃ

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

আজকের সমাজের কিছু মেয়েদের

দেখলে মাথা হ্যাং হয়ে যায়।না ভূল ভাববেন না।

তাদের সৌন্দর্য দেখে নয়।নির্বুদ্ধিতা দেখে।

আসুন দেখি তাদের কিছু কর্মকান্ডঃ

১.তারা সবসময় নিজেকে যে কোন রিলেশন এ

প্রধানের জায়গায় রাখবে।যদি প্রেম

হয়,তবে আপনি তার সব

কথা শুনতে বাধ্যে থাকিবেন এই

মর্মে আপনাকে প্রেম করতে হবে।যদি অবাধ্য হন

তাহলে তিন রকম ঘটনা ঘটতে পারে

ক.অল্প সুন্দরী হলে ফোন বন্ধ।আপনাকে মানসিক

পীরা দেবে

খ.মধ্যম সুন্দরী হলে অন্য কাউকে ডেট

করে আপনাকে মানসিক পীড়া ডবল আকারে দেবে

গ.বেশি সুন্দরী হলে একটা এস এম এস

আসবে “আমি তোমার সাথে রিলেশন

রাখতে পারবো না” অথবা

“i don’t think its working

anymore”…..কারন সে খুব

ভালো করে জানে তার সৌন্দর্যের গুনগ্রাহীর

অভাব

নাই।

২.তার ফেসবুক,মোবাইল

এবং টেকনোলজি সংক্রান্ত বিষয়ে আপনি হচ্ছেন

তার কর্মচারী।দেখাহলে বলবে ফোনের

এটা পারছি না,ফেসবুকে প্রবলেম হচ্ছে,অমুক

ছেলে ফেসবুকে জ্বালাচ্ছে।যখন তার কাজ

হয়ে যাবে আপনাকে খুব সুন্দর করে একটা ধন্যবাদ

দিয়ে বলবে “You are a real

sweetheart”।আর আপনিও এই বাক্য

শোনার জন্য বার বার তাকে সাহায্য করবেন।

তবে এই চুইটহার্ট মুখেই থাকবে,হার্ট পর্যন্ত

যাবে না নিশ্চিত থাকেন।

৩.তার যখন টাকার দরকার থাকবে তখন

আপনাকে ফোন দেবে।অনেক ক্ষন সাত

সতেরো প্যাঁচাল পেরে তারপর খুব আক্ষেপের

সাথে বলবে টাকার খুব দরকার।

না পেলে কি যে হবে।

সাথে লাগিয়ে দেবে “টাকা জোগার

করতে না পারলে তোমার সাথে মনে হয় আর

কোনদিন কথা হবেনা”।আর আপনিও সেই

কথা না হওয়া ঠেকাতে নিজের পকেটের টাকা দান

করবেন।

৪.ঝগড়া তর্কে তারা কংগ্রেস,সিনেটের বাপ।যখন

কোন পয়েন্টে আপনার

সাথে ঝগড়া লাগবে,আপনি ভাবছেন যে অমুক

পয়েন্ট

কিংবা লজিকে আপনি তর্কে জিতে যাবেন,ঠিক

তখনই দেখবেন তাদের গলার আওয়াজ

এবং ভাষা এমন লেভেলে পৌছেছে যে আপনার

লজিকের মায়েরে বাপ হয়ে গেছে।

৫.ডেটস।তার জীবনের সমস্ত গুরুত্ব পূর্ন তারিখ

মনে রাখা আপনার জন্য পাশ করা আইন।কোন

একটা ডেটে উইশ করতে যদি ভূলে যান

কিংবা সে জিজ্ঞেস

করলে যদি মনে করতে না পারেন সে ক্ষেত্রে মশাই

আপনি তো শেষ।চিৎকার,অভিযোগ এর সাথে কিছু

উপাধী ফ্রী পাবেন।কপাল ভালো হলে রিলেশন

টিকবে।না হলে….

৬.শী ইজ দ্যা বস।আপনার জীবনের সব কিছু

তে সে হচ্ছে বস।আপনার

জামা কাপড়,চলা ফেরা,ষ্ট্যাইল সব কিছু।ধরুন

সে আপনাকে বলল আপনার চুলের ষ্ট্যাইল তার

পছন্দ না।আপনি বললেন চেঞ্জ করতে পারবেন

না।অনেক টাকা এবং সময় ব্যায় করেছেন এই

ষ্ট্যাইলের পেছনে।তখন বজ্রকন্ঠে আওয়াজ

আসবে “কি তোমার কাছে আমার

চেয়ে টাকা বড়?”।বন্ধুত্ব পুর্ন উপদেশ

হলো পকেটে তুলা অথবা আইপড এর হেডফোন

সর্বদা রাখবেন।কানের জন্য উপকারী।

৭.ফোনের ব্যাপারে অত্যন্ত স্পর্শকাতর

আমাদের নারী সমাজ।আপনি তাকে ফোন দিয়েছেন।

ওয়েটিং পেলেন।আপনি তাকে নিতান্তই অভ্যাস

বশত কিংবা স্বাভাবিক ভাবে জিজ্ঞেস করলেন

কার সাথে কথা বলছিলো।কেয়ামত কেবল শুরু

হলো মনে করুন।তুমি আমাকে বিশ্বাস

করো না,আমাকে সন্দেহ করো ইত্যাদি বাক্যের

সঠিক প্রয়োগ দেখার সুযোগ পাবেন।এখানেই শেষ

নয়।এবার যদি সে আপনার ফোন ওয়েটিং পায়?কিছু

বলার সুযোগ পাবেন না।

বিশ্বাসঘাতক,বিশ্বপ্রেমিক সহ কয়েক হাজার

উপাধি নিশ্চিত ভাবে পাবেন পরের কয়েকদিন।

৮.যে কোন মেয়ের সাথে রিলেশনের একটা অন্যতম

অলিখিত শর্ত হলো আপনার কোন মেয়ে বন্ধু

থাকতে পারবে না।ধরুন ডেটিং এ আছেন।আপনার

কোন মেয়ে বন্ধু ফোন দিয়েছে।

আপনি সংক্ষেপে কথা সেরে তার দিকে তাকালেন।

দেখেবেন চেহারা দেখে মনে হবে পাথরের মূর্তি।

তারপর সেখানে রাগ প্রকাশ পাবে।

বেশি ঝগরাটে হলে সেখানেই শুরু করবে।

না হলে হিসাবের খাতায় তুলে রাখবে বাসায়

যাওয়া পর্যন্ত।তারপর…. জানেনই তো।

৯.তার সকল বন্ধু (ছেলে বন্ধু সহ) আপনার

চোখে ধোয়া তুলসি পাতা হতে হবে।না হলে আপনার

খবর আছে।তাদের বিরুদ্ধে কোন অভিযোগ

কিংবা কটু কথা বললে আপনাকে থার্ড ডিগ্রির

জন্য প্রস্তুত থাকতে হবে।

১০.তার এবং আপনার মধ্যে যদি কোন

সমস্যা হয় তাহলে সেটা আপনাকে নিজেদের

মধ্যে রাখতে হবে।সে আপনার বন্ধু দের ফোন

দিয়ে বিচার দিবে আপনার নামে।নানা কিছু বলবে।

হয়তো ব্রেকাপের নোটিশ ও পাঠাতে পারে।কিন্তু

আপনি যদি তার কোন ফ্রেন্ড কে ফোন দিয়েছেন

তাহলে ব্রেকাপের আগে এক দফা কেয়া মত

দেখাবে আপনাকে।কথা শুরু হবে এভাবে “কেন ফোন

দিয়েছিলে?ও,তুমি তার সিম্প্যাথি চাও তাইনা?

তাহলে তার সাথে গয়ে ডেটিং মারো।আমার

কাছে আসছো কেন?”এর পর আর

কি কি আসতে পারে অনুমান করুন।

১১.মার্কেটিং,শপিং।এদের এই একটা কাজ কোনদিন

শেষ হবে না।সেলসম্যান

বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে যায়,কিন্তু

এরা ক্লান্ত হয় না।তবে শপিং বলতে যে এরা ধুম

ধারাক্কা জিনিস পত্র কেনে তা নয় কিন্তু।৪

ঘন্তা ঘুরে এরা ৪ টাও জিনিস কিনবে না।যদি তার

একটা বই কিনতে হয় এক সপ্তাহ

ধরে আপনাকে জ্বালাবে বই কিনবো বই কিনবো।

নিলক্ষেত নিয়ে গেলেন।৫

ঘন্টা ঘুরে একটা ম্যাগাজিন কিনে আনবে।পরের

এক সপ্তাহ আবার চলবে বই কিনবো বই কিনবো।

১২.তাকে না জানিয়ে কিছু করেছেন তো মরেছেন।

ধরেন আপনি কোথাও ঘুরতে যাবার প্লান করেছেন

বন্ধু দের সাথে।তাকে বলেননি।বের হবেন এমন

সময় ফোন এলো।আপনি বললেন বন্ধুদের

সাথে অমুক যায়গায় যাচ্ছেন।সে তখন

বলবে “আমাকে বলো নি কেন?আমি কেবল বের

হওয়ার কথা ভাবছিলাম তোমাকে নিয়ে”।এর পর

বলবে ঠিকাছে যাও।ফিরে এসে কথা হবে।বিন্দাস

ঘুরে আসুন।কারন তারপর

যা আসছে সেটা সামলানোর জন্য এনার্জি দরকার।

[সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ লেখাটি বিশেষ কিছু

মেয়েকে উদ্দেশ্য করে লেখা।কোন

মেয়ে যদি এটা পড়ে যুক্তির পসরা নিয়ে হাজির হন

তবে নিজের অজান্তেই উনি নিজেকে সেই বিশেষ

কিছু মেয়ের কাতারে ফেলে দেবেন।]

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

শূন্য পথিক বলেছেন: ভালোই লিখেছেন।।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩

রিওমারে বলেছেন: কি খবর প্রিন্সিপাল সাহেব। ডক্টরেট করলেন কবে??

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: আপনিই তো নীলক্ষেত থেকে ডক্টরেট ডিগ্রী কিনে দিলেন ।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

হুমায়রা পরী বলেছেন: কি আর বলব!!!সুধু সুধু কথা বাড়ায় সময় নস্ট করার দরকার কি!!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: আপনি বলতে পারেন, সহ্য করে যাবো । আপনার মত প্রকাশের অধিকার আছে ।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬

রাইসুল নয়ন বলেছেন: আপনি গবেষক,
গবেষণা লব্ধ ফল কাজে লাগবে আমার ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: লাগলে আরো দিব ।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

মোমের মানুষ বলেছেন: ভাইজান কি আসলেই ছ্যাকা খাইছেন?
খাইলে কত নাম্বার ছ্যাকা এটা ?

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: মুেমরমানুষ বলেছেন: ভাইজান কি আসলেই ছ্যাকা খাইছেন?
খাইলে কত নাম্বার ছ্যাকা এটা ? :P :P

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

পচাঁ টমেটো বলেছেন: ভাই, আপনার কথা পয়েন্টে পয়েন্টে মিল পাইতেছি, জীবন এখন হাহাকার করে, ক্যান? ক্যান ফাঁসছিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.