নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাকিস্তানী দালাল, শিবির, জামাতী, ভারতীয় দালালদের ঘৃনা করি । ছাত্রলীগকে ও পছন্দ করি না তাদের বর্তমান কর্মকান্ডের জন্য ।

। নিজের লেখার প্রতিভা নাই, সময় ও নাই, তাই কপি /পেস্ট মারি । ভুলেও মাইন্ড করবেন না । আমাকে শরম দিবেন না

ছাত্তির ইন্জিনিয়ার

আমার উপর থেকে ব্যান না তুললে আমি কাইন্দা দিমু ।।।

ছাত্তির ইন্জিনিয়ার › বিস্তারিত পোস্টঃ

অনার্স

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

"অনার্স" শব্দটার সাথে আমার পরিচয় আরো অনেক আগে থেকেই। তবে "সন্মান" হিসেবেই বেশী উচ্চারণ করেছি। "ইন্টারমিডিয়েট পাশ করার পর সবাই কোন না কোন ভার্সিটিতে ভাল বিষয়ে "সম্মান" এ ভর্তি হতে চায়, এটাই আমার "অনার্স" বা "সম্মান" বিষয়ক জ্ঞানভান্ডার এর স্বরূপ। মেডিকেলে ভর্তি হবার পর অন্য আরেকটি "অনার্স" এর সাথে পরিচিত হলাম। কোন পরীক্ষায় ৭৫% নম্বর পাওয়াকে (আমার দৃঢ় বিশ্বাস, "ছাত্রের অর্জন" এবং "শিক্ষকের প্রদান" এর সোনায় সোহাগা কম্বিনেশান না হলে এটি অসম্ভব) "অনার্স পাওয়া" বলে। "ও....ও...ও, ষ্টার মার্কস!!" তাচ্ছিল্য ভরে উচ্চারণ করেছি মনে মনে। যেন আমার কাছে এটা নিতান্তই ডাল ভাত! "সব কিছুতেই পাবো" টার্গেট ও করে ফেলেছিলাম প্রায়।



পরবর্তীতে বোধোদয় হয়েছে। জীবনের ১ম "আইটেম" পরীক্ষা "(ফিমোরাল ট্রায়াঙ্গল)" দেয়ার পরই বাস্তবে আসলাম। মোটামুটি ভাল ছাত্র(!) হওয়া সত্বেও প্লাস (আমার মতে) ভাল প্রিপারেশন ও পারফর্ম করা সত্ত্বেও যখন "নিহাসিনী" (তাঁর মুখে কখনো হাসি দেখিনি বলে এ নামকরণ করলাম) ম্যাডাম আমাকে "সাড়ে ছয়" দিয়ে বিদায় দিলেন (যদিও হাইয়েষ্ট ছিল) ভীষণ মন খারাপ হয়ে গেল। মনে হল বাকী "এক নম্বর" প্রাপ্তি ইহকাল তো বটেই পরকাল জুড়ে পড়াশুনা করলেও আমার দ্বারা সম্ভব নয়। অতএব রণে ভঙ্গ দিলাম ঘোষনা করেই। তবে মনে মনে চেষ্টা চালিয়ে যেতে থাকলাম। মনে আছে, এনাটমির হেন কোন বই নেই যা আমি সংগ্রহ করিনি এবং পড়িনি। প্রতিটি আইটেম, কার্ড পরীক্ষার আগে ভয়ঙ্কর রকম প্রিপারেশন নিয়েছি; হাজির হয়েছি তারপর "বোদ্ধা" "আঁতেল" সিনিয়র ভাইদের কাছে সাহায্য সহযোগিতার আশায়। কখনও তারা হতাশ করেনি। ডান-বাম, উপর-নীচ, সোজা-কঠিন, দরকারী-অদরকারী সকল রকম "জ্ঞান" মস্তিকে ধারণ করে স্যারদের সামনে বসতাম একটা "অনার্স" নম্বরের আশায়।

মেডিকেল কলেজ জীবনের প্রথম পর্বেই বন্ধুদের সগর্বে ঘোষণা দিয়ে রেখেছিলাম (কোন পরীক্ষায়) সে যা লেভেলেই হোক না কেন, "অনার্স" পেলে "আওয়াজ" হবে। অর্থাৎ "আমার বাবার পয়সায় ভুটিভোজ হবে।" ওরাও সেজন্য প্রতিবার ভীষণ দোয়া করত যেন ব্যাপারটা ঘটে যায়।

কিন্তু হা হতোস্মি!!!

বিধাতার লীলা বুঝা ভার। আমার ভাগ্যের শিঁকে কখনো ছিড়েনি; তাই কখনও আওয়াজও হয়নি। প্রায় হাল ছেড়ে দিলাম। "হবে না স্যারদের জন্যই" - আমার দৃড় বিশ্বাস। সবই তো বলতে পারলাম ভালভাবে, কোথাও তো আটকালাম না, তাহলে কেন পাবোনা "অনার্স মার্কস"? রাগ,ক্ষোভ,দুঃখ,হতাশা মনে পুষে রাখি একান্তে।



কঠিন বিষয় এ্যানাটমির "চলন্ত ডিক্শনারী" হয়েও যখন "অনার্স" এর শিঁকে ছিড়লো না, তখন ধীরে ধীরে "ফিজিওলজীর" দিকে হাত বাড়ালাম। এটাতেও আমার আগ্রহ ছিল, কিন্তু অন্যদের সাথে পেড়ে উঠতাম না তেমন। ক্যাডেট কলেজ প্রত্যাগত একজন হিসেবে "চৌকস"(!) হলেও "মানবীয় গুনাবলী সমৃদ্ধ" হয়ে উঠতে পারিনি তখনও। ফলে আমার প্রতি অন্যের (শিক্ষক+শিক্ষিকা+ছাত্র+ছাত্রী) আগ্রহ তৈরী করতে সক্ষম হইনি। আর তাছাড়াও বিস্তর ভাবালুতার বিষয় ফিজিওলজী । সরাসরি প্রশ্নের উত্তরের চেয়েও "বেশী" কী যেন চান শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, কখনই বুঝে উঠতে পারিনি। তাই মগ ডালে থাকলেও "ফলটা" খেতো অন্যেই । ব্যর্থ আমি শুধু হতাশ নয়নে দেখেই যেতাম। তবে একটা কাঁটা আমার মনে বিঁধত সর্বদাই, "সব সময় শুধু মেয়েরাই কেন ভাল ফল পায় ফিজিওলজীতে?" কাউকেই এ প্রশ্ন মুখ ফুটে করিনি কোনদিন। "শিষ্টাচার বহির্ভূত" হতো - নিশ্চিত ছিলাম।



অতঃপর এলো সেই মহেন্দ্রণ। বিড়ালের ভাগ্যে শিঁকে ছিড়লো। "হার্ট আইটেম" পরীক্ষার আগাম ঘোষণা দিলেন ম্যাডাম । হাতে সাত দিন সময় রেখে ডিসিশান নিলাম, পুরো গ্রে'তে হার্ট সংক্রান্ত যে কয় পাতা আছে তা মুখস্ত করে ফেলবো। "অনার্স" আমাকে পেতেই হবে। সর্বমোট বাইশ পৃষ্ঠা ছিল আমার টার্গেট। নেহায়েতই অপ্রয়োজনীয় বিধায় গোটা কয়েক পৃষ্ঠার মতো বাদ দিলাম। তারপর শুরু হলো সাধনা। "পাগল হলি নাকি নাহিদ?"-বন্ধুদের আশংকা! আমি তাদেরকে আশ্বস্ত করলাম এবং আমার জন্য দোয়া করতে বললাম। সেই সাথে "আওয়াজ" এর বিষয়টাও স্বরণ করিয়ে দিলাম যা তারা বিস্মৃত প্রায় হয়েছিল। তারা নিজেদের পড়াশুনার ফাঁকে ফাঁকে আমাকে দেখা মাত্র উচ্চস্বরে দোয়া প্রার্থনা করতে আরম্ভ করল। একসময় কথাটি একান ওকান ঘুরে ম্যাডামের কানেও গেল। আমি জানতে পারিনি। আমাদের কাউকে তিনি বুঝতেও দিলেন না কিছু। অদ্ভুত ঘোষণা দিলেন , "তিন জন করে আইটেম দিতে আসবে।" বলা বাহুল্য, এর আগে পর্যন্ত আমরা "সিঙ্গেল ইন্টারভিউ" টেকনিকে আইটেম দিচ্ছিলাম। (জনান্তিতে বলি, সেটাই ছাত্রের জন্য উত্তম। কারণ তার দোষ ত্রুটি বন্ধু বান্ধব জানতে পারে না এবং পরবর্তীতে তা নিয়ে হাসাহাসি করার স্কোপও কমে যায়। আবার শিক্ষকের "ইম্প্রেশন"ভাল হলে একটুখানি স্বজনপ্রীতি..............!!) আমরা অবাক হলাম, "ঘটনামাইসিন কি?" অবশ্য রাশভারী ম্যাডাম এর কোন উত্তর দর্শাতে বাধ্য নন।

আমার রোল নম্বর তিন। "তোতলা প্রিন্স" এক, "বাচাল এবং ভয়ংকর দ্রুত গতিতে উত্তর দেয়া ফারাহ দীবা" দুই এবং "আঁতেল অনার্স প্রার্থী" আমি তিন-এভাবেই আসন নিলাম। "এ্যানাটমিক্যাল পজিশনে ধরো এবং পয়েন্টস বর্ণনা করো।" প্রিন্সের পালা আরম্ভ হলো। খেয়ে ফেলো সে বেশ খানিকটা সময় প্রথমতঃ পজিশন মতো ধরতে এবং পরবর্তীতে পয়েন্টের সাথে পজিশন মেলাতে । এবার ফারাহর পালা। উত্তর দিতে দিতে ফারাহ ক্লান্ত হলো, তবুও তার উত্তর শেষ হচ্ছে না। কারণ মুখস্ত বিদ্যায় তাকে হারাতে পারে এমন কারো জন্ম অতীতে হয়নি, বর্তমান ও সুদূর ভবিষ্যতেও হবে না-এ আমার আজীনের দৃঢ় বিশ্বাস।



"থামো এবার"- জলদ্গম্ভীর কন্ঠস্বর। এবার আমার পালা। "তুমি বলো ভাস্কুলার সাপ্লাই অব হার্ট"। কমন পড়ে গেল। অবশ্য পড়বেই তো, গ্রে বলে কথা!!!



আরম্ভ করলাম বড় একটা প্রশ্বাস নিয়ে। তারপর কম্পিটিশান। ফারাহ না নাহিদ, কার মুখস্তের জোর কত? চলছে তো চলছেই, থামার কোন লক্ষণ নেই। "কি বললে?" হঠাৎ ছন্দপতন। "এন্টেরিওর ইন্টারভেন্ট্রিকুলার স্পেসে কোন আর্টারী থাকে এবং সেটি কার ব্রাঞ্চ?" ভ্রু-কুঞ্চিত ম্যাডামের অন্য মূর্তি! আর আমার সবগুলিয়ে গেল। মুখস্ত বিদ্যা গেল আউলে। কি যেন কি যেন হাতড়াচ্ছি আমি। বলে ফেললাম সহসাই মনে পড়ে যাওয়ায়। সেটা এমন কিম্ভূতকিমাকার স্বরে আমার মুখ নিঃসৃত হলো, চমকে উঠলেন ম্যাডাম, আঁতকে উঠলো সহ-পরীক্ষার্থী বৃন্দ। ভীষণ লজ্জা পেলাম আমিও। হঠাৎই পুরো পরিবেশটা হালকা হয়ে গেল। আতঙ্কে দম বন্ধ করা পরিবেশ কোথায় যেন হাওয়া হয়ে গেল। স্মিত হাস্যে ম্যাডাম র্ভৎসনা করলেন, "এ্যানাটমী বিষয়টা কঠিন। এটা মুখস্ত করার বিষয় নয়, যে কোন ভাবে মনে রাখার বিষয়। আর সেটা বুঝে পড়াই উত্তম। না বুঝে মুখস্ত করলে বিপদ অবশ্যাম্ভাবী।" শেষ পর্যন্ত আমরা শান্তি আর স্বস্তিতেই আইটেম শেষ করলাম।



এবার ম্যাডামের নাম্বার দেয়ার পালা। প্রিন্স "সাড়ে ছয়" পেয়ে গেল। কোন প্রতিক্রিয়া নেই। ফারাহ্ দীবা "সাত" পেল। তাও কোন প্রতিক্রিয়া নেই। এবার আমার পালা। আমার চেয়ে বেশী আগ্রহ নিয়ে তাকিয়ে আছে প্রিন্স আর ফারাহ্ দীবা। "হবে তো ল্ক্ষ্য পূরণ?" ম্যাডাম "সাত" লিখলেন। দুই একবার বাতাসে কলম ঘোরালেন। কী মনে করে তাকালেন সবার দিকে এক পলক। স্মিত হাসি ফিরে এলো তার অবয়বে। তারপর "সাত' এর পাশে কলম রাখলেন। দুরু দুরু বক্ষে আমি এবং তৃষ্ণার্ন্ত চোখে আমার বন্ধু-বান্ধবী তাকিয়ে আছে কলমের গতি প্রকৃতির দিকে। ম্যাডামের কলম দ্রুততার সাথে "দুই ভাগের এক" অর্থাৎ আরো "অর্ধেক" নাম্বার লিখে ফেলো। মিস্ করলাম একটা হার্টবিট! এবং সেই সাথে জয় করলাম সমগ্র বিশ্ব!! আমি "অনার্স" পেলাম !!!

সেই প্রথম, সেই শেষ। আর কখনো আইটেমে ‘অনার্স’ পাইনি। আর পেতেও চাইনি। কারণ, "আওয়াজ" আমাকে ও মাসের জন্য সর্বস্বান্ত করে দিয়েছিল। পরবর্তীতে ফিজিওলজি কার্ড এ বেশ কয়েকবার পেয়েছি অনার্স মার্কস। কারণ তদ্দিনে আমি তথাকথিত ভালো ছাত্র নামধারী একজন হয়ে গেছি। তাই বিষয়টা আর কাউকে তেমনভাবে নাড়া দেয়নি।



অনেক গল্প করে ফেলেছি আজ। আপাতত এখানেই সমাপ্তি টানছি। আরেকদিন না হয় বলব পুরাতন কোনো ঘটনা, নতুন আঙ্গিকে।



ভালো থাকবেন সবাই।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪

ধ্রুঊবতারা বলেছেন: ভ্রাতা,
আপনার অনার্স পাইবার ইতিহাস পড়িয়া বেশ মজা পাইলাম।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: আপনাকে ধন্যবাদ পড়ার জন্য ।ভাল থাকুন ।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০

শূন্য পথিক বলেছেন: :) :) মজা পেলাম।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: ভাই , আফনার ফডুতে ঐডা কি , ঐ যে আপনার সামনে ? দেইখা রাইখেন, কোনখান দিয়া কে ঠুকুর মারবো !!!!

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

মৃন্ময় বলেছেন: অনার্স পাইবার ইতিহাস পড়িয়া বেশ মজা পাইলাম।এখন আওয়াজ দেন তো দেখি...........

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: আমি সম্মানিত । আপনারা ও কি সম্মানিত ??

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

রামিজের ডিপফ্রিজ বলেছেন: আমার ল্যাব স্পট ভাইভাতেও একবার ঐ রকম আজব স্বর বেরিয়েছিল। অনেক ক্ষণ ধরে ল্যাব করছি, জিভ শুকিয়ে কাঠ তার ওপর আমার গলা এমনিতাই ভারী। সামনে আবার ভার্সিটির সবচেয়ে ছোট চেহারার ম্যাডাম। "শুস্টার ফোকাসিং" কথাটা এমন বিদঘুটে স্বরে বলেছিলাম যে ম্যাডামের প্রায় হার্টফেল করার মত অবস্থা। অনেক বন্ধুই এখনও ঐ ঘটনাটা মনে রেখেছে।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২

বাগসবানি বলেছেন: এত মার্কস দিয়ে কি বড় ডাক্তার হওয়া যায়?
- লোকজন তো দেখি এফসিপিএস পার্ট ১ এর জন্যেই কোচিং করে :#) আফসুস আমি স্কুল কলেজ ভার্সিটি এডমিশন বা ভার্সিটি কোনটাতেই কোচিং করার সুযোগ পাই নাই । আমার কোনোদিন মাথাই ঢুকতো না টিচাররা ক্লাসেই পড়াতে পারেনা বাড়িতে কি পড়াবে? বায়োলোজি জ্ঞান ক্লাস এইট পর্যন্তই । এসএসসিতে বাদই দিছিলাম । কিন্তু ভাগ্যের চক্রে কলেজে নিতেই হল । এইএচসিতে জুয়োলজিতে কোনো কোয়েশ্চন কমন না পড়া সত্বেও কিভাবে ৯০+ পেলাম সেটা আমার কাছে আশ্চর্য । কমন না পড়ার একটাই কারণ আমি কিছু মুখস্ত করে যাই নাই ।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১

অদ্বিতীয়া আমি বলেছেন: লেখা টা এই ব্লগে আগে পড়েছি । একই ব্লগের অন্যের লেখা দিলে লিংক দেয়া উচিত ।
ওই ব্লগার এখন সম্ভবত ব্লগে একটিভ না । তবু ও সেটা অন্যের লেখা ।

লিঙ্ক

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: হা হা হা হা হা ......। আপনাকে ধন্যবাদ । আপনি তাহলে জানেন না । যে লিংকটি আপনি দিলেন তা কপি /পেস্ট করা । পোস্টটি ২০০৮ সালের , আপনাকে আজকে আর লিংকটি দিলাম না । পরে দিবো । অন্যের লিখা কিনা পরে আবার জানাবেন দয়া করে ।। সে সময় পর্যন্ত ভাল থাকুন ।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

শূন্য পথিক বলেছেন: আরেক জনের লেখা নি ভাই?? B:-) B:-) B:-) X(( X((

"অনার্স" শব্দটার সাথে আমার পরিচয় আরো অনেক আগে থেকেই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: অপেক্ষা করেন । কে কাকে নকল করলো , দেখতে হবে । লিংকটার জন্য ধন্যবাদ ।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০

অদ্বিতীয়া আমি বলেছেন: ওই লেখক কপি /পেস্ট করেছেন কিনা তা আমি জানি না । লেখটা অনেক আগের , আর ওই পোস্টে কেউ অভিযোগ করেনি , তাই সেটা আমার জন্য জানা সম্ভব না ।

আমি যতটুকু জানি ততটুকু বললাম ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: আপনাকে ধন্যবাদ । আমরা অনেকেই কপি/পেস্ট করে নিজের লেখা বেলে চালাতে একধরনের আনন্দ বোধ করি ।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৬

মোঃ নুর রায়হান বলেছেন: ভাই, আপনার নাম ছাত্তির ইন্জিনিয়ার, কিন্তু আপনি একজন ডাক্তার( অনার্স পাওয়া! ) ঠিক বোধগম্য হইল না ব্যাপারটা।
;) ;) ;) ;)

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৯

নাহিদ মাহমুদ বলেছেন: দু:খজনক। Click This Link এই পোস্টটা ০২ রা এপ্রিল, ২০০৮ এ পোস্ট করেছিলাম সামুতে। এইভাবে কপিপেস্ট করে কি লাভ ভাই?
যা হোক, ভালো কিছু লিখুন। স্বচ্ছ ব্লগিং করুন। মন্তব্য মুছবেন না। ফ্রন্ট পেজে পাল্টা পোস্ট দিয়ে নোংরামী করার ইচ্ছে নেই আমার। ভুল হতেই পারে মানুষের। আমার মূল পোস্টের লিংক দেবেন বা পোস্টটি ড্রাফটে নেবেন আশা করছি। ভালো থাকবেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: কপি / পেস্ট কে করেছেন জানি না । তবে “ অনার্স “ লেখাটি সর্বপ্রথম প্রথম আলো ব্লগে প্রকাশিত হয় ২০০৮ সনে , তারিখ মনে নেই । প্রথম আলোর ব্লগ এর লেখাটির লিংক দেয়ার চেষ্টায় আছি । কারন, আমি একটু ভবঘুরে টা্ইপের মানুষ । আমি কপি পেস্ট মারি -যদি লেখাটি আমার পছন্দের হয় তবে স্বীকার করতে কার্প ন্য করি না ।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: কৃতজ্ঞতা স্বীকার করছি । নাহিদ মাহমুদ ২০০৮ সালের সেপ্টেম্বর এ লেখাটি প্রথম আলোতে ছেপেছিলেন । ধন্যবাদ নাহিদ মাহমুদ সুন্দর লেখাটির জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.