নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাকিস্তানী দালাল, শিবির, জামাতী, ভারতীয় দালালদের ঘৃনা করি । ছাত্রলীগকে ও পছন্দ করি না তাদের বর্তমান কর্মকান্ডের জন্য ।

। নিজের লেখার প্রতিভা নাই, সময় ও নাই, তাই কপি /পেস্ট মারি । ভুলেও মাইন্ড করবেন না । আমাকে শরম দিবেন না

ছাত্তির ইন্জিনিয়ার

আমার উপর থেকে ব্যান না তুললে আমি কাইন্দা দিমু ।।।

ছাত্তির ইন্জিনিয়ার › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ স্কোয়ারে সমাবেশের আড়ালে সরকার এখন যা করছে ...।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দিয়েছেন আদালত।



কাদের মোল্লার রায়ের দিন সবার আগচরে পদ্মা সেতু দুর্নীতিতে অভিযুক্ত , মামলায় সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং সেতু কর্তৃপক্ষের নদীশাসন ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব কাজী মো. ফেরদাউস জামিন পেয়ে যান । ওখানে নাকি দুর্নীতি হইনি ।



আর আজকে আবারো শাহাবাগের মহান আন্দোলনের ফাঁকে দেশের ইতিহাসে বৃহত্তম ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুদকের দায়ের করা ১১ দুর্নীতি মামলায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দিয়েছেন আদালত। এগুলা কি শুরু করল আওয়ামীলীগ ?



বৃহস্পতিবার মামলাগুলোর জামিন আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ জামিন মঞ্জুর করেন।

Click This Link

মন্তব্য ২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

দেশপ্রেমিক পোলা বলেছেন: আমাদের সাধারণ জনগনকে লীগ ভালই ব্যাস্ত রাখতে পেরেছে সারা বছর। অথচ বছর শেষে রায় হলো যাবতজীবন। এখনো আমরা ব্যাস্ত রায় নিয়ে, আর এই ফাকে চালিয়ে যাচ্ছে তাদের আখের গোছানোর কাজ।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

ধৈঞ্চা বলেছেন: আপনি জানেন কি রায়ের দিন আরো ৩টা বেসরকারী ব্যাংকে অনুমোদন দিয়েছে। স্বাভাবিক সময়ে অনুমোদন পেলে সমালোচনার ঝড় উঠত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.