![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার উপর থেকে ব্যান না তুললে আমি কাইন্দা দিমু ।।।
প্রিয় ব্লগার ভাই ও বোনেরা ,
খেয়াল কইরেন,শাহবাগী ব্লগার এর কাছে থেকে অনুমতি নিয়ে ব্লগিং করতে হবে । যেখানে সেখানে ব্লগার হিসাবে পরিচয় দিতে পারবেন না । আইন অমান্যকারীকে গণধোলাই দেয়া হবে । ।
ব্লগার ইমরান নাকি আমাদেরকে ব্লগার সার্টিফিকেট দিবেন , অপেক্ষা করেন ।
ক্লিকান আর ও খবরের জন্য । ব্লগারদের এখন দুঃসময় ।
Click This Link
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬
পরীবানু বলেছেন: যাব্বেটা ছাগু, রাজাকারের ফাঁসি চাই.....................................
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: রাজাকারের ফাসি চাই ।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১
ইকবাল পারভেজ বলেছেন: ভাই আমি অবশ্য ব্লগার না, টয়লেট েপার বিজনেস আছি।
আমি শুধু জানবার চাইতেছিলাম সার্টিফিকেটগুলা পাওয়ার পর সেইগুলা নিয়া কি করবেন; সেইটা যদি জানায়ে দিতেন বড় সুবিধা হইত। বুঝেন তো ব্যবসা বইলা কথা
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: আপনি ব্লগার কে কইলো ? সামুতে যে লিখলেন ইমরানের পারমিশন আছে ? আগে কাগজটা লন ,পরে আমি কমু কি করতে হবে ।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
মাফকরেবন বিচারপতি বলেছেন: দেশটা বাবার মনে করতে করতে অহন যা দেখে সবই বাবার মনে করে
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: ২ বছর ধেরে দেখলাম সবাই বাবার মনে করে যা খুশী তাই করলো ।্িখেন নিজের শালীকে ও বউ মনে হয় ..................................
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮
আমাদের ইয়াহু বলেছেন: ইকবাল পারভেজ বলেছেন: ভাই আমি অবশ্য ব্লগার না, টয়লেট েপার বিজনেস আছি।
আমি শুধু জানবার চাইতেছিলাম সার্টিফিকেটগুলা পাওয়ার পর সেইগুলা নিয়া কি করবেন; সেইটা যদি জানায়ে দিতেন বড় সুবিধা হইত। বুঝেন তো ব্যবসা বইলা কথা
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
সাউন্ডবক্স বলেছেন: বাই। ফাল কম মাইরেন। ব্লুক খায়া জাইবেন কইলাম
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: দীর্ঘ ৫/৬ বছরে এই সামুতেই অনেক ব্যান খাইছি । আমারে ব্যান করতে কম করে নাই । মন খারাপ হয় ব্যান খাইলে । লিখতে পারি না । এই আর কি ! সামু ছাড়া অন্য কোন জায়গায় ভাত পাই নাই ।
আশা করি মডারেটর ভাইয়েরা ও জানাপু আমাকে আবার লাথি মারবেন না । প্রয়োজনের খাতিরে প্রতিবাদ করতে হয় । আমি কালকেই জানাপুকে ফোন করে বলবো ।
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩
সাউন্ডবক্স বলেছেন: আসলে আপনারা জানেন না । কে এই ইমরান। আপনারা আজকে বাংলায় যে ব্লগিং করতে পারছে তা পারছেন এই ইমরানের জন্য। তিনি হচ্ছেন এই ব্লগের প্রতিষ্ঠাতা।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: আমি ইমরানের ব্যাপারে জানাপুকে জিজ্ঞাসা করেছি । উত্তরের জন্য অপেক্ষা করছি ।
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৫
নয়ামুখ বলেছেন: আমি সালটিফিকেটের জন্য সিলেটের কোথায় লাইনে দাড়াবো। মহামান্য ইমরান ভাইয়ের কাছ থেকে জেনে নিয়ে আমাকে জানাবেন, প্লিজ।
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০২
একিউমেন বলেছেন: ইকবাল পারভেজ বলেছেন: ভাই আমি অবশ্য ব্লগার না, টয়লেট েপার বিজনেস আছি।
আমি শুধু জানবার চাইতেছিলাম সার্টিফিকেটগুলা পাওয়ার পর সেইগুলা নিয়া কি করবেন; সেইটা যদি জানায়ে দিতেন বড় সুবিধা হইত। বুঝেন তো ব্যবসা বইলা কথা
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৬
হাবিব০৪২০০২ বলেছেন: রাজাকারের ফাঁসির দাবির নামে কৌতুক শুরু করছে, আরে ব্যাটা আলটিমেটাম দে, সব পশুরুপী মানুষগুলার বিচার চাইয়া সময় বাঁইধা দে। তা না করে ফাজলামী - বেলুন উৎসব.... তাহলে চেয়ার খেলাও যোগ করা যেতে পারে! সাথে শুধু জাগরনের গান বাজালেই হয়ে যাবে রাজাকারের ফাঁসির দাবিতে স্বাধীনতার চেতনায় চেয়ার খেলা!
এখন অবস্হা এমন হচ্ছে নানা স্লোগানের ভীড়ে মূল স্লোগানই চাপা পড়ে গেছে।
১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪
shfikul বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫
কালো স্বপ্ন বলেছেন: :-& :-& :-&