নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাকিস্তানী দালাল, শিবির, জামাতী, ভারতীয় দালালদের ঘৃনা করি । ছাত্রলীগকে ও পছন্দ করি না তাদের বর্তমান কর্মকান্ডের জন্য ।

। নিজের লেখার প্রতিভা নাই, সময় ও নাই, তাই কপি /পেস্ট মারি । ভুলেও মাইন্ড করবেন না । আমাকে শরম দিবেন না

ছাত্তির ইন্জিনিয়ার

আমার উপর থেকে ব্যান না তুললে আমি কাইন্দা দিমু ।।।

ছাত্তির ইন্জিনিয়ার › বিস্তারিত পোস্টঃ

পবিত্র মসজিদ শরীফ উনার মধ্যে নামায পড়ার নামে টুল বা চেয়ারে বসা বিদয়া

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

ইদানীং বিশেষ করে বেশ কয়েক বৎসর যাবৎ দেখা যাচ্ছে খালিক মালিক্ব রব মহান আল্লাহ পাক উনার ঘর পবিত্র মসজিদ শরীফ উনার মধ্যে নামায পড়ার নামে কতিপয় মুসল্লী বিশেষ করে কমিটির লোকজনের কেউ কেউ টুল কিংবা চেয়ারে বসে থাকে। তারা বলে থাকে মাজুরতার কারণে তারা এভাবে নামায পড়ে। আর এ জন্য ইমাম সাহেবের থেকেও কোনো বাধা নিষেধ থাকে না। এর একটি কারণ কমিটির প্রভাবশালীদেরকে তোষণ করা আর অন্যটি হলো ইমাম সাহেবদের অজ্ঞতা মূর্খতা।

অথচ পবিত্র মসজিদ শরীফ হলো শুধুমাত্র সুস্থ মুসল্লীদের জন্য। যারা অসুস্থ মুসল্লী তাদের জন্য মসজিদ বা জামায়াত কোনোটিরই বাধ্যবাধকতা ইসলামী শরীয়ত উনার মাঝে নেই। এক কথায় নামায পড়ার জন্য যত তরতীব বা নিয়ম কানুন ইসলামী ফিকাহ উনার কিতাবগুলোর মধ্যে বর্ণিত আছে, সেগুলো পালন করলে কোনোভাবেই টুল বা চেয়ারে বসে নামায আদায় করা সম্ভব নয়। আর এ কারণে শুধুমাত্র পবিত্র মসজিদ শরীফ উনার মধ্যেই নয়, বরং বাসা বাড়িতেও চেয়ার বা টুলে বসে নামায পড়া জায়িয নেই। এটা শরীয়তবিরোধী আমল হিসেবে গণ্য হবে। আর সেটা যে সুস্পষ্ট বিদয়াত হবে তাতো বলার অপেক্ষায় রাখে না। এমন বিদয়াত আমল যে বা যারা করবে, সমর্থন করবে প্রত্যেকেই বিদয়াতী বলে চিহ্নিত হবে। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- যে ব্যক্তি কোনো বিদয়াতীকে সম্মান দেখালো সে দ্বীন ইসলাম উনাকে ধ্বংস করার কাজে সাহায্য করলো। নাউযুবিল্লাহ! অতএব, পবিত্র মসজিদ শরীফ উনার মধ্যে নামায পড়ার নামে টুল বা চেয়ারে বসার ন্যায় সকল আধুনিক বিদয়াত হতে আমাদেরকে সতর্ক সাবধান এবং বিরত থাকতে হবে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

বোকামন বলেছেন: আস সালামু আলাইকুম

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

মুন্সীজী বলেছেন: ওয়াআলাইকুম আসসালাম । ভাল আছেন তো ?

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

আহলান বলেছেন: দেওয়ান বাগ , কুতুববাগ , রাজারবাগ ..এর সাথে যোগ হৈছে শাহাবাগ ...... আরো কত রকমের নিয়ম যে শোনা লাগব ....

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

মদন বলেছেন: আমার জানামতে বিদআত হলো সেই জিনিস "যা শরীয়তে ছিলো না কিন্তু নেকীর আশায় নতুন সংযোজন করা হয়েছে"।
মসজিদে চেয়ার/টুল নেকীর আশাতে নয় বরং বিপদে পড়েই মানুষ নেয়। যারা টুলে/চেয়ার নামাজ পড়ে তাদের আমি হাজার সালাম দেই কারন আমরা সুস্থ তাকার পরেও মসজিদে যাই না নিয়মিত।

অন্যের দোষ অন্বেষন অপেক্ষা নিজে সংশোধন হওয়া অনেক ভালো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: যারা অসুস্থ মুসল্লী তাদের জন্য মসজিদ বা জামায়াত কোনোটিরই বাধ্যবাধকতা ইসলামী শরীয়ত উনার মাঝে নেই। এক কথায় নামায পড়ার জন্য যত তরতীব বা নিয়ম কানুন ইসলামী ফিকাহ উনার কিতাবগুলোর মধ্যে বর্ণিত আছে, সেগুলো পালন করলে কোনোভাবেই টুল বা চেয়ারে বসে নামায আদায় করা সম্ভব নয়।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

মুন্সীজী বলেছেন: পবিত্র মসজিদ শরীফ হলো শুধুমাত্র সুস্থ মুসল্লীদের জন্য। যারা অসুস্থ মুসল্লী তাদের জন্য মসজিদ বা জামায়াত কোনোটিরই বাধ্যবাধকতা ইসলামী শরীয়ত উনার মাঝে নেই

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

ব্লগার রানা বলেছেন: গাধা এর মত কথা না বলে আমাদের উচিত এসব বিষয় আরো ভালো করে জানা...। উনারা কি নামা্য পড়বেনা???????? আপনার এসব ফতওয়া না দেওয়াই ঠিক হবে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: বেডা বলদ, না জেনে বলা হয়নি । তুই যে কোন ভাল আলেমকে জিগ্যেস করতে পারিস । না জেনে কথা বলবি না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.