![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার উপর থেকে ব্যান না তুললে আমি কাইন্দা দিমু ।।।
জাতির জনকের আরেক কন্যা শেখ রেহানাকে পরবর্তী রাষ্ট্রপতি করার আলোচনা উঠেছে আওয়ামী লীগে। সারাদিনই আওয়ামী লীগের ভেতরে ও বাইরে নানাভাবে আলোচনায় এসেছে বিষয়িট। নতুন রাষ্ট্রপতির সম্ভাব্য নামের তালিকায় নাম এসেছে স্পিকার আব্দুল হামিদ এ্যাডভোকেট, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা. এসএ মালেকসহ আরও কয়েকজনের নামও। তবে শেখ রেহানার নাম সামনে চলে আসাটা খুবই ইঙ্গিতবাহী বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
বঙ্গবন্ধুর ছোট মেয়ে কোনো রাষ্ট্রীয় দায়িত্বে না থাকায় তাকে নিয়ে যেমন এই আলোচনা তেমনি রাজনৈতিক সংকটের মুহূর্তে দৃঢ়চেতা নেতৃত্ব প্রয়োজন সেই বিষয়টিও সংশ্লিষ্টদের মাথায় কাজ করছে। পাশাপাশি নতুন রাষ্ট্রপতি পরবর্তী পাঁচ বছরের জন্য নির্বাচিত হবেন বলেই শেখ রেহানার মতো নেতৃত্বের প্রয়োজনীয়তা আছে বলে আওয়ামী লীগের অনেকেই মনে করছেন।
আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি না জড়ালেও কমিটি গঠন, মন্ত্রিসভা গঠন ও সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখেন তিনি। কিন্তু অনেক সময় বিরোধীরা এনিয়ে নানাভাবে কটাক্ষ করেন ও নানাপ্রশ্ন তোলেন। রাষ্ট্রপতি নির্বাচিত হলে একদিকে যেমন রাষ্ট্র পরিচালনায় তিনি সরাসরি অংশ নেয়ার সুযোগ পাবেন তেমনি এতোদিন ধরে তাকে নিয়ে যে যল্পনা-কল্পনা তারও অবসান ঘটবে।
শেখ রেহানাকে রাষ্ট্রপতি করার পক্ষে সংশ্লিষ্টদের আরো যুক্তি হল সাম্প্রতিক সময়ে বিরোধীদল যেভাবে জ্বালাও পোড়াওয়ের রাজনীতি শুরু করেছে তাতে রাজনৈতিক অস্থিরতা যেখানে গিয়ে ঠেকবে সেই পরিস্থিতিতে রাষ্ট্রপতির ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে শেখ রেহানা রাষ্ট্রপতি হলে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা যেমন উজ্জ্বীবিত থাকবেন তেমনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিগুলোও এক ধরনের মানসিক স্বস্তি পাবে।
আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছে, দলের একাধিক প্রেসিয়াম সদস্য প্রধানমন্ত্রীকে এবিষয়ে অনুরোধ করছেন। তাদের দাবি দেশের এই সংকটকালে অবশ্যই দলের আস্থাশীল কাউকেই এ পদে দরকার। এবং দ্রুতই কাজটি সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে প্রধানমন্ত্রীকে। সূত্র মতে, প্রধানমন্ত্রী এব্যাপারে কোনো প্রতিক্রিয়া না জানালেও তিনি নেতাদের আশ্বস্থ করেছেন বিষয়টি ভেবে দেখার।
http://dnewsbd.com/single.php?id=23758
©somewhere in net ltd.