![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার উপর থেকে ব্যান না তুললে আমি কাইন্দা দিমু ।।।
আমরা আম জনতা মাদ্রাসার ছাত্র শিক্ষক যাদেরকে মোল্লা বলে চিনি, তাদের সম্পর্কে আপনার আমার ধারনা কতটুকু আছে ? পাজামা পান্জাবী দাড়িওয়ালা টুপি ওয়ালা দেখলেই আমরা নাক সিটকাই । আমরা চেষ্টা করি মোল্লাদের থেকে দূরে থাকতে । মাদরাসার মোল্লাদের দৈনন্দিন জীবন যাপন, লেখাপড়ার পাঠ্যসূচী সম্পর্কে অনেক কিছুই জানি না ।
তবে এটুকু বলতে পারি, মাদরাসা মানেই আমরা যা বুঝি তা হল সন্ত্রাসীদের কারখানা । আসলে তা নয় । মাদরাসার পাঠ্যসূচীতে নাকি দ্বীনের কথা লেখা নাই । শুধুই নাকি সন্ত্রাসী হওয়ার শিক্ষা দেয় । আসলে ভুল ধারনা । মাদরাসার পাঠ্যসূচী দেখলে বুঝতে পারবেন ওদের পাঠ্যসূচী কত যুগোপযোগী । কম্পউটার সায়েন্স সম্পর্কে ওদের কত জ্ঞান । আর ব্লগ ? ব্লগিং ওরা ও করে । দু-চারজন হয়তো ব্লগিং সম্পর্কে ভাল জ্ঞান নেই । আর আমাদের মাঝেই কতজনের ব্লগিং সম্পর্কে জ্ঞান আছে । এইতো মাত্র মাস দুয়েক আগে ব্লেগিং কথাটা আম জনতা জানতে পেরেছে । তার আগে অনেকেই ব্লগিং কথাটা শুনেও নি । আমাদের ধারনা আমরা সাধারন শিক্ষার্থীরা দুনিয়ার সবকিছু বুঝি , মোল্লারা কি বুঝে ? ওরা ও অনেক কিছু জানে । তবে ওদরে প্রকাশের পথ নেই ।
আমার এতকথা লেখার পেছনের কােরনটি হল মোল্লাদের সম্পর্কে অনেক কিছু ই না জেনে বাজে মন্তব্য করে থাকি । যা আদৌ্ সত্য নয় । মোল্লাদের দেখলে বাজে কথা বলি । আমরা যদি মাদরাসার ছাত্রদের সাথে মিশি তাহলে আপনার আমার ধারনা পাল্টে যাবে ।
©somewhere in net ltd.