![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার উপর থেকে ব্যান না তুললে আমি কাইন্দা দিমু ।।।
গত মঙ্গলবার রাজধানীর লালমাটিয়া, মোহাম্মদপুরস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিলা এম.এ. মাদরাসা ও জৈনপুরী খানকা শরীফ কমপ্লেক্সে দেশের বিরাজমান ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির জন্য এবং নর-নারীদের আত্মিক উন্নতিকল্পে এক দোয়া ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ও দোয়া করেন আমীরে দাওয়াতে হক সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব। মহিলা ও ছাত্রীদেরকে তালিম দেন, মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ক্বারী রওশন আরা নূরী। প্রধান অতিথি বলেন, দেশে যেই অস্থিরতা ও অশান্তি বিরাজ করছে তা থেকে মুক্তির জন্য সকলেই একাগ্রচিত্তে শান্তিদাতা আল্লাহর কাছে প্রার্থনা করুন। সীমা লঙ্ঘন ও অত্যাচার বর্জন করে ধৈর্য ধারণ করুন। অন্যথায় সরকার ও বিরোধী দল এবং জনসাধারণ সকলেই ক্ষতিগ্রস্ত হবেন। হামলা ও মিথ্যা মামলা বাদ দিয়ে মীমাংসায় ও সংলাপে বসুন। অত্যাচার-নির্যাতন চালিয়ে এই পৃথিবীতে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বাস্তবতার প্রতি লক্ষ্য করুন, জনগণ কি চায়। বার কাউন্সিল নির্বাচনের বিজয়, গত ৬ তারিখের নবীপ্রেমী ও ইসলাম দরদী ঈমানদারদের সমাবেশ, কলামিস্ট ফরহাদ মজহার সাহেবের মন্তব্যসহ বিভিন্ন গুণিজনের স্পষ্ট বক্তব্যে প্রমাণিত হয় যে, দেশের লোক শান্তি চায়, সমস্যার সমাধান চায়, গণতন্ত্র ও নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন চায়। অত্যাচার, ক্ষমতার দাপট, দৈনিক মানুষ খুন, চায় না। সত্যের ও ধর্মের বিজয় হচ্ছে, দেশের লোক আর বোকা নয়। সব কিছুই বুঝে, শাক দিয়ে মাছ ঢাকা আর লচবে না। তিনি আরও বলেন, সাংবাদিক বা সংবাদপত্রের বাক-স্বাধীনতা রক্ষার্থে বহুল প্রচারিত দৈনিক আমার দেশসহ যে কোন পত্রিকা বন্ধ না করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে মরহুম রাষ্ট্রপতির মত একজন মহৎ, ভাল পুরুষ, রাষ্ট্রপতি নির্বাচিত করার জন্য আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।
©somewhere in net ltd.