নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাকিস্তানী দালাল, শিবির, জামাতী, ভারতীয় দালালদের ঘৃনা করি । ছাত্রলীগকে ও পছন্দ করি না তাদের বর্তমান কর্মকান্ডের জন্য ।

। নিজের লেখার প্রতিভা নাই, সময় ও নাই, তাই কপি /পেস্ট মারি । ভুলেও মাইন্ড করবেন না । আমাকে শরম দিবেন না

ছাত্তির ইন্জিনিয়ার

আমার উপর থেকে ব্যান না তুললে আমি কাইন্দা দিমু ।।।

ছাত্তির ইন্জিনিয়ার › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০২

প্রিয়তা,

চলো একটা ঘর বানাই। অবিকল তোমার স্বপ্নের মতো নাই বা হলো। তবে দু'জনে মিলে কিছু স্বপ্ন না হয় বুনেই নিলাম। একবার কি চেষ্টা করবে?

একটি সতত-শ্বাশত ঘর। যেখানে অবিরাম বাতাস খেলা করবে। জোছনা লুটিয়ে পড়বে ঘরের মেঝেতে। বারান্দা থেকে দেখা যাবে সবুজের মেলা। শোনা যাবে পাখিদের কিচিরমিচির শব্দ। সাথে বর্ষায় থাকবে মেঘেদের গর্জন আর বৃষ্টির গান।

দামী আসবাব পত্র কিছু নাইই বা হলো। তবে তোমার জন্য বুক শেলফে থাকবে অগণিত বই। এক কোণে না হয় আমার গীটারটিও রেখ। অলস কোন বিকেলে তোমায় গান শোনাবো। বেসুরো গান শুনে তোমার ভালোবাসা মাখানো টিপ্পনী শুনতেও আমি রাজি। কফিতে চুমুক দিয়ে তোমার আবৃতি শুনবো। এমন একটি ঘর চাইবো যেখানে নিজস্ব বালিশে মাথা রেখে এপাশ-ওপাশ পা ছড়ানোতেও থাকবে মুগ্ধতা। থাকবে অনেক অনেক স্বপ্ন।

ঘরটি যেমনই হোক না কেন হবে আমাদের ভবিষ্যৎ। কখনোই যা ভেঙ্গে যাবে না, যেমন করেই হোক বাঁচিয়ে রাখবো। প্লিজ, অন্তত দু'জন মিলে চেষ্টা তো করি।

- তোমার আমি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.