![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিছিল বের হলো নবাব বাড়ী রোড জামাত অফিসের সামনে থেকে । প্রথমে বিএনপির কয়েকটা খন্ড খন্ড মিছিল সাত মাথার দিক গেল ।
এবার জামাত শিবিরের মিছিল । বিএনপি আর জামাতের মিছিলে একটু গ্যাপ ছিল । ছাত্রদল সাত মাথায় পৌঁছার পরেই কোকটেল ফোটা শুরু করল । থানার ভিতরে , অলিতে গলিতে কোকটেল ফুটালো ।
পিছনে শিবির ভাইয়েরা বিপদে পড়ল । না জানি পুলিশ গুলি করা শুরু করে । বিএনপি সব সাত মাথা ক্রস করে চলে গেছে বিভিন্ন অলিগলি দিয়ে । সামনে অন্নেক পুলিশ । শিবিরের মিছিল এগিয়ে আসছে ।
সামনে নেতৃত্ব দিচ্ছে সভাপতি আলাউদ্দীন ভাই । সেক্রেটারীর সাথে নীচু গলায় পরামর্শ করল সাত মাথা পার হতেই হবে । বিক্ষুব্ধ ভাইয়েরা অনবরত স্লোগান দিয়েই যাচ্ছে । পিছন থেকে ধাক্কা আসছে । এবার সভাপতি হাঁটতে শুরু করল । দৃঢ় পদক্ষেপ । অনঢ় সিদ্ধান্ত । হাত তুলে পিছনে ইশারা করলেন আসেন সবাই ।
আর দু শ গজ সামনেই পুলিশ । সবাই ভাবছে এই বুঝি গুলি শুরু করল , এই বুঝি টিয়ারশেল মারলো ।
কিন্তু ওরা বন্দুক নামিয়ে, হ্যালমেট পরে, ঢালের উপরে হাতে ভর দিয়ে দাড়িয়ে । সভাপতির নির্দেশ পাওয়ার পর কারও গতি মন্থর হয়নি আর সেই একই গতিতে সবাই রাস্তার পাশে দাড়িয়ে থাকা সস্ত্র পুলিশের লম্বা লাইন অতিক্রম করল ।
২| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪০
ক্রিস্টাল বয় বলেছেন: আল্লাহ সহায় !
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪
নিয়েল হিমু বলেছেন: আছিলা নাকি ভাই মিছিলে ?
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১
HHH বলেছেন: @নিয়েল হিমু, এখনই ব্লগার ক্রিস্টাল বয় কে ক্রসফায়ারে দেন
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৯
নিয়েল হিমু বলেছেন: আট ঘাট বাইন্দাই মাঠে আছো মনে হৈতাছে ? HHH এক কমেন্ট ১০ লাইক !!!! খাইছে আমারে । এনিওয়ে শিবিরের মিছিলে কি তুমিও যাও নাকি ? যাইতেই পারো সমস্যা নাই কিন্তু জয়বাংলার ঠেলা সামলানির প্রস্ততি নিয়া যাইয়ো ।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
HHH বলেছেন: @নিয়েল হিমু
আমি শিবিরের সমর্থক বা কর্মী কোনটাই নই। আমি উনাদের মিছিলে যাবো কেন?
বাংলাদেশে তো কুত্তালীগ ছাড়া আর কেউ মিছিল করতে পারবে না। দেশটাতো কুত্তাদের বাপের।
ঠেলা সামলানো বলতে কামড় দেওয়ার ভয় দেখাচ্ছেন তো? কুত্তা তো কামড়াতে আসবেই। কিন্তু পুলিশ পাহারা নিয়া কামড় দিতে না আসলে বাংলাদেশের মানুষ কুত্তাগুলারে লাঠি দিয়া মাইরা রাস্তা থেইকা তাড়াইতো।
আপনার সাথে মিলে গেলে মাইন্ড খাইয়েন না।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৮
মো ঃ আবু সাঈদ বলেছেন: আল্লাহ পুলিশ ভাই দের হেদায়ত করুন...
আফসুস কিছু্ই করছি না বা করতে পারছি না এই অন্যায়ের বিরুদ্ধে .....