![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
সময় শ্রোতের ঋতুর তরীটা বেয়ে ,
এলো শীত হেমন্তের বিদায়ী গিতিকা গেয়ে ।
কুহেলী মোড়ানো শিশির সিক্ত ঘাসে ,
নীহার বিন্দু কার দিকে চেয়ে হাসে ।
এমন দিনে কার কথা মনে আসে ,
এস যদি আজ থাকতো আমার পাশে ।
পরস্পরে কতই না হতো মজা ,
চায়ের কাপে গরম পরোটা ভাজা ।
শীতের বনধু তুষার এসেছে পথে ,
ফুটপাথের ঐ বাসতুহারার সাথে ।
জ্বালিয়ে আগুন হাতখানা তাতে সেকে ,
শীত গ্রীষ্মের তফাতটা বুঝি মাপে ।
©somewhere in net ltd.