![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
বর্ণচোরা আত্মভোলা এক অধমের কেচ্ছা ,
"মৌলবাদী" বলে চেঁচায় ,ঐ খবিশের বাচ্চা ।
সৎ মানুষের মুখোশ পড়ে ,মিথ্যা বলায় আচ্ছা ।
আকাম যত করে বেড়ায় ,গোঁড়া থেকেই লুচ্চা ।
বাগ্মী সে যে বৃথাই চেঁচায় ,ভাবখানা খুব সাচ্চা ।
মৃদু ঝড়েই উপড়ে যেমন মূলহীন ঐ তরু ,
তেমনি করেই কপট গুলো,খুজছে যে পথ সরু ।
মূলহীন ঐ পাদপের নাইরে যেমন শক্তি ,
মুলহারা ঐ কপট পিকের মিলবে নাকো মুক্তি ।
বর্ণচোরা ঐ আত্মভোলায় কেউ করেনা ভক্তি ।
দেখ না ভেবে কোনটা আসল সরিয়ে খোঁড়া যুক্তি ।
মুখোশ ফেলে সরল পথে আয়রে তোরা চলে ।
মাথা তুলে বিটপী দাড়ায় শক্তি যখন মূলে ।
মূলকে যারা আঁকড়ে আছে আয়রে তাদের দলে ,
নইলে তোদের চেষ্টা সকল এমনি যাবে জলে ।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৮
অদৃশ্য প্রতিভা বলেছেন: awesome!!!