![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
পরের দয়ায় বাঁচে যে জন ,তাকে কি আর মানায় ?
দয়াকারীর কাঁধে চড়ে ,নিজের শক্তি জানায় !
পরগাছা যেমনি বাড়ে ,পোষক গাছের পরে ।
পরজীবী যেমনি করে ,পোষক দেহে চড়ে ।
আপনা পদ গুটিয়ে রেখে, চাপে পরের ঘাড়ে ।
মানুষ তুমি তেমন হলে ,মূল্য কি আর বাড়ে ?
ডেখ না চেয়ে ঐ যে সবুজ ,অচল পাদপ যারা ।
আপন চরণ শক্তি দিয়েই ঊর্ধ্বে স্ব-শির খাড়া ।
হোক না সে তা ক্ষুদ্র অতি নরম নবীন চাড়া ,
তবুও শে তো দিচ্ছে তাড়া "নিজের পায়ে দাড়া " ।
২| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৯
অদৃশ্য প্রতিভা বলেছেন: ভাল পংক্তি!!!
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৮
আলফ্রেড বি বলেছেন: ভালো লিখেছেন