![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
আজ কোটি কোটি বাংলাভাষী
নিচ্ছে কি কেউ খোজ ?
ভাষার শহীদ পরিবারের
কাটছে কেমন রোজ !
একুশ এলেই শহীদ মিনার
পাচ্ছে ফুলেল সাজ,
কিন্তু যাদের জন্য একুশ,
পায়না তারা তাজ ।
মায়ের ভাষায় বলতে কথা,
জীবন দিলো যারা।
একুশ এলেও তাদের ঘরে,
পড়ে না তার সাড়া ।
সালামের পিতা কেন রে আবার
আজকে দিশাহারা ?
অভাব কেন বারবার তার
পিছুটায় করে তাড়া ।
বরকতের ওই বোনটি কেন
কেঁদে -কুটে সারা ?
অন্নাভাবে ছেলেটা তার
যায় রে বুঝি মারা !
শফিউরের মা আজও কেন
ঘুরছে দ্বারে দ্বারে ?
এই দায় কেন আমজনতা
নেয়নি তুলে ঘারে ?
তার ছেলে কি দেয়নি জীবন
বাংলা ভাষার তরে ?
জব্বারেরা পায়না কেন
বুকে আবার বল?
দেশের জন্য জীবন দিতে
চলতে দলে দল !
রফিক কেন অন্যলোকে
কেঁদে ভাসায় বুক?
ভাষার জন্য জীবন দিয়েও
গুছলো না তার শোক !
স্মতির মিনার এ ফুল ছিটাতেই
কোটি টাকার খাত !
যুদ্ধাহত মুক্তি সেনার
নাই রে ঘরে ভাত !!
সন্তান তার অনাহারে
প্রায়ই কাটায় রাত!
অমর একুশ! অমর একুশ!
উঠছে কলরব!!
ভাষার শহীদ পরিবার
আজও নয় সরব।
নয়টা মাসের লড়াই শেষে
পেলাম স্বাধীন দেশ !
তবু মোদের দু:খ যাতনার
এলো না তো শেষ ।
এই বুঝিরে স্বাধীনতা ,
হায়রে বাংলাদেশ।!!!
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮
♥কবি♥ বলেছেন: চমৎকার লিখেছেন। +