![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
বছর ঘুরে এলো আবার
বাংলা সনের শুরু ,
বাংলা গানের নবীণ ছন্দে
সজীব হ্রিদয় মরু।
ফরেন আচার আকড়ে ধরে
কাটাই সারা বছর,
একটি দিনেই কেবল বসাই
বাংলা কথার আসর।
এই একটি দিনই পাঞ্জাবীটা
জড়ায়ে আপন গায়
ভাবি ! এমন বাংলা প্রেমী
খুজে পাওয়াই দায়!!
এই একটি দিনই জড়ায়ে গায়ে
লাল পাড়ের ওই শাড়ী
একটি দিনের বাংলা প্রেমী
হয় যে নগর-নারী।
জাড়ি -সাড়ি, ভাটিয়ালি,
পল্লীগীতি ছেড়ে !
গাইছি জোরে পপ ও ব্যন্ড,
বিশ্রী বেঢপ সূরে।
বাংলা গানের জোয়ার উঠে,
ওই না বটের ছায়!
একটি দিনের বাংগালীদের,
সেথায় দেখা যায়।
একটি দিনের বাংগাল সাজার
এই যে প্রহসন !
করছে যারা, পাচ্ছে তারাই
বিশেষ বিশেষণ ।
তারাই নাকি বাংগাল জাতির
শ্রেষ্ঠ গুনিজন !!
স্যুট -টাই জিন্স পড়ে
দিচ্ছি জোরে ভাসন,
মোদের দ্বারাই হচ্ছে কেবল
বাংলা আচার লালন।
সরষে -ইলিশ পান্তা ভাতেই
বাংলা আচার শেষ !!
তাই না দেখে নবীণ মোরা
পাই যে মজা বেশ !!
সারা বছর ঠোটে কেবল
ফরেন -হিন্দি গান,
পহেলা বোইশাখেই উতলে উঠে
বাংলা প্রেমের বাণ।
পরের দিনই হই ফরেনার
পড়ি স্যুট আর টাই !
এক দিনের এই মেকি বাংগাল
আর না হতে চাই।
খাটি বাংগাল হওয়ার আশায়
বুক বেধেছি তাই !!
খাটি বাংগাল আছে গায়ে
চলরে সেথা যাই,
তাদের সাথে কাধ মিলিয়ে
বাংলার গান গাই !!!
সুখে-দু:খে মিলেমিশে
বাংলায় মিশে যাই !!!
২| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১:১৬
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: সব ক্রেডিট আকবরের ......................
৩| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১:৩২
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লাগল কাব্যটি ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৬ দুপুর ১:১৫
নুর ইসলাম রফিক বলেছেন: অনেক সুন্দর কথা মালার সৃষ্টি।