![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
অশ্রুসিক্ত চোখের পাতা
ভাষা যেথায় মূক ,
গদির খেলা খেলে ওরা
শুন্য মায়ের বুক ।
পোড়ে আমার বাবার স্বপ্ন,
মলিন বোনের মুখ।
আমজনতার কপাল পোড়ে
বারেই শুধু দু:খ ।
রাজায় রাজায় মল্ল যুদ্ধ,
প্রজার ভালে শোক ।
কোন সে নীতির ধোঁকায় পাড়ে,
জিম্মি দেশের লোক ?
মানবতার দিচ্ছে দোহাই,
রক্ত চোষা জোক !!
মুক্তি মুক্তি চেঁচিয়ে মরে
কোথায় সেসব লোক ?
স্বাধীন হওয়ার স্বাদ পেয়ে,
ফের ঝাপসা কেন চোখ ?
২| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১:২৯
মামুন ইসলাম বলেছেন: ভালো লেখেছেন ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৬ দুপুর ১:১২
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: জিম্মি দেশের লোক ?
একমত
নিজের নৈতিকতা পরিবর্তন না করলে
রাজাদের দোষ দিয়ে লাভ নাই।
ঘুরিফিরি বটের তইল।
সুযোগ সৃষ্টিকারী আমরাই।