![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
সুন্দরতম দিন গুলো বুঝি
হারিয়ে গেল দুরে,
ফেলে আসা সে দিনের স্মৃতি
মনের গগনে উড়ে ।
শুভ ক্ষনের সুখের স্মৃতি
রঙিন স্বপ্ন জুড়ে ।
দু:খ যাতনার বিগত অতীত
বাজে যে করূণ সুরে ।
অতীত যদিও কখনো হাসায়,
কভু কাঁদায় নিরব ভোরে।
মুখ লুকিয়ে কেউ বা কাঁদে
কেউ বা ঘুমের ঘোরে ।
কত চেনা লোক, সদা প্রিয় মুখ,
সময়ের নায়ে চড়ে ।
বিলীন হয়েছে সুদূর অতীতে
অজানা -অচীন পুরে ।