![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
ওদের কথা বলব কি আর
বলার অনেক কিছু ,
বলতে গেলেই জোকের মত
লাগবে আমার পিছু ।
অহং বোধের পর্দা চোখে
চিন্তা ধারাও নিচু ।
ওরাই ধরার হর্তা -কর্তা
বাকিরা সব কচু ।
রাজ্যের যত জ্ঞানী -গুনিজন
সবাই এদের প্রজা,
দোষীরা সব ছাড় পেয়ে যায় ,
বিনা দোষেও সাজা।
যদিও এরা মূর্খ-গোঁয়ার
তবুও এরাই রাজা ।
আমরা শুধু দেখছি চেয়ে
বলছি না কেউ কিছু ,
বলতে গেলেই জোকের মত
লাগবে যে ফের পিছু ।