![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
মানুষ তুমি শ্রেষ্ঠ সবার
ভয়টা তবে কিসে ?
বাঁধার দেয়াল ভেঙে এবার
আগাও রুদ্ধশ্বাসে !
মানব সেবার ব্রতী নিয়ে
যাও সমাজে মিশে ।
কষ্টে জড়া-গ্রস্ত যেন
পায় তোমাকে পাশে ।
তাদের দু:খে কাঁদ তুমি
হাস যখন হাসে !
আশার বানী শোনাও তাদের
হতাশ যখন ত্রাশে !
জ্ঞানের আলো ছড়াও ধারায়
ভয় কে পাশে ঠেশে !
সুপ্তরা সব উঠুক জেগে
মানবতায় মিশে ।
শান্তির পথে চলুক সবাই
দৃপ্ত জয়োল্লাসে ।