![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
" লীগার কাহন "
হয়েও তুমি নব্য লীগার
ইচ্ছে মত চালাও ট্রিগার।
বুলেট - বোমার বিশাল স্টিমার
যদিও তুমি নব্য লীগার।
আইন-আদালত ছুড়ে ফেলে,
যাকে-তাকেই করছো শিকার ।
মদ-জুয়াতে ডুবে থেকেও
লোকের মাঝে মস্ত জিগার ।
গনিকাদের সঙ্গ নিয়েও
চরিত্রটা নয় কদাকার ।
সন্ত্রাসীদের গুরু হয়েও
ঐ, এলাকার বড় লিডার।
কারন তুমি জননেতা
অমূক লীগের তমুক ফিগার।
হিংস্র এসব পশু গুলোই
আজ হয়েছে মস্ত লীগার !!!!
বেশ-ভুশাতে যদিও মানুষ
ভিতরে ঘৃন্য জানোয়ার !!!