| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফয়াদ খান
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
" ভাগ্য বটে "
আরে! সে কী ভাগ্য আমার
এ যে দেখি মন্ত্রিমশায় !!
তা বলুন দেখি আছেন কেমন
চলছে কেমন ধানায় পানায় ?
কিসের ভয়ে এতো জড়োসড়ো
লুকিয়ে আজি ঘরের কোনায় ?
পরের ধনের পোদ্দারীতে
লুটেরাদের ভালই মানায়।
বিলাসিতার বাহার যেন
লুটপাটেরই খবর জানায় !
গরীব -দুঃখির রক্তে -ঘামে
ওরা ওদের প্রাসাদ বানায় ।
আমজনতার টাকা মেরে
উদর পূর্ন কানায় কানায় ।
ত্রানের টাকায় অলস খেয়ে
মেদ জমেছে ভূড়ি খানায় !
সু্যোগ পেলে দেশ বিকিয়ে
ভিন দেশেতে আখের গোছায়।
ওদের কথার ভিন্ন হলে
যখন যাকে ইচ্ছে শাসায়
ওদের কথায় হাসে লোকে
যখন যাকে ইচ্ছে কাঁদায় ।
তবুও এরাই জননেতা
কাঠাল ভাঙে দশের মাথায়
দেশের দশের যাই বা ঘটুক
ওরাই সদা রয় ক্ষমতায় ।
২|
১১ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১১
শায়মা বলেছেন: মজার ছড়া। ![]()
৩|
১১ ই জুলাই, ২০২০ রাত ৮:৪০
নেওয়াজ আলি বলেছেন: শ্রুতিমধুর লেখা।
৪|
১১ ই জুলাই, ২০২০ রাত ৯:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: সময়পযোগী সুন্দর ছড়া।
৫|
১১ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: গুড ওয়ান।
৬|
১২ ই জুলাই, ২০২০ রাত ১২:০৮
উদ্বাস্তু মানুষ আমি বলেছেন: দারুণ ছন্দে লিখেছেন।
৭|
১২ ই জুলাই, ২০২০ রাত ১:২৫
ফয়াদ খান বলেছেন: ধন্যবাদ সবাইকে!!!!
৮|
১২ ই জুলাই, ২০২০ ভোর ৬:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খারাপ না।
চালিয়ে যান।
আপনাকে দিয়েই হবে।
৯|
১২ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছড়া মন্দ নয়।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
শাহ আজিজ বলেছেন: চমৎকার ছান্দসিক আর রসে ভরা বিষয় আশয় । ভাল্লাগ্লো খুব ।