![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
এক শাহেদ কে ধরেই দেখি
তুলছো তৃপ্তির ঢেকুর !!
দেশ জুড়ে কতো হাজার শাহেদ !
নাম না জানা চোর !!
দেশটা কে আজ খাচ্ছে গিলে
জ্ঞানপাপী জোচ্চোর !
সৎ লোকেরা খেই হারিয়ে
ঘুরছে যে বেঘোর !!
রক্ষকেরাই ভক্ষক হলে
আসবে কি আর ভোর ?
আকাম-কুকাম সবি করে
ধারে না কারো ধার,
এরা তো সব চুনোপুঁটি
রুই কাতলারা কার ?
কেই বা এদের শক্তি যোগায়
দেয় সবে শেল্টার ?
কার ঈশারায় দেশজুড়ে পাপ
চলছে বেসুমার ?
দেশের মানুষ জেনে গেছে
এদের অনাচার !
ধূর্ত এসব পশু ধরার
কে নিবে রে ভার ?
থাকলে সাহস ধরো তাদের
আর দিও না ছাড়।
গডফাদাররা যাক না চুলোয়
পায় না যেন পার !!
এতেই যদি আসে স্বস্তি
হোক না ক্রস ফায়ার !!!!
২| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৪
ফুয়াদের বাপ বলেছেন: ভালো লিখেছেন -
৩| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:০১
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার উপস্থাপন I
৪| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১:১০
ফয়াদ খান বলেছেন: ধন্যবাদ সবাইক৷!!!!!
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।