![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
কুমির এখন যত্রতত্র ডাঙায় কিংবা জলে
মাটি ছেড়ে বাঘও এখন ঝুলছে গাছের ডালে ।
একই মানুষ একই সমজ ভিন্ন ভিন্ন দলে,
সুযোগবাদী লোকও ঘোরে লুকিয়ে বিড়াল থলে।
কেউবা আবার ফাঁকা মাঠেই দিচ্ছে জোড়ে হাঁক
দেখে তারে যায়না বোঝা তোতা না দারকাক ।
স্বার্থবসে দেশটা ডুবায় ,জাতি চুলোয় যাক ,
তবুও এদের ভীষন কদর ,পড়ছে দলে ডাক ।
আঁটষাট সুট পড়া, টাই পড়া ছদ্ববেশী বন্য
বাহির দেখে যায় কি চেনা ভিতরটা সারশূন্য ?
চান্স পেলে দেয় গোল ,করে ভুড়ি পূর্ন,
গরিবের গম ,ত্রানের টিন খেয়ে এরা আজ ধন্য ।