|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ফয়াদ খান
ফয়াদ খান
	আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
আমরা তো জনগন রাহাবর হীন 
মূখ বুজেসব সই ভাবলেশহীন। 
এর কাছে ধরা খেয়ে ওর কাছে ধাই
তলে তলে এরা ওরা মাশতুতো ভাই ! 
কত যে আশার বানী দেয় সব পক্ষ 
আসলে সবই মেকী গদিটাই লক্ষ । 
সততার মূখোশে ওরা অসুরের ভক্ত 
রসালো কথার জালে চুষে খায় রক্ত। 
এদেশের জনতা তো হুজুগের ভক্ত । 
কি বা ঠিক কী বেঠিক বুঝা তাই শক্ত। 
সবি জানি তবু যেন কোন কিছু বুঝি না 
হুজুগেই যায় দিন বিবেক কে টানিনা। 
 কথায় পক্ব মোরা, মুল কাজে থাকি না 
জাতিতে বাঙালি তাই বুঝে-শুনে মানিনা।
হুজুগের বসে জাতি ক্ষনিকেই বেসামাল 
বঞ্চনার শিকলে জাতি, বাঁধা রবে কতকাল। 
বৃটিশের গোলামিতে জমে গেছে রক্ত , 
বেনিয়ার পাতানো ঘুমে আজো জাতি সুপ্ত
তাই জেগেও ঘুমায় জাতি,মাথা তোলা শক্ত। 
হায়! এ ঘুম ভাঙবে কবে, চলে যায় ওয়াক্ত । 
 
 ২ টি
    	২ টি    	 +২/-০
    	+২/-০২|  ১৯ শে অক্টোবর, ২০২০  দুপুর ২:০৭
১৯ শে অক্টোবর, ২০২০  দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০২০  সকাল ১০:২১
১৯ শে অক্টোবর, ২০২০  সকাল ১০:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সময় চিত্র আর মুক্তির আহবানে ভাললাগা
কোথা সে রাহবার?
কখন ভাংবে ঘুম...