নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ভাবনার দেয়াল \"

ফয়াদ খান

আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।

ফয়াদ খান › বিস্তারিত পোস্টঃ

ধর্ম- কর্ম

০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:১০

সত্য সুন্দর বস্তুনিষ্ঠ 
সেটাই তো রে ধর্ম
সমাজ মাঝে সবার তরে
ধর্ম রক্ষা বর্ম।


ধর্মটাকে পুজি করে
আখের গোছায় যারা,
ধর্মাবেশী বকধার্মিক মর্ম,
হীন কপটতায় ভরা।

পাশবিকতার ঠাই নেই কভু
সত্য কোন ধর্মে ,
আনে আসু কল্যাণ
প্রশান্তি মর্মে !

মনগড়া এই জীবন-যাপন
দ্বীন হীনতার বর্মে।
ক্বলব টা কালো যার
পাপাচার চরমে !!
অন্ধ যে, ভুল করে
স্বীয় নানা কর্মে ।
পাপী যে দায় তার
কেন দোষী ধর্মে ?

কু-লোকেরা বেশ ধরে
ধর্মের  বর্মে ,
অন্ধত্তের দায় তার ঘারে,
কেন টান ধর্মে ?

অন্ধকারে আলোর ছটা
সেটাই  হল ধর্ম  !
আলোর মাঝে আধার খোজা  ‌!
মন্দ লোকের কর্ম ।
ধর্মে তারাই আধার দেখে
পর্দা যাদের চোখে !!
মুখে যাদের মিষ্ট ভাষা
ছলচাতুরী  বুকে।

প্রবৃত্তির দাস-দাসীদের 
ধর্মে ভীষণ বাঁদ,
ক্যু এর চাপে বকছে যা তা
করছে ভীষণ নাদ।
যাচ্ছেতাই যায় না করা
মর্ম ভরা খাঁদ !!
ধর্মদ্রোহী  বলছে যা তা
দিচ্ছে গোজামিল,
তিল কে তারা তাল বানিয়ে
দেয় আধারে  ঢিল।


ধর্ম হল রক্ষা কবজ
 সবার মুক্তি  যা তে।
পাপ কে ছেড়ে পূন্য পথের
সত্য দিশা তা তে !!



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.