![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
বছরের শেষ দিন
মনে বাজে ডংকা,
আগামী কেমন যাবে
মনে নানা শংকা।
চারদিকে হইচই
নতুনের বরণে !
আমি বসে চুপচাপ
অতীতের স্মরনে ।
কত যে প্রিয় মূখ
হারায়েছি পিছনে।
এখনো তাদের দেখি
নিশিরাত স্বপনে ।
নোনাজল টলমল
করে দুটো নয়নে।
শোক গুলো বুকে চেপে
কেঁদে যাই গোপনে ।
কত উদয় অস্ত আসে
এই ছোট্ট জীবনে ।
কতো উল্লাস -হাহাকার
সময়ের দহনে ।
তবু আশায় বাঁধি বুক,
অনুজের বরণে !!
২| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:৪১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:৪৮
কালো যাদুকর বলেছেন: আপনার কস্ট দুর হোক।
নতুন বছরের শুভেচ্ছা।
৪| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৩:৩৬
জগতারন বলেছেন:
অনুপম সুন্দর নতুন বছরের কবিতা।
নতুন বছরের জন্য কবির প্রতি সুভেচ্ছা জানাই।
৫| ০১ লা জানুয়ারি, ২০২১ ভোর ৬:৩২
ফয়াদ খান বলেছেন: সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা !!!!!
সুন্দর আগামীর প্রত্যাশায় !!!!!
৬| ০১ লা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৫
মেহেদি_হাসান. বলেছেন: সুন্দর কবিতা
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:২৮
এম ডি মুসা বলেছেন: Happy New Year 2021