নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ভাবনার দেয়াল \"

ফয়াদ খান

আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।

ফয়াদ খান › বিস্তারিত পোস্টঃ

"চলনা হারিয়ে যাই "

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:০৬

কত সুর -ছন্দ
তোর সারা অঙ্গে!
ওহে নারী ষোড়শী ,
যাবি মোর সঙ্গে?
মেঠো পথ ছোট গ্রাম,
ঐ দূর বঙ্গে
সাজিয়ে নিব তোরে
হলুদের রঙ্গে !!
যদি সত্যিই যেতে চাস
ধর এই হাতটা ,
ছুড়ে ফেলে পিছুটান ,
বেধেঁ ফেল গাঁট্টা ।
পেরিয়ে যাব সেথা
পথ- ঘাট মাঠ টা !
ঘাসে ঢাকা সরু পথ
আলোময় চাঁদ টা,
দেখে দেখে যাবে কেটে
পূর্নিমা রাত টা ।
ইট -পাথর ঘেরা
নগর টা মাড়িয়ে,
সবুজ পাদপ ঘেরা
গ্রাম ক'টা ছাড়িয়ে ,
তারপর ঐ দূর
দিগন্ত পেড়িয়ে ,
বঙ্গের কোন গাঁয়ে
যাব ফের হারিয়ে !!! "

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৪

ইসিয়াক বলেছেন: সবুজ পাদপ ঘেরা। পাদপ মানে কি ভাইয়া?
কবিতা ভালো লেগেছে।

২| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৩| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাংলাদেশে আইন আছে দুই রকম।কোথাও বলা আছে ১৬ বছর কোথাও বলা আছে ১৮ বছর।পুলিশের হাতে ধরা পরলে বিপদ আছে।সে ২৫ বছরের মেয়েকে বানিয়ে দিবে ১৭ বছর।তখন বয়স ঠিক করতে করতেই জীবনের বাকি বছর গুলো চলে যাবে।

৪| ১২ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

ফয়াদ খান বলেছেন: পাদপ মানে গাছপালা বা বনানী ! ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.