নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ভাবনার দেয়াল \"

ফয়াদ খান

আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।

ফয়াদ খান › বিস্তারিত পোস্টঃ

""উষ্ণরোদ্র তাপে ""

১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৯

সময় শ্রোতের ঋতুর তরীটা বেয়ে ,

এলো শীত হেমন্তের বিদায়ী গিতিকা গেয়ে ।

কুহেলী মোড়ানো শিশির সিক্ত ঘাসে ,

নীহার বিন্দু কার দিকে চেয়ে হাসে ।

এমন দিনে কার কথা মনে আসে ,

সে যদি আজ থাকতো আমার পাশে ।

পরস্পরে কতই না হতো মজা ,

চায়ের কাপে গরম পরোটা ভাজা ।


শীতের বন্ধু তুষার এসেছে পথে ,

ফুটপাথের ঐ বাসতুহারার সাথে ।

জ্বালিয়ে আগুন হাতখানা তাতে সেকে ,

শীত গ্রীষ্মের তফাতটা বুঝি মাপে ।

হিম শীতল ঐ কুয়াশা গায়ে মেখে,

বাঁচার তরে দুঃখগুলো যায় চেপে !!

দরদ মাখা ঐ দয়ার দরজা খুলে,

উষ্ণ পরশ ছড়াও সৃষ্টি কুলে !!!

সাম্য ন্যায়ের আলোর মশাল জ্বেলে

জাগুক ধরনী,সাজুক সততা ফুলে !!!











মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: কবিতা টা ভালো হয়নি। সমস্যা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.