![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
বড় বড় গোফ ওয়ালা
ক্লিন সেভ দাড়ি ,
মদ গাজা ঘোষখোর
প্রকান্ড ভুড়ি ।
কেউবা আবার গোমড়ামুখি
কুটিলমতি সর্বগ্রাসী নারী !!
দু'হাতে আয় করে
চড়ে দামী গাড়ি।
অপরের হক্ব মেরে
গড়ে দালান- বাড়ি ।
রক্ত চোষা, অর্থ খেকো
যায় না এদের চেনা ।
সুযোগ পেলেই দেশের দেহে
দেয় যে চরম হানা ।
স্বার্থ ছাড়া এদের চোখে
নাই তো কোন জ্যোতি ।
স্বার্থ বশে করতে পারে
দেশের চরম ক্ষতি ।
সমাজ পতির ছত্রছায়ায়
এদের হরদম আনাগোনা,
মূল হতে সব শাখায় শাখায়
এদের কূ-জাল বোনা ।
সত্য সত্য চেঁচিয়ে মরে
সত্যের নেই লেশ ।
তিমিরের চোর দিবসে ধরে
সৎ মানুষের বেশ ।
দিনের বেলায় এরাই বেরোয়
করতে চোরের খোজ !
ভয়ার্ত জন জান বাঁচাতে
পাঠায় নানান ভোঁজ।
তাড়া খেলেই লুকিয়ে লুকিয়ে
কাঁটায় রাজার হাল ।
আম জনতা এদের দোষে
হয় যে নাজেহাল ।
কোনায় কোনায় থাকে এরা
প্যাপিলোমার মত ।
দেশের দেহে বাড়ায় শুধু
প্রান বিনাশী ক্ষত ।
এরা সব সমাজের নামজাদা
প্রতারক ভন্ড।
এদের কে ধরবে কে ?
কে দেবে রে দন্ড ?
এদের দিয়ে দেশটা যতই
থাকবে রে ভাই ভরা !!
দেশের মঙ্গা দূর হবে না
শেষ হবে না খরা ।
এদের কে ধরে ধরে
কেটে দাও গরদান।
মানব রুপি এরা হল
হায়েনার সন্তান ।
দূর্নীতির বিষবৃক্ষ হোক
সমূলে হোক উপড়ান ।
ধরা হোক শান্ত
বয়ে যাক কল্যান।
২| ৩০ শে জুন, ২০২১ দুপুর ২:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখেছেন । তা লিখে পোস্ট করলেই হয়? অন্যদের পোস্ট বুঝি পড়তে হয় না। আপনি রাজীব নূরকে ভালোবাসেন তার পোস্টে মন্তব্য দেখলাম বেশী
শুভ কামনা
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০২১ দুপুর ১:০০
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার লাগলো কথা গুলো। সত্যের জয় হোক...