![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
এক টুকরো কাপড় হয়ে জন্মাবার পর
বহুদিন ঘরের কোনায় তোমাদের অলক্ষ্যে
অপাংতেয় ভাবে পতিত ছিলাম !
ঘরের লোকেদের অবজ্ঞার চাহনি
আর হেলা-ফেলা সহ্য করেছি দীর্ঘদিন ।
ঘরের এখানে সেখানে পড়ে থাকা
এক টুকরো মুল্যহীন কাপড় !
এ ছাড়া ভিন্ন কোন উল্লেখযোগ্য
পরিচয় ছিল না আমার ।
আর যখন চেতনার রঙে সজ্জিত হয়ে
তোমাদের সামনে এসে দাড়ালাম !
যখন ঐ উদ্ধত যুবকের মায়ের আঁচলের
অংশ হলাম, স্বাধিকারের উন্মাদনায় !
আতংকে কেঁপে উঠল শোষকের পা !
আরক্ত চোখে আমার দিকে তাকিয়ে
দাম্ভোক্তি ছেড়ে চরম আক্রোশে
ওরা আমাকে ছিনিয়ে নিতে চাইল!!
চেতনায় উদ্ভাসিত ঐ উদ্ধত যুবক
হিংস্র ব্যঘ্রের ন্যয় সহসা
ওদের উপর ঝাঁপিয়ে পড়ে ,
আমাকে উদ্ধার করে ঊর্ধ্বে তুলে ধরে।
আমাকে বুকে ধারণ করে চুমু খায় !!!
সেই থেকে হয়ে গেলাম
জাতীয় ঐক্যের স্মারক !!
আর আমার নাম হল "পতাকা " !!!
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০২১ ভোর ৪:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+