![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
নিদ নাহি আসে চোখে
রাত যে হয়েছে ঢের,
কতো স্বপ্নের জাল বুনে বুনে শেষে
ধুলোয় মিশেছে ফের !
তারায় তারায় খচিত নীলিমা যেন
জ্বলজ্বলে মুক্তোয় একাকার ।
জোছনা ছড়ানো রজনীর বুকে
আনমনে হারায়েছি বহুবার।
বারবার ঘুরে সরে গেছি দূরে
খুজে ফিরি রাহাবার !!
আমবশ্যার ঘনকালো রাতেও
বিদায় নিয়েছে ঘুম !
কুহেলী মোড়ানো শিশির সিক্ত ভোরে
কাথা- কম্বলে একটু উষ্ণ ঔম !!
রুধির ধারায় তড়িতের গতি
হৃদ স্পন্দনে জাগে কাম !!
শৃঙ্খল ভেঙে শিহরণে জাগে
কায়ার প্রতিটি লোম !
নিশিতের কবি মনে মনে আশে
কপোলে প্রিয়ার চুম।
কামনায় ফের উঠেছে জোয়ার
যেন উল্লাসে ফাটে ধুম !!!!
২| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
৩| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৯
ফয়াদ খান বলেছেন: ধন্যবাদ ,ভাল থাকবেন সবাই !
৪| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১৪
কবিতা ক্থ্য বলেছেন: ভালো কোনো সুরোকার আপনার কবিতা পেলে সুর দিতে পারতো।