নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

furbo

posondo kori,kintu bortoman bd er rajnite neya hotas.

ফুরব

দেশকে ভাল বাসুন, আজ থেকে প্রতিজ্ঞা করুন ঘুষ,দুর্নীতির সাথে নিজেকে সম্প্রক্ত করবেন না,এটা আপনার আমার নৈতিক দায়িত্ব।

ফুরব › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ২২জন আহত হয়েছে।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৫

ভোলার লালমোহনের ফাতেমাবাদ বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ২২জন আহত হয়েছে।

রোববার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১০ জনকে লালমোহন ও দুইজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলো-বাবুল (৪৫), ছানা উল্ল্যাহ (৪৩), ইয়ানুর (২৫), জামাল (২৬), সবুজ (২৮), আ. হাই (৩৫), মহিউদ্দিন (৩৪), রুবেল (২০), আউয়ুব (৩০), মনির (২২), মোসলেউদ্দিন (৩২) ও আলম (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্তদের মাঝে ভিজিএফ চাল বিতরণের তালিকা নিয়ে আওয়ামী লীগের স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যন আবুল কাসেম ও মেম্বার আব্দুল গ্রুপ পৃথকভাবে অবস্থান নেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে রোববার দুপুরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২২জন আহত হয়। খবর পেয়ে লালমোহন থানা ও স্থানীয় পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভোলার সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মাহাফুজুর রহমান জানান, এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। তবে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় যে কোনো মুহূর্তে ফের সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ই-নিউজ/প্রতি/ইসি ০৫.১০ঘ.

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭

ফুরব বলেছেন: কুকুরে কুকুরে খাবার নিয়ে কামড়া কামড়ি করবে এটা নতুন কিছু নয়। কুকুর বলে কথা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.