নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

furbo

posondo kori,kintu bortoman bd er rajnite neya hotas.

ফুরব

দেশকে ভাল বাসুন, আজ থেকে প্রতিজ্ঞা করুন ঘুষ,দুর্নীতির সাথে নিজেকে সম্প্রক্ত করবেন না,এটা আপনার আমার নৈতিক দায়িত্ব।

ফুরব › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার নির্বাচনী ষড়যন্ত্র ফাসঃ

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:১২

Begum Khaleda Zia

বর্তমান প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয় আজ বলেছে, "আমার কাছে তথ্য আছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে"।



এদিকে বর্তমান সরকার দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য নির্বাচনী বিধিমালা সংশোধন করছে। তারা মন্ত্রী, প্রধানমন্ত্রী ও এমপি থাকা অবস্থায় সরকারী সুযোগ-সুবিধা ও প্রটোকল নিয়েই নির্বাচনে অংশগ্রহন করবেন।

সজিব ওয়াজেব জয় মুখ ফসকে হলেও তাদের ষড়যন্ত্রের কথাটাই ফাঁস করে দিয়েছে। আমরা দৃঢ় কণ্ঠে জানাতে চাই যে, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তবর্তীকালীন সরকার ছাড়া এই দেশে জাতীয় নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪০

খালিদ মুহাম্মদ ইফতেখার আবেদীন বলেছেন: ৩০০ আসনে ভোট হবে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, এরপর জানা যাবে কে, কারা বা কোন জোট সরকার গঠন করবে । এটা তো কোন তথ্য থাকা বা না থাকার বিষয় না । নির্বাচন হবার আগেই ফলাফল নির্ধারিত হয়ে যায় কি করে !

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫২

ফুরব বলেছেন: সহজ উত্তর । সরকারী ডিক্লারেশনের মাধ্যমে।, এই জন্যই তো ক্ষমতা ছাড়তে রাজী না।

২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪০

নূর আদনান বলেছেন: :p :p

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৭

ফুরব বলেছেন: পিপি মানে কি পাঠার বাচ্চা পাঠা??

৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪০

খালিদ মুহাম্মদ ইফতেখার আবেদীন বলেছেন: ৩০০ আসনে ভোট হবে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, এরপর জানা যাবে কে, কারা বা কোন জোট সরকার গঠন করবে । এটা তো কোন তথ্য থাকা বা না থাকার বিষয় না । নির্বাচন হবার আগেই ফলাফল নির্ধারিত হয়ে যায় কি করে !

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৪

ফুরব বলেছেন: চুচিল মিডিয়া এখন চুপ কেন? তথ্য টা কি তা আবাল টাকে প্রকাশ করতে বলুক।।

৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

নূর আদনান বলেছেন: @খালিদ মুহাম্মদ ইফতেখার আবেদীন
ভাই এইটা বাংলাদেশ, এখানে নির্বাচন হবার আগেই ফলাফল নির্ধারিত হয়ে যায়

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:০০

ফুরব বলেছেন: মনমোহন বাবায় মনে হয় আশ্বাস দিসে তাই এত কনফিডেন্স।।

৫| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৮

অারমান বলেছেন: "আমার কাছে তথ্য আছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে "

চুচিল মিডিয়া এখন চুপ কেন?????

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৯

ফুরব বলেছেন: এটা চুচিলদের চরিত্র।।

৬| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:১৫

নিবিড় এখন বলেছেন: মিডিয়া হলো সব দালাল। সব আওয়ামী লীগ র পা ছাটা কুত্তা।

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৫

ফুরব বলেছেন: মিডিয়া সব সময় সরকারের দালালী করে আসল সত্য জনতা খুব কমই জানে।।

৭| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৮

রাকি২০১১ বলেছেন: ওরে রিমান্ডের নিয়া ডিম থেরাপী দিলে তথ্য বের হয়ে যাবে।

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৮

ফুরব বলেছেন: ডিম থেরাপি দিতেই তো কেয়ারটেকার সরকার দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.